4G নেটওয়ার্কে বেশি সময় YouTube ভিডিও দেখয়ে হুহু করে ডেটা শেষ হতে থাকে। সেই কারণে WiFi নেটওয়ার্কে কানেকটেড থাকছে স্মার্টফোনে YouTube ভিডিও ডাউনলোড করে রাখলে পরে ডেটা কানেকশন ছাড়াও সেই ভিডিও দেখা যাবে।
বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অথবা ব্রাউজার থেকে YouTube ভিডিও ডাউনলোড করা যায়
ইন্টারনেটে ভিডিও অন্যতম প্রধান ওয়েবসাইট YouTube। যে কোন প্রয়োজনে YouTube আমাদের রক্ষা করে। যদিও YouTube থেকে ভিডিও দেখার জন্য প্রচুর ডেটার প্রয়োজন হয়। WiFi নেটওয়ার্কে কানেকটেড থাকলে ডেটা ব্যবহারের সমস্যা না হলেও 4G নেটওয়ার্কে বেশি সময় YouTube ভিডিও দেখয়ে হুহু করে ডেটা শেষ হতে থাকে। সেই কারণে WiFi নেটওয়ার্কে কানেকটেড থাকছে স্মার্টফোনে YouTube ভিডিও ডাউনলোড করে রাখলে পরে ডেটা কানেকশন ছাড়াও সেই ভিডিও দেখা যাবে। YouTube থেকে যে কোন ভিডিও ডাউনলোড করবেন কীভাবে? দেখে নিন।
যদিও এই প্রতিবেদনে উল্লেখিত সব উপায় গ্রাহকের সুবিধার জন্য। কপিরাইট আইন লঙ্ঘন এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়।
Android ও iOS ডিভাইসে অফিশিয়াল YouTube অ্যাপ থেকে যে কোন ভিডিও ডাউনলোড করা যাবে। পরে অফলাইনে সেই ভিডিও YouTube অ্যাপ থেকে দেখে নেওয়া যাবে।
YouTube Go অ্যাপ ব্যবহার করলে তুলনামূলক কম ডেটা ব্যবহার হয়। কম দামের Android ফোনের জন্য এই অ্যাপ তৈরি করেছে Google। দেখে নিন YouTube Go ব্যবহার করে ভিডিও ডাউনলোডের উপায়।
4K Downloader সফটওয়্যার ব্যবহার করে PC অথবা macOS কম্পিউটার থেকে YouTube ভিডিও ডাউনলোড করা যাবে।
এই প্রতিবেদনে উল্লেখিত সব উপায় গ্রাহকের সুবিধার জন্য। কপিরাইট আইন লঙ্ঘন এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Paramount's New Offer for Warner Bros. Is Not Sufficient, Major Investor Says
HMD Pulse 2 Specifications Leaked; Could Launch With 6.7-Inch Display, 5,000mAh Battery