গ্রুপ ভিডিও কলে অংশগ্রহনকারীর সংখ্যা বাড়াচ্ছে WhatsApp। ভিডিও কনফারেসিংয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছে Zoom, Google Duo-র মতো একাধিক অ্যাপ।
WhatsApp গ্রুপ কলে আরও বেশি গ্রাহক অংশ নিতে পারবেন
লকডাউনের কারণে গ্রুপ ভিডিও কল বা ভিডিও কনফারেন্সিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। এই অবস্থায় গ্রুপ ভিডিও কলে অংশগ্রহনকারীর সংখ্যা বাড়াচ্ছে WhatsApp। ভিডিও কনফারেসিংয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছে Zoom, Google Duo-র মতো একাধিক অ্যাপ। এই সব অ্যাপকে টেক্কা দিতেই এবার গ্রুপ ভিডিও কলে গ্রাহক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মার্কিন কোম্পানিটি।
সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে জানানো হয়েছে সাম্প্রতিক অ্যানড্রয়েড বিটা ভার্সনে গ্রুওপ কলে গ্রাহক সংখ্যা বাড়ানোর ইঙ্গিত মিলেছে। যদিও বিটা ভার্সনে এখনও এই ফিচার পৌঁছয়নি। এই মুহুর্তে WhatsApp ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ চারজন গ্রুপ ভিডিও কল করতে পারেন। যদিও এই সংখ্যা বেড়ে কত হবে জানা যায়নি।
Zoom ব্যবহারে সরকারী কর্মীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক
কবে WhatsApp গ্রাহকদের কাছে নতুন ফিচার পৌঁছবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। মনে করা হচ্ছে শীঘ্রই সফটওয়্যার আপডেটে এই ফিচার অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের ফোন পৌঁছে যাবে।
![]()
ভয়েস কল স্ক্রিনের উপরে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কথা জানিয়ে দেবে WhatsApp
ছবি: WABetaInfo
এছাড়াও সাম্রতিক আপোডেটে ভয়েস কল স্ক্রিনের উপরে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কথা জানিয়ে দেবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Phone With 6.59-Inch Display and 8,000mAh Battery in Development, Tipster Claims
Ubisoft Announces Layoffs at The Division and Avatar: Frontiers of Pandora Studio, Massive Entertainment