Xiaomi 16 Pro Mini-তে 6.3 ইঞ্চি ডিসপ্লে, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 6,300mAh ব্যাটারি থাকতে পারে।
Photo Credit: Xiaomi
Xiaomi 15 Pro (ছবিতে) চীনে 2024 সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল
Xiaomi 16 সিরিজ লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। এই সিরিজের অধীনে চারটি প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। গত বছর শাওমির তিনটি পিওর ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট এসেছিল। এই চতুর্থ মডেলটির নাম হতে পারে Xiaomi 16 Pro Mini। 2025 সালকে বলা হচ্ছে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বছর। ইতিমধ্যেই OnePlus 13s ও Vivo X200 FE এর মতো আকারে ছোট মোবাইল ফোন লঞ্চ হয়েছে। প্রযুক্তি এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে এবার আসছে Xiaomi 16 Pro এর কম্প্যাক্ট ভার্সন। সূত্রের দাবি, এতে 6.3 ইঞ্চি ডিসপ্লে, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 6,300mAh ব্যাটারি থাকতে পারে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চাইনিজ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর একটি পোস্টে কমপ্যাক্ট Xiaomi 16 Pro সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছিল। কিন্তু সেই পোস্ট পরবর্তীতে এডিট করে তথ্যগুলি মুছে দেওয়া হয়। যদিও তার আগেই খবরটি টেক পোর্টালগুলির নজরে এসেছে। InnoGyan-এর একটি প্রতিবেদন অনুসারে, শাওমির আসন্ন কম্প্যাক্ট স্মার্টফোনের সামনে 6.3 ইঞ্চি ডিসপ্লে থাকবে।
হ্যান্ডসেটটিতে 6,300mAh ক্ষমতার ব্যাটারি ব্যবহার হবে, যার মধ্যে R-অ্যাঙ্গেল ডিজাইন এবং লিথিয়াম পলিমার কম্পোজিশন থাকবে। দুর্দান্ত ছবি এবং ভিডিও তোলার জন্য, কমপ্যাক্ট Xiaomi 16 Pro পাওয়ারফুল ইমেজিং সিস্টেম পেতে পারে। যার মধ্যে একটি বড় প্রাইমারি ক্যামেরা সেন্সর ও একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স ক্যামেরা থাকবে।
এছাড়া, Xiaomi 16 Pro Mini (অফিসিয়াল নাম নয়) ওয়্যারলেস চার্জিং, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফুল ওয়াটারপ্রুফিং ফিচার থাকতে পারে। শাওমি কোম্পানির এই নতুন সিরিজে চারটি মডেল আসার সম্ভাবনা রয়েছে — Xiaomi 16, Xiaomi 16 Pro mini, Xiaomi 16 Pro, ও Xiaomi 16 Pro Ultra। সমস্ত মডেল ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite 2 চিপসেটে চলবে।
প্রসঙ্গত, Xiaomi 16 এবং Xiaomi 16 Pro এর ক্যামেরা বড় আপগ্রেড পেতে পারে। দুই ফোনেই 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে, যেখানে পূর্বসূরী Xiaomi 16 এবং Xiaomi 16 Pro মডেল দু'টিতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছিল। আপগ্রেড করা ফ্রন্ট ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারবে বলে অনুমান।
Xiaomi 16 সিরিজ সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে। বেস মডেলে পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ম্যাক্রো সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন