OnePlus Turbo 6 ও Turbo 6V উভয়েরই দাম অনলাইনে ফাঁস হয়েছে।
Photo Credit: OnePlus
OnePlus started accepting pre-bookings for the OnePlus Turbo 6 series
OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V ফোন দু'টিকে ঘিরে বর্তমানে জল্পনা তুঙ্গে। কারণ কোম্পানির এই নতুন হাই পারফরম্যান্স ফোনগুলি জানুয়ারি 8 লঞ্চ হচ্ছে। OnePlus Turbo 6 সিরিজ সংস্থার সর্বপ্রথম স্মার্টফোন, যেখানে 9,000mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। ওয়ানপ্লাস নিজেই আপকামিং ফোন দু'টির স্পেসিফিকেশন ও ফিচার নিশ্চিত করেছে। আর এখন OnePlus Turbo 6 ও Turbo 6V উভয়েরই দাম অনলাইনে ফাঁস হয়েছে। এটি ভারতের বাজারে Nord সিরিজের অধীনে লঞ্চ হতে পারে। OnePlus Turbo 6 ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 প্রসেসরে রান করবে।
টেক ব্লগার পারস গুগলানি জানিয়েছেন, চীনে OnePlus Turbo 6 মডেলটির দাম 2,000 ইউয়ান (প্রায় 25,000 টাকা) থেকে শুরু হতে পারে। অন্য দিকে, Turbo 6V-এর মূল্য 1,799 ইউয়ানের (প্রায় 23,000 টাকা) কম হওয়ার সম্ভাবনা আছে। তবে ফোনগুলির দাম ভারতে বেশি হবে বলে দাবি করা হয়েছে। OnePlus Turbo 6 লাইনআপের দাম এই দেশের বাজারে 35,000 টাকার আশেপাশে ধার্য করা হতে পারে।
ওয়ানপ্লাস টার্বো 6 সিরিজের অগ্রিম বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। এটি সংস্থার ওয়েবসাইটে তিনটি কালার অপশনে লিস্টেড আছে। ফোনটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। টার্বো 6ভি মডেলটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে জানা গিয়েছে।
স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus Turbo 6 ফোনে 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য ডিভাইসটির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
সফটওয়্যারের দিক থেকে ফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। OnePlus Turbo 6V মডেলে 144 হার্টজ রিফ্রেশ রেট ও Snapdragon 7s Gen 4 প্রসেসর মিলবে। ফোনটির অন্যান্য ফিচার্স স্ট্যান্ডার্ড ভার্সনের মতো হতে পারে। এছাড়াও, উভয় মডেলে 9,000mAh ক্ষমতার ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং ও 22W রিভার্স ওয়্যার্ড চার্জিং প্রযুক্তির সঙ্গে আসতে চলেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন