Photo Credit: Pexels/ Anton
নানারকম সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলির মধ্যে হোয়াটস অ্যাপ অন্যতম। অ্যাপ টি দ্বারা যেমন ব্যবহারকারীরা উপকৃত হন তেমনি আবার প্রতারনার শিকার ও হয়ে থাকেন। তাই এবার হোয়াটস অ্যাপ এর কর্ণধার Meta কোম্পানী হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে,একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার হোয়াটস অ্যাপ - একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে।হোয়াটস অ্যাপ - এর গ্রুপ ব্যবহারকারীদের জন্য ‘Context Card' চালু হতে চলেছে। এই ‘Context card' হলো এমন একটি ফিচার যার দ্বারা হোয়াটস অ্যাপ ব্যাবহারকারীরা নিজেদের গ্রুপের সমস্ত তথ্য সুরক্ষার সাথে রাখতে পারবে। অজানা কারোর দ্বারা প্রতারিত হবে না। নিজের একাউন্ট এবং তথ্য দুটোই সুরক্ষিত থাকবে।
হোয়াটস অ্যাপ এর গ্রুপ চ্যাটের জন্য একটি নতুন কার্ড চালু করেছে যেটি হলো ‘ কনটেক্সট কার্ড ‘। এই কার্ডের মাধ্যমে ব্যবসা সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে । এর ফলে এই কার্ড দ্বারা ব্যবহারকারী সদস্যদের নিরাপত্তা বাড়ানো যাবে এবং প্রয়োজনে টা আরও শক্ত হবে। ব্যাবহারকারীরা অপরিচিত কারোর দ্বারা প্রতারিত হবেন না। যখনই অচেনা কেউ গ্রুপ এ থাকবেন, তা ব্যাবহারকারীরা দেখতে পাবেন। এবং এই কার্ড দ্বারা চ্যাট উইন্ডো তে, যে কোনো গ্রুপ সম্পর্কে সমস্ত তথ্য পাবেন এবং তা প্রকৃত কিনা যাচাই করতে পারবেন। এই (~) চিহ্ন দিয়ে অজানা ব্যবহারকারীকে গ্রুপ চ্যাটে বোঝাবে। যিনি গ্রুপ তৈরি করেছেন এবং কে যুক্ত করেছেন সবটাই বিস্তারিত ভাবে জানতে পারবেন। যদি কোনো যুক্ত ব্যক্তি গ্রুপের পার্ট না হতে চান তবে তিনি কার্ডের মাধ্যমে দ্রুত সমস্যার কথা জানাতে পারবেন। এবং হোয়াটস অ্যাপ এর এক্সিট বোতাম টিপে গ্রুপ থেকে সরাসরি বের হতে পারবেন।
কোনো ব্যাবহারকারী যে কোনো গ্রুপ দ্বারা আমন্ত্রিত হলে , সেই আমন্ত্রন গ্রহণের জন্যে ৩ দিন সময় থাকে। অজানা গ্রুপ দ্বারা আমন্ত্রন পেলে ব্যাবহারকারীরা এবার এর কিছু সদস্যের বিবরন দেখতে পারবেন এবং তার পরে যুক্ত হতে পারবেন।এই কার্ডের সুবিধা পেলে ব্যাবহারকারীরা অত্যন্ত উপকৃত হবেন এবং ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন