Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা

Google এনহ্যান্সড ফোন নম্বর ভেরিফিকেশন বা ePNV নামক একটি নতুন সিকিউরিটি প্রোটোকলের উপর কাজ করছে।

Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা

Photo Credit: Google

Google Play Protect has prevented more than 115 million attempts to install potentially harmful app

হাইলাইট
  • Google একটি নতুন সিস্টেম আনছে যা OTP ব্যবস্থাকে রিপ্লেস করবে
  • Play Protect 11.5 কোটি বার ক্ষতিকর অ্যাপ ইনস্টল করার প্রচেষ্টা ব্লক করেছে
  • Google স্ক্রিন-শেয়ারিং প্রতারণা রুখতে নতুন ফিচার পরীক্ষা করছে
বিজ্ঞাপন

অনলাইন প্রতারণা সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। নিত্যনতুন পদ্ধতিতে লোক ঠকানো জলভাতে পরিণত করেছে প্রতারকরা। শুধুমাত্র বয়স্ক অথবা অল্পশিক্ষিতরা ফাঁদে পড়ছে এমনটা নয়। শিক্ষিত ও সম্ভ্রান্ত মানুষেরাও এখন সাইবার অপরাধীদের শিকার হচ্ছেন। অনলাইন কেনাকাটা ও লেনদেন বাড়ার সাথে সাথে জালিয়াতির উর্দ্ধমুখী ঘটনা ইন্টারনেটের প্রতি মানুষের ভরসা এবং বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে। ইন্টারনেট ব্যবহার করার সময় নিরাপত্তার অভাব বোধ করছেন অসংখ্য মানুষ। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে এই ভয়ের সমাধান রয়েছে। নতুন দিল্লিতে একটি ইভেন্টে Google বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে।

Google নতুন AI সেফটি টুল আনার ঘোষণা করল

Google তাদের ব্লগে এই বিষয়ে বিস্তারিত লিখেছে। সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অনলাইন ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। তারা যে সব আপডেট আনছে, সেগুলোর লক্ষ্য প্রতিষ্ঠানের জন্য পাওয়ারফুল সাইবার সিকিউরিটি এবং প্রাইভেসি টুল তৈরি। টেক জায়ান্টটি এনহ্যান্সড ফোন নম্বর ভেরিফিকেশন বা ePNV নামক একটি নতুন Android-ভিত্তিক সিকিউরিটি প্রোটোকলের উপরেও কাজ করছে। এটি বর্তমানে ব্যবহৃত SMS-বেসড অথিন্টিকেশন পদ্ধতির জায়গা নেবে।

নতুন সিস্টেমটি OTP-এর সঙ্গে জড়িত ফাঁকফোকর দূর করতে চলেছে। এটি আরও বেশি নিরাপদ। গুগল আরও জানিয়েছে যে, রিয়েল-টাইম স্ক্যাম ডিটেকশন ফিচার জেমিনাই ন্যানো ব্যবহার করে ডিভাইসেই সম্ভাব্য প্রতারণা শনাক্ত করতে সক্ষম। এটি পিক্সেল স্মার্টফোনের জন্য চালু হচ্ছে। তবে বৈশিষ্ট্য ডিফল্টভাবে বন্ধ অবস্থায় থাকবে।

গুগল একটি নতুন উদ্যোগ নিয়েছে, যেখানে পেটিএম, গুগল পে, ও Navi-এর মতো UPI প্ল্যাটফর্মগুলির সঙ্গে যৌথ ভাবে স্ক্রিন-শেয়ারিং প্রতারণা রুখতে নতুন ফিচার পরীক্ষা করছে। Android 11 বা তার পরের ভার্সন ব্যবহারকারী কেউ যদি অপরিচিত ব্যক্তির সঙ্গে কলের সময় স্ক্রিন শেয়ার করতে করতে ওই অ্যাপগুলির মধ্যে কোনও একটি খুলে ফেলেন, তাহলে সতর্কবাতা আসবে। এক ট্যাপেই কল কেটে দিতে পারবেন বা স্ক্রিন শেয়ারিং বন্ধ করা যাবে।

গুগল জানাচ্ছে, তাদের প্লে প্রোটেক্ট 11.5 কোটি বার ক্ষতিকর অ্যাপ ইনস্টল করার প্রচেষ্টা রুখে দিয়েছে, যেগুলো আর্থিক জালিয়াতির জন্য পারমিশনের অজুহাতে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। সংস্থাটি তাদের নিজস্ব AI ওয়াটারমার্ক ও শনাক্তকরণ প্রযুক্তি SynthID এবং তার API-এর আগাম অ্যাক্সেস দিচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়, গবেষক, ও সংবাদমাধ্যমকে। এর লক্ষ্য, AI দ্বারা নির্মিত কনটেন্ট সহজে শনাক্ত করতে সাহায্য করা।

প্রসঙ্গত, গুগল 2025 সালে ভারতে প্লে স্টোরে শীর্ষ অ্যাপস এবং গেমসের তালিকা প্রকাশ করেছে। দেশের সেরা অ্যাপ হিসেবে নির্বাচিত হয়েছে জোমাটোর District: Movie Events Dining। 2025 সালের সেরা গেমের পুরস্কার পেয়েছে Krafton এর CookiRun India: Running Game। Free Fire Max পেয়েছে সেরা অনগোয়িং গেমের স্বীকৃতি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা
  2. Google প্রকাশ করল 2025 সালের দেশের সেরা অ্যাপ ও গেমের তালিকা, নাম দেখলে চমকে যাবেন
  3. Realme GT 8 Pro দেশে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ফিচার তাক লাগাবে
  4. 50MP সেলফি ক্যামেরার সঙ্গে Lava Agni 4 লঞ্চ হল, ফিচার্স বিদেশী ব্র্যান্ডদের টেক্কা দেবে, দাম জেনে নিন
  5. ভারতে লঞ্চের আগেই Vivo X300 সিরিজের দাম ফাঁস হল, ফোনের ক্যামেরায় DSLR-এর মতো ছবি
  6. Jio সিম আছে? নতুন Gemini 3 মডেল সহ 35,100 টাকার AI পরিষেবা সবার জন্য ফ্রি!
  7. ভারতীয় সংস্থা Wobble চীনা ব্র্যান্ডদের টক্কর দিতে নতুন ফোন লঞ্চ করল, চার ক্যামেরা ও 12GB র‍্যাম রয়েছে
  8. Exclusive: iQOO 15 এর দাম লঞ্চের এক সপ্তাহ আগেই ফাঁস, বাজার কাঁপাতে পারবে?
  9. Poco F8 সিরিজ 6500mAh ব্যাটারি নিয়ে আসছে, লুকস ও ফিচার্সে একদম নতুনত্ব
  10. OnePlus Ace 6T সবথেকে পাওয়ারফুল 8000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হচ্ছে নভেম্বরে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »