মাত্র 10 মিনিটে 1 লক্ষ টাকা লোন দেবে এই ফোন প্রস্তুতকারী সংস্থা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 মে 2018 13:22 IST
হাইলাইট
  • Xiaomi র নতুন ইন্টারনেট সার্ভিস Mi Credit
  • 1,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে এই সার্ভিসে
  • শুধুমাত্র MIUI ইউজাররা এই সার্ভিস ব্যাবহার করতে পারবেন

নতুন Mi Credit লোন সার্ভিস লঞ্চ করল Xiaomi

বাজারে পাররোনাল লোন নেওয়ার ঝক্কি কম নয়। যে কোন কোম্পানির কাছে পাররোনাল লোন নিতে গেলে জমা দিতে হয় একাধিক ডকুমেন্ট। তার পরে গালে হাত দিয়ে বসে থাকতে হয় সেই লোন পাওয়ার অপেক্ষায়। সেই দিন বদলের সময় এসেছে। এবার মোবাইলে এক ক্লিকে মাত্র 10 মিনিটে পায়ে যাবেন পার্সোনাল লোন।
 
ভারতে Mi Credit লঞ্চ করল Xiaomi। ইন্সট্যান্ট পার্সোনাল লোন পাওয়া যাবে Xiaomi র নতুন এই প্ল্যাটফর্মে। চিনের এই কোম্পানিটি জানিয়েছে গ্রাহকদের ইন্সট্যান্ট লোন দেওয়ার জন্যই লঞ্চ করা হয়েছে  Mi Credit প্ল্যাটফর্ম। এই অ্যাপে লগ ইন করে জলদি লোলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোম্পানির গ্রাহকরা। ইন্সট্যান্ট পার্সোনাল লোন সার্ভিস KreditBee এর সাথে হাত মিলিয়ে এই সার্ভিস লঞ্চ করেছে Xiaomi। প্রসঙ্গত এই মাসেই Mi Music ও Mi Video অ্যাপদুটি লঞ্চের কথা ঘোষনা করেছিল Xiaomi।
 
শুধুমাত্র কোম্পানির MIUI ইউজাররাই ব্যাবহার করতে পারবেন নতুন এই Mi Credit প্ল্যাটফর্ম। 1,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত পার্সোনাল লোন পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে। শুধুমাত্র তরুন প্রফেশানালদের দেওয়া হবে এই লোন। কোম্পানি জানিয়েচঘে মাত্র 10 মিনিটেই গ্রাহকরা লোন পেয়ে যেতে পারেন এই প্ল্যাটফর্মে। তবে এই লোন পেতে গেলে গ্রাহকদের KYV ভেরিফিকেশান বাধ্যতামুলক। আগেই জানানো হয়েছে এই সার্ভিস পাবেন শুধুমাত্র কোম্পানির MIUI ইউজাররা। তাই স্টক Android চলা Xiaomi Mi A1 এর ব্যাবহারকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত থেকে যাবেন।
 
Xiaomi এ ভাইস প্রেসিডেন্ট মনু জৈন জানিয়েছেন, “Mi Credit এর হাত ধরে ভারতে কোম্পানির গ্রাহকদের কাছে পৌঁছে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট সার্ভিস। এর মাধ্যমে উপকৃত হবেন গ্রাহকরা।”
 
নিজেদের প্রোডাক্ট আরও বেশি করে বিক্রি করতে এন লোন সার্ভিস কাজে লাগাবে শাওমি। দেশের স্মার্টফোন বাজারে একাধিপত্য দেখানোর পরে এবার অনলাইন সার্ভিসেও বাজার শখত করতেই এই পদক্ষেপ নিয়েছে বেজিং এর এই কোম্পানি।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi Credit
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রিয়েলমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন Realme GT 8 সিরিজ এন্ট্রি নিচ্ছে, তাক লাগাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  2. নতুন Android ভার্সন ও 16 জিবি র‍্যাম সহ আসছে OnePlus 15, লঞ্চ কবে জেনে নিন
  3. Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!
  4. Tecno বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ভারতে আনছে, বাংলা ভাষায় AI থাকবে
  5. Vivo আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার অনবদ্য ফোন, লঞ্চ হতে পারে অক্টোবরে
  6. Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
  7. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  8. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  9. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  10. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.