Play Store ভুয়ো অ্যাপ ছেয়ে গিয়েছে। এই ভুয়ো অ্যাপগুলি মানুষকে বোকা বানিয়ে অন্য অ্যাপ রেটিং করাচ্ছে। 50,000 বারের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপগুলি।
Play Store ভুয়ো অ্যাপ ছেয়ে গিয়েছে। এই ভুয়ো অ্যাপগুলি মানুষকে বোকা বানিয়ে অন্য অ্যাপ রেটিং করাচ্ছে। 50,000 বারের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপগুলি। সম্প্রতি এই কথা জানিয়েছে ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞ সংস্থা Quick Heal।
“এই অ্যাপগুলি নিজেদের PDF রিডার, PDF ডাউনলোডার অথবা PDF স্ক্যানার বলে দাবি করে। কিন্তু এর কোণ কাজই করে না ভুয়ো অ্যাপগুলি।” এক ব্লগ পোস্টে Quick Heal এর Android সুরক্ষা বিশেষজ্ঞ রূপালি পারাটে এই কথা জানিয়েছেন।
এই অ্যাপগুলি Play Store এ অন্য অ্যাপে 5 স্টার রেটিং দিতে বাধ্য করে। ওপেন করার পরে জানানো হয় রেটিং দেওয়ার পরেই অ্যাপ কাজ করা শুরু করবে।
অ্যাপগুলিতে জানানো হয় রেটিং দেওয়ার 24 ঘন্টা পরে PDF সংক্রান্ত কাজ করা শুরু করবে অ্যাপগুলি।
“কিন্তু 24 ঘন্টা পরে একই জিনিস আবার শুরু হয়। 24 ঘন্টা পরে একই অ্যাপ ডাউনলোড করার আপশান হাজির হয়।” বলেন তিনি।
এই অ্যাপগুলির অন্য অ্যাপের কাছ থেকে টাকা নিয়ে সেই অ্যাপের ডাউনলোড কাউন্ট ও রেটিং বাড়িয়ে দেয়।
“এই ধরনের ভুয়ো অ্যাপের হাত থেকে দূরে থাকা প্রয়োজন। অ্যাপ ডাউনলোডের
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15 Series India Launch Timeline Leaked; Reno 15 Mini Also Expected to Debut