Flipkart Big Billion Days সেলে Axis ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে লেনদেন করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
Photo Credit: Flipkart
Flipkart Big Billion Days সেল Amazon Great Indian Festival সেলের সাথেই শুরু হবে
Flipkart Big Billion Days Sale 2025 এর দামামা বেজে গেল। পুজোর মরসুম উপলক্ষে প্রতি বছর মেগা শপিং ফেস্টিভ্যালের আয়োজন করে ফ্লিপকার্ট। এই বছরেও তার অন্যথা হচ্ছে না। আসন্ন সেলে ই-কমার্স সংস্থাটি স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব, ল্যাপটপ, হেডফোন, ক্যামেরা, টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিন পণ্য বাজার দরের থেকে অনেক সস্তায় বিক্রি করবে। Axis ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে ক্রেতাদের কেনাকাটায় 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা সেলের 24 ঘন্টা আগে আগাম অ্যাক্সেস পাবে বলে মনে করা হচ্ছে।
ফ্লিপকার্ট তাদের অ্যাপ ও ওয়েবসাইটের হোম পেজে বিগ বিলিয়ন ডেজ সেলের ব্যানার লাইভ করেছে। ট্যাগলাইন অনুযায়ী, এই বছরের বিগ বিলিয়ন ডেজ সেল আগের বছরের তুলনায় আরও বড় আকারে আয়োজন করা হবে। অর্থাৎ সংস্থার ইঙ্গিত, এই সেলে গ্রাহকরা আগের চেয়ে বেশি ছাড়, অফার এবং ডিল পাবেন। গত বছর সেপ্টেম্বর 27 থেকে সবার জন্য বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হয়েছিল। 26 তারিখেই আর্লি অ্যাক্সেস পেয়েছিল প্লাস গ্রাহকেরা। এই মাসের মাঝামাঝি সময়ে সেল শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।
Flipkart এখনও সেলের তারিখ ঘোষণা করেনি, তবে iPhone 16, Samsung Galaxy S24, OnePlus Buds 3, এবং Motorola Edge 60 Pro ডিসকাউন্টে বিক্রির কথা ঘোষণা করেছে। স্মার্টফোন ও ইয়ারফোন ছাড়াও, গ্রাহকরা Intel PC, 55-ইঞ্চি স্মার্ট টিভি, ও ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের উপরেও আকর্ষণীয় অফার পেতে পারেন।
ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে, যাতে এই দুই ব্যাঙ্কের গ্রাহকরা 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পান। তবে মনে করা হচ্ছে, অফারটি শুধু ক্রেডিট কার্ড ও ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডেবিট কার্ডে ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা কম। বিভিন্ন পণ্যের দাম তো কমবেই, পাশাপাশি ক্রেতারা UPI অফার ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিতে পারবেন।
এছাড়াও, গ্রাহকরা পে লেটার পরিষেবার সুবিধাও নিতে পারবেন। ফ্লিপকার্ট প্লাস গ্রাহকদের জন্য সুপারকয়েনস অফারও থাকার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, Amazon Great Indian Festival Sale 2025 এর দামামাও বেজে গিয়েছে। ফ্লিপকার্টের প্রতিদ্বন্দ্বী সংস্থাটি জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। অ্যামাজন প্রাইম সদস্যরা 24 ঘন্টা আগেই সেলের আর্লি অ্যাক্সেস পাবে। অ্যামাজন পে লেটার রিওয়ার্ডসে অতিরিক্ত 600 টাকা পাওয়ার সুযোগ পাবে ক্রেতারা। ফ্লিপকার্ট অথবা অ্যামাজন কেউউ এখনও সেলের তারিখ প্রকাশ করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন