স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে যে কোন YouTube ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 জানুয়ারী 2020 15:42 IST

বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অথবা ব্রাউজার থেকে YouTube ভিডিও ডাউনলোড করা যায়

ইন্টারনেটে ভিডিও অন্যতম প্রধান ওয়েবসাইট YouTube। যে কোন প্রয়োজনে YouTube আমাদের রক্ষা করে। যদিও YouTube থেকে ভিডিও দেখার জন্য প্রচুর ডেটার প্রয়োজন হয়। WiFi নেটওয়ার্কে কানেকটেড থাকলে ডেটা ব্যবহারের সমস্যা না হলেও 4G নেটওয়ার্কে বেশি সময় YouTube ভিডিও দেখয়ে হুহু করে ডেটা শেষ হতে থাকে। সেই কারণে WiFi নেটওয়ার্কে কানেকটেড থাকছে স্মার্টফোনে YouTube ভিডিও ডাউনলোড করে রাখলে পরে ডেটা কানেকশন ছাড়াও সেই ভিডিও দেখা যাবে। YouTube থেকে যে কোন ভিডিও ডাউনলোড করবেন কীভাবে? দেখে নিন।

যদিও এই প্রতিবেদনে উল্লেখিত সব উপায় গ্রাহকের সুবিধার জন্য। কপিরাইট আইন লঙ্ঘন এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়।

YouTube অফিশিয়াল অ্যাপ ব্যবহার করে ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

Android ও iOS ডিভাইসে অফিশিয়াল YouTube অ্যাপ থেকে যে কোন ভিডিও ডাউনলোড করা যাবে। পরে অফলাইনে সেই ভিডিও YouTube অ্যাপ থেকে দেখে নেওয়া যাবে।

স্মার্টফোনে YouTube অ্যাপ যে ভিডিও ডাউনলোড করবেন সার্চ করুন।
যে ভিডিও ডাউনলোড করবেন সেটার পাশে তিনিটি ডট দেখতে পাবেন। এখানে ট্যাপ করুন।
এবার ‘Download' অপশন সিলেক্ট করলে ভিডিও কোয়ালিটি জিজ্ঞাসা করবে YouTube।
ভিডিও কোয়ালিটি সিলেক্ট করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
কোন ভিডিও দেখার সময় ডাউনলোড করে রাখতে চাইলে নীচে ‘Download' অপশন সিলেক্ট করুন। এখানেও ভিডিও কোয়ালিটি জিজ্ঞাসা করবে YouTube।
ডাউনলোড শেষ হলে নীচে ‘View' অপশন সিলেক্ট করলে ডাউনলোড করা সব ভিডিও একটি পেজে দেখতে পাবেন।

    YouTube Go অ্যাপ ব্যবহার করে ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

    YouTube Go অ্যাপ ব্যবহার করলে তুলনামূলক কম ডেটা ব্যবহার হয়। কম দামের Android ফোনের জন্য এই অ্যাপ তৈরি করেছে Google। দেখে নিন YouTube Go ব্যবহার করে ভিডিও ডাউনলোডের উপায়।

    1. YouTube Go ডাউনলোড করে ওপেন করুন।
    2. স্মার্টফোনে YouTube Go অ্যাপ যে ভিডিও ডাউনলোড করবেন সার্চ করুন।
    3. ভিডিওর উপরে ট্যাপ করলেই ডাউনলোড করতে বলবে। এখানে ডাউনলোড অপশন সিলেক্ট করলে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে বলবে। এর পরে ‘Download' অপশনে ট্যাপ করুন।
    4. ডাউনলোড শেষ হলে হোম পেজে গিয়ে নীচে ‘Download' ট্যাব সিলেক্ট করে ডাউনলোড করা ভিডিওগুলি একটি পেজে দেখতে পাবেন।

    Snaptube অ্যাপ ব্যবহার করে ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

    1. Snaptubeapp.com থেকে Snaptube অ্যাপ ডাউনলোড করুন।
    2. অ্যাপ ওপেন করে YouTube অপশন সিলেক্ট করুন।
    3. যে ভিডিও ডাউনলোড করবেন সার্চ করুন।
    4. ভিডিও ওপেন করে ডাউনলোড বাটনে ক্লিক করলে পৃথক পেজ ওপেন হবে। এখানে অডিও অথবা ভিডিও ফর্ম্যাটে ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার আগে কোয়ালিটি সিলেক্ট করতে হবে। 

    ডেক্সটপ থেকে YouTube ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

    4K Downloader সফটওয়্যার ব্যবহার করে PC অথবা macOS কম্পিউটার থেকে YouTube ভিডিও ডাউনলোড করা যাবে।

    1. ব্রাউজারে 4KDownloader পেজ ওপেন করুন। এর পরে অপারেটিং সিস্টেম সিলেক্ট করে ডাউনলোড করে নিন। ডাউনলোডের পর এই সফটওয়্যার ইন্সটল করে নিন।
    2. এবার ব্রাউজারে YouTube ভিডিও ওপেন করে ইউআরএল কপি করে নিন।
    3. 4K Video Downloader ওপেন করে লিঙ্ক পেস্ট করুন।এবার কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড সিলেক্ট করুন।

    ব্রাউজারে ওয়েবসাইট থেকে YouTube ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

    savefromnet.net  ব্যবহার করে

    1. ব্রাউজারে অফলাইনে দেখার জন্য ভিডিও ওপেন করুন। ভিডিও ইউআরএল কপি করে নিন।
    2. savefromnet.net ওয়েবসাইট ওপেন করুন।
    3. এখানে লিঙ্ক পেস্ট করুন।
    4. এর পরে কোয়ালিটি সিলেক্ট করে ‘Download' অপশন সিলেক্ট করুন।

    VDYouTube ব্যবহার করে

    1. ব্রাউজারে অফলাইনে দেখার জন্য ভিডিও ওপেন করুন। ভিডিও ইউআরএল কপি করে নিন।
    2. VDYouTube ওয়েবসাইট ওপেন করুন।.
    3. এখানে লিঙ্ক পেস্ট করুন।
    4. এর পরে কোয়ালিটি সিলেক্ট করে ‘Download' অপশন সিলেক্ট করুন।

     এই প্রতিবেদনে উল্লেখিত সব উপায় গ্রাহকের সুবিধার জন্য। কপিরাইট আইন লঙ্ঘন এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়।

     

    প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

    আরও পড়া: YouTube, Download YouTube Videos
    Advertisement
    Popular Brands
    #সর্বশেষ খবর
    1. Jio সিম থাকলেই কেল্লাফতে, 3 মাস এই পরিষেবা ফ্রি! অফার চলবে আর 1 সপ্তাহ
    2. Oppo F31 সিরিজ পুজোর আগেই ভারতে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 80W চার্জিং
    3. Google Veo 3: এক টাকাও লাগবে না! AI দিয়ে ভিডিও বানানোর প্রযুক্তি ফ্রি করে দিল গুগল
    4. Vivo T4 Pro চোখধাঁধানো ক্যামেরার সঙ্গে আসছে, দূর থেকেও তুলবে অসাধারণ ছবি
    5. 6,000 টাকারও কমে লঞ্চ হল Itel Zeno 20 স্মার্টফোন, সস্তায় পাবেন জমজমাট ফিচার্স
    6. 8,000mAh ব্যাটারির সুপারম্যান স্মার্টফোন আনছে Realme ও OnePlus, পুজোর পরেই লঞ্চ
    7. ফ্লিপ ফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! বিস্ময় জাগিয়ে হাজির Honor Magic V Flip 2
    8. 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Note 15 Pro সিরিজ, কত দাম জেনে নিন
    9. Vivo T4 Pro 5G বাজার কাঁপাতে আসছে, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে বিরাট চমক
    10. কমপ্যাক্ট স্মার্টফোনে বাজিমাত করতে চলেছে Xiaomi, ব্যাটারি ও ক্যামেরা ছোঁবে নতুন মাত্রা
    Download Our Apps
    Available in Hindi
    © Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.