এই সিরিজে Oppo F31, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+ লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।
Photo Credit: Oppo
Oppo F29 সিরিজ ভারতে মার্চ 20 লঞ্চ হয়েছিল
Oppo F31 সিরিজ যে গত মার্চে লঞ্চ হওয়া Oppo F29 লাইনআপের উত্তরসূরী হিসেবে আগামী মাসে ভারতে আসতে চলেছে, তা সম্প্রতি সূত্র মারফত ফাঁস হয়েছিল। কিন্তু লঞ্চের তারিখ জানা যায়নি। এখন সেই তথ্য সামনে চলে এসেছে। Oppo F31 ও Oppo F31 Pro সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এ দেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করা হবে। ফোন দু'টির একটি বড় আকর্ষণ হবে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি। এছাড়া, Oppo F31 সিরিজ পূর্বসূরীর মতো 360 ডিগ্রি আর্মর বডি ডিজাইনের সঙ্গে আসবে।
টিপস্টার অভিষেক যাদব X (সাবেক টুইটার) এর একটি পোস্টে দাবি করেছেন যে, Oppo F31 সিরিজ 12-14 সেপ্টেম্বরের মধ্যে ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। উল্লেখ্য, বর্তমান Oppo F29 সিরিজ 20 মার্চ ভারতে আত্মপ্রকাশ করেছে। কোম্পানির আসন্ন লাইনআপে কমপক্ষে দু'টি অথবা সর্বোচ্চ তিনটি মডেল আসবে বলে অনুমান করা হচ্ছে— Oppo F31, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+। তবে কোম্পানি এখনও লঞ্চের বিষয়ে কোনও মন্তব্য করেনি।
টিপস্টারের শেয়ার করা তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড Oppo F31 ফোনটিতে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, Oppo F31 Pro-তে MediaTek Dimensity 7300 প্রসেসর থাকতে পারে। ফোনগুলি 7,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত বলে জানা গিয়েছে। এর সঙ্গে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে।
Exclusive ✨
— Abhishek Yadav (@yabhishekhd) August 22, 2025
Oppo F31 specifications
🔳 MediaTek Dimensity 6300
🔋 7000 mAh battery
⚡ 80 watt charging
Oppo F31 Pro specs
🔳 MediaTek Dimensity 7300
🔋 7000 mAh battery
⚡ 80 watt charging
Expected launch date: September 12 or 14.
ওপ্পো এফ31 সিরিজের অন্যতম ফিচার ডিউরাবিলিটি। এতে 360 ডিগ্রি আর্মার বডি থাকবে। এটি এক ধরনের উন্নত সুরক্ষা ব্যবস্থা যা ফোনকে চারপাশের আঘাত থেকে বাঁচাতে পারে। সংক্ষেপে বললে, স্ক্র্যাচ, শক ও অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। ওপ্পো এফ31 ও ওপ্পো এফ31 প্রো এর নেটওয়ার্ক পারফরম্যান্সও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। ক্যামেরা সেটআপে আপগ্রেডের সম্ভাবনা কম বলেই জল্পনা শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, মার্চে লঞ্চ হওয়া Oppo F29 5G এবং F29 Pro 5G উভয় মডেলে 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে যা FHD+ রেজোলিউশন (1,080×2,412 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, এবং 1,200 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড মডেলটি Snapdragon 6 Gen 1 চিপ দ্বারা চালিত, যেখানে Pro ভেরিয়েন্টে Dimensity 7300 Energy প্রসেসর আছে। দুই ফোনেই 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও সামনের দিকে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন