Photo Credit: PhonePe
PhonePe NPCI-এর নিজস্ব BHIM অ্যাপে যোগ দিল যা UPI সার্কেল বৈশিষ্ট্যকেও সমর্থন করে।
মঙ্গলবার ভারতে নতুন PhonePe UPI Circle চালু হয়েছে। এই ফিচারটির মাধ্যমে প্রাথমিক ব্যবহারকারীরা সেকেন্ডারি ব্যবহারকারীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট করার অনুমতি দেবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা তৈরি UPI Circle ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর ব্যবহার বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে, পাশাপাশি খরচের উপর নজরদারি করার সুবিধাও প্রদান করে। 2024 সালের আগস্টে প্রতিদ্বন্দ্বী গুগল-পে UPI Circle-এর ঘোষণা করেছিল, তবে এই ফিচারটি এখনও দেশজুড়ে ব্যবহারকারীদের জন্য চালু হয়নি।PhonePe UPI Circle-র বৈশিষ্ট্য ও সুবিধা,এই ওয়ালমার্ট-মালিকানাধীন পেমেন্ট প্ল্যাটফর্মের মতে, নতুন UPI Circle ফিচারটি এখন দেশের PhonePe ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। PhonePe ব্যবহারকারীরা পরিবার ও বন্ধুদের মতো বিশ্বস্ত পরিচিতদের জন্য তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও একটি সার্কেল তৈরি করতে পারবেন ইউপিআই আইডি তৈরি করতে পারবেন।
একবার UPI Circle তৈরি হয়ে গেলে, একজন "প্রাথমিক" PhonePe ব্যবহারকারী তাদের সার্কেলে অন্যান্য "সেকেন্ডারি" ব্যবহারকারীদের যুক্ত করতে পারে। এই ব্যবহারকারীদের নিজস্ব UPI আইডি থাকবে, যা দিয়ে তারা অনলাইনে কেনাকাটা করতে বা বিল মেটাতে পারবে, এবং সেই সমস্ত লেনদেন প্রাথমিক ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হবে।
প্রাথমিক ব্যবহারকারীরা PhonePe-তে UPI Circle ফিচারের মাধ্যমে দুইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। যদি আংশিক অনুমোদন মোড নির্বাচন করা হয়, সেকেন্ডারি ব্যবহারকারীর দ্বারা শুরু হওয়া প্রতিটি লেনদেনের জন্য প্রাথমিক ব্যবহারকারীকে অনুমোদনের জন্য একটি প্রম্পট পাঠানো হবে।
অন্যদিকে, পূর্ণ অনুমোদন মোডে প্রাথমিক ব্যবহারকারী সেকেন্ডারি ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ মাসিক খরচের সীমা নির্ধারণ করতে পারে, এবং এই লেনদেনগুলোর জন্য ম্যানুয়ালি অনুমোদনের প্রয়োজন হয় না। প্রাথমিক ব্যবহারকারী 15000 টাকা পর্যন্ত যেকোনো সীমা নির্ধারণ করতে পারেন, এবং প্রতি লেনদেনে সর্বোচ্চ 5000 টাকার সীমা থাকবে।
প্রাথমিক ব্যবহারকারীরা যেকোনো সময় অ্যাক্সেস বাতিল করতে পারে এবং সেকেন্ডারি ব্যবহারকারীদের দ্বারা করা সব লেনদেনের উপর নজর রাখতে পারে। আবার অন্যদিকে প্রতিটি সেকেন্ডারি ব্যবহারকারীর জন্য আলাদা মাসিক খরচের সীমা নির্ধারণ করা যেতে পারে।
UPI Circle-এর মাধ্যমে প্রাথমিক ব্যবহারকারীরা পাঁচজন পর্যন্ত সেকেন্ডারি ব্যবহারকারী যুক্ত করতে পারবে, তবে একজন সেকেন্ডারি ব্যবহারকারী একসময়ে শুধুমাত্র একজন প্রাথমিক ব্যবহারকারীর সাথে যুক্ত থাকতে পারে। সেকেন্ডারি ব্যবহারকারীদের জন্য পূর্ণ অনুমোদন সেটআপ করা থাকলেও, প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার পর প্রাথমিক ব্যবহারকারীকে জানানো হয়।
গুগল-পে 2024 সালের আগস্টে UPI Circle-র ঘোষণা করেছিল, কিন্তু তারা এখনও দেশের সব ব্যবহারকারীর জন্য এই ফিচারটি চালু করেনি। ব্যবহারকারীরা ভারত ইন্টারফেস ফর মানি (BHIM) অ্যাপের মাধ্যমেও UPI Circle ফিচারটি ব্যবহার করে দেখতে পারেন, যা একই ভাবে কাজ করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন