Facebook অ্যাপ এর উপরে নেভিগেশানে আলাদা গেমিং ট্যাব যোগ হল। বিশ্বব্যাপী 70 কোটি গ্রাহক প্রতিদিন Facebook –এ গেম খেলেন, ভিডিও দেখেন। নতুন এই ফিচারে এই গ্রাহকদের গেম খেলতে সুবধা হবে। সম্প্রতি TechCrunch ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।
এই রিপোর্টে জানানো হয়েছে, গেমিং ট্যাবে ক্লিক করে একটি ফিডে একাধিক গেম দেখা যাবে। এই সব গেম বন্ধুদের সাথে খেলা যাবে। এছাড়াও বিশ্বের সেরা পাবলিশারদের ভিডিও দেখা যাবে এখানে। বিভিন্ন গেমিং গ্রুপের আপডেট দেখা যাবে এই ফিডে।
গত বছর কোম্পানির পরীক্ষামুলক গেমিং হাব fb.gg লঞ্চ হয়েছিল। এই প্রোজেক্টের অধীনে লঞ্চ হয়েছিল আলাদা অ্যাপ। fb.gg গেমিং হাবের অধীনে Facebook অফিশিয়াল অ্যাপে নতুন গেমিং ট্যাব হাজির হল।
গ্রাহক কোন ধরনের গেম খেলেন সেই দেখে প্রত্যেক গ্রাহককে আলাদা গেম খেলার পরামর্শ দেবে এই গেমিং ট্যাব। অফিশিয়াল অ্যাপে নতুন ট্যাব যোগ হওয়ায় আরও বেশি গ্রাহক Facebook এ গেম খেলতে শুরু করবেন।
অনেক দিন ধরেই স্মার্টফোনে আলাদা গেমিং অ্যাপ বানানোর কাজ করছে Facebook।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন