Photo Credit: Reddit
উৎসবের মরশুমের নির্বাচিত কিছু গ্রাহককে Play Store এ ফ্রি ক্রেডিট দিচ্ছে Google। গ্রাহকের কেনাকাটার ইতিহাস দেখে এই ফ্রি ক্রেডিট দিচ্ছে কোম্পানি। Play Store এর উপরে হলুদ ব্যানারে এই খবর প্রকাশ করেছে Google। এই ব্যানারে ট্যাপ করলে গ্রাহক নিজের ফ্রি ক্রেডিট ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: Apple প্রোডাক্ট ব্যবহার করলেই চাকরি যাচ্ছে চিনে!
Google Play এর হোম পেজ ওপেন করলে উপরে একটি হলুদ ব্যানার দেখতে পাবেন। সব গ্রাহক এই ব্যানার দেখতে পাবেন না। Google আপনাকে ফ্রি ক্রেডিট দিলে তবেই Play Store এর উপরে এই ব্যানার আসবে। সেখানে বিভিন্ন মূল্যের ফ্রি ক্রেডি দিচ্ছে Google। এই ক্রেডিট Play Store এর যে কোন অ্যাপ বা গেমে ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: Play Store থেকে অ্যাপ ইনস্টল করার আগে সাবধান!
তবে এই ক্রেডিট ব্যবহারে থাকছে কিছু শর্ত। হলুদ ব্যানারে ট্যাপ করে এই শর্তগুলি পড়ে নিতে পারবেন। এর সাথে কোন অ্যাপে এই ড়াকা খরচ করা যেতে পারে সেই পরামর্শ দেবে Google।
আমরা Play Store হোম পেজে কোন হলুদ ব্যানার দেখতে পাইনি। আপনারা এই হলুদ ব্যানার দেখতে পেলে কী না কমেন্ট করে জানাতে ভুলবেন না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন