Oppo F31 সিরিজ পুজোর আগেই ভারতে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 80W চার্জিং

এই সিরিজে Oppo F31, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+ লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

Oppo F31 সিরিজ পুজোর আগেই ভারতে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 80W চার্জিং

Photo Credit: Oppo

Oppo F29 সিরিজ ভারতে মার্চ 20 লঞ্চ হয়েছিল

হাইলাইট
  • Oppo F31 ও Oppo F31 Pro লঞ্চ হতে পারে 12-14 সেপ্টেম্বরের মধ্যে
  • Oppo F31 সিরিজে 7,000mAh ব্যাটারি থাকবে
  • দুই ফোনই 360 ডিগ্রি আর্মর বডির সঙ্গে আসছে
বিজ্ঞাপন

Oppo F31 সিরিজ যে গত মার্চে লঞ্চ হওয়া Oppo F29 লাইনআপের উত্তরসূরী হিসেবে আগামী মাসে ভারতে আসতে চলেছে, তা সম্প্রতি সূত্র মারফত ফাঁস হয়েছিল। কিন্তু লঞ্চের তারিখ জানা যায়নি। এখন সেই তথ্য সামনে চলে এসেছে। Oppo F31 ও Oppo F31 Pro সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এ দেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করা হবে। ফোন দু'টির একটি বড় আকর্ষণ হবে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি। এছাড়া, Oppo F31 সিরিজ পূর্বসূরীর মতো 360 ডিগ্রি আর্মর বডি ডিজাইনের সঙ্গে আসবে।

Oppo F31 ও Oppo F31 Pro ভারতে লঞ্চের তারিখ

টিপস্টার অভিষেক যাদব X (সাবেক টুইটার) এর একটি পোস্টে দাবি করেছেন যে, Oppo F31 সিরিজ 12-14 সেপ্টেম্বরের মধ্যে ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। উল্লেখ্য, বর্তমান Oppo F29 সিরিজ 20 মার্চ ভারতে আত্মপ্রকাশ করেছে। কোম্পানির আসন্ন লাইনআপে কমপক্ষে দু'টি অথবা সর্বোচ্চ তিনটি মডেল আসবে বলে অনুমান করা হচ্ছে— Oppo F31, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+। তবে কোম্পানি এখনও লঞ্চের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

Oppo F31 ও Oppo F31 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারের শেয়ার করা তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড Oppo F31 ফোনটিতে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, Oppo F31 Pro-তে MediaTek Dimensity 7300 প্রসেসর থাকতে পারে। ফোনগুলি 7,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত বলে জানা গিয়েছে। এর সঙ্গে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে।

ওপ্পো এফ31 সিরিজের অন্যতম ফিচার ডিউরাবিলিটি। এতে 360 ডিগ্রি আর্মার বডি থাকবে। এটি এক ধরনের উন্নত সুরক্ষা ব্যবস্থা যা ফোনকে চারপাশের আঘাত থেকে বাঁচাতে পারে। সংক্ষেপে বললে, স্ক্র্যাচ, শক ও অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। ওপ্পো এফ31 ও ওপ্পো এফ31 প্রো এর নেটওয়ার্ক পারফরম্যান্সও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। ক্যামেরা সেটআপে আপগ্রেডের সম্ভাবনা কম বলেই জল্পনা শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, মার্চে লঞ্চ হওয়া Oppo F29 5G এবং F29 Pro 5G উভয় মডেলে 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে যা FHD+ রেজোলিউশন (1,080×2,412 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, এবং 1,200 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড মডেলটি Snapdragon 6 Gen 1 চিপ দ্বারা চালিত, যেখানে Pro ভেরিয়েন্টে Dimensity 7300 Energy প্রসেসর আছে। দুই ফোনেই 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও সামনের দিকে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio সিম থাকলেই কেল্লাফতে, 3 মাস এই পরিষেবা ফ্রি! অফার চলবে আর 1 সপ্তাহ
  2. Oppo F31 সিরিজ পুজোর আগেই ভারতে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 80W চার্জিং
  3. Google Veo 3: এক টাকাও লাগবে না! AI দিয়ে ভিডিও বানানোর প্রযুক্তি ফ্রি করে দিল গুগল
  4. Vivo T4 Pro চোখধাঁধানো ক্যামেরার সঙ্গে আসছে, দূর থেকেও তুলবে অসাধারণ ছবি
  5. 6,000 টাকারও কমে লঞ্চ হল Itel Zeno 20 স্মার্টফোন, সস্তায় পাবেন জমজমাট ফিচার্স
  6. 8,000mAh ব্যাটারির সুপারম্যান স্মার্টফোন আনছে Realme ও OnePlus, পুজোর পরেই লঞ্চ
  7. ফ্লিপ ফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! বিস্ময় জাগিয়ে হাজির Honor Magic V Flip 2
  8. 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Note 15 Pro সিরিজ, কত দাম জেনে নিন
  9. Vivo T4 Pro 5G বাজার কাঁপাতে আসছে, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে বিরাট চমক
  10. কমপ্যাক্ট স্মার্টফোনে বাজিমাত করতে চলেছে Xiaomi, ব্যাটারি ও ক্যামেরা ছোঁবে নতুন মাত্রা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »