ফেস রিকগনিশনে মুশকিল আসান, দুর্দান্ত এই অ্যাপ বানিয়ে ফেলেছে কলকাতার কোম্পানি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 ফেব্রুয়ারি 2019 16:36 IST

Android ও iOS ডিভাইসে ব্যবহার করা যাবে NexAEI অ্যাপ

তবে কি রেসেপসানিস্টদের দিন শেষ হতে চলেছে? সম্প্রতি কলকাতার এক স্টার্ট আপ কোম্পানি একটি অ্যাপ সামনে নিয়ে এসেছে। কোম্পানির দাবি অফিসের ফ্রন্ট ডেস্ক ও হুম্যান রিসোর্স দপ্তরের অনেক সমস্যার সমাধান করবে এই অ্যাপ।

Android ও iOS ডিভাইসে ব্যবহার করা যাবে NexAEI অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে অফিসের রিসেপশনে ফেস রিকগনিশানের মাধ্যমে কর্মীরা নিজেদের উপস্থিতি জানতে পারবেন।  এছাড়াও NexAEI অ্যাপ ব্যবহার করে সহজেই ছুটির আবেদন করা যাবে। ফেস রিকগনিশন ব্যবহার করার জন্য  কর্মীরা কোন ভাবেই ভুয়ো উপস্থিতি জানাতে পারবেন না বলে দাবি করেছে কলকাতার কোম্পানিটি।

অফিসের বাইরে কাজ থাকলে এই অ্যাপ ব্যবহার জানিয়ে উর্ধতন কতৃপক্ষকে জানিয়ে দেওয়া যাবে। একই অ্যাপ ব্যবহার করে কর্মী অফিসের বাইরে ঠিক কোথায় কাজে গিয়েছেন তা দেখে নিতে পারবেন অফিসের উচ্চপদস্থ কর্মীরা। ফোনের লোকেশন সার্ভিস ব্যবহার করে এই ফিচার কাজ করবে। এছাড়াও যে কোন কর্মী একই অ্যাপ ব্যবহার করে ছুটির আবেদন করতে পারবেন।

 

শুধু অফিস কর্মীরা নয়,  ভিজিটরদের সামলাতেও ওস্তাদ NexAEI অ্যাপ। ভিজিটররা রিসেপশানে থাকা ফোন অথবা ট্যাবলেটে রেজিস্টার করে অফিস কর্মীদের সাথে যোগাযোগ করতে পারবেন।  ফেস রিকগনিশন ছাড়াও ভিজিটরদের জন্য থাকছে QR কোড অথবা মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশনের সুযোগ। ভিজিটর যে অফিস কর্মীর সাথে দেখা করতে চান তার নাম NexAEI অ্যাপ এর মধ্যে জানালে উক্ত কর্মীর ফোনে ভিজিটরের নাম ও অন্যান্য বিবরন সহ নোটিফিকেশান পৌঁছে যাবে।

কর্মী ও ভিজিটরদের এই বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য SHA-256 এনক্রিপশন ব্যবহার করে গুগল সার্ভারে স্টোর করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। Gadgets 360 কে কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন অফিসের রিসেপশন ও হিউম্যান রিসোর্স দপ্তরের কাজ সহজ করবে NexAEI অ্যাপ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: nexaei, APP
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আজ থেকে বন্ধ Windows 10, বিনামূল্যে কম্পিউটার Windows 11-এ আপগ্রেডের পদ্ধতি শিখে নিন
  2. দিওয়ালি সেলে 22,000 টাকা সস্তায় কিনুন iPhone 16, অফার চলছে নতুন iPhone 17 মডেলেও
  3. পিন ভুলে গেলেও করা যাবে UPI পেমেন্ট, আজই ফোনপে, পেটিএম, গুগল পে-এর এই সেটিংস বদলে নিন
  4. Oppo-র দুর্ধর্ষ ক্যামেরার স্মার্টফোনে মিলছে 13,000 টাকা ছাড়, টেক্কা দেবে DSLR-কেও!
  5. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Vivo Pad 5e ট্যাব
  6. Vivo X300 সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি!
  7. 200 মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়াল স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল Samsung W26 স্মার্টফোন
  8. Samsung এর OIS ক্যামেরার ফোন মাত্র 12,499 টাকায়! কোথায় পাবেন জেনে নিন
  9. দিওয়ালি সেলে Xiaomi এর ডুয়েল সেলফি ক্যামেরা স্মার্টফোনে 17,000 টাকার বিশাল ডিসকাউন্ট
  10. Ulaa Browser: গুগলের মাথাব্যাথার কারণ ভারতীয় অ্যাপ, এই 5 ফিচারে ক্রোমকে দিচ্ছে টক্কর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.