UPI,লাভজনক লেনদেন এবং লোনের সুবিধা সহJioFinance অ্যাপটি লঞ্চ করা হয়েছে
ভারতের বাজারে লঞ্চ করা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান জিও ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড (JFSL) দ্বারা উন্মোচিত এক নতুন অ্যাপ JioFinance।
মানুষের আর্থিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই অ্যাপটি নির্মাণ করা হয়েছে। অ্যাপটি দ্বারা UPI-এর মাধ্যমে লেনদেন, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ এবং নিরীক্ষণ ও বিভিন্ন বিলের লেনদেন করা যাবে