OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V চীনে জানুয়ারি 8 চীনে লঞ্চ হচ্ছে।
Photo Credit: OnePlus
OnePlus Turbo 6 Series packs a 9,000mAh batery
OnePlus Turbo 6 সিরিজ জানুয়ারি 8 চীনে লঞ্চ হচ্ছে। এই গেমিং স্মার্টফোন সিরিজের অধীনে দু'টি নতুন হাই পারফরম্যান্স হ্যান্ডসেট বাজারে আসবে — OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V। চাইনিজ ব্র্যান্ডটি ইতিমধ্যেই ফোনগুলির ডিজাইন প্রকাশ করেছে। আরও জানা গিয়েছে যে OnePlus Turbo 6 ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 চিপসেট দ্বারা পরিচালিত হবে। অন্য দিকে, OnePlus Turbo 6V মডেলে Snapdragon 7s Gen 4 প্রসেসের ব্যবহার করা হবে। OnePlus Turbo 6 সিরিজ কোম্পানির প্রথম স্মার্টফোন যা 9,000mAh ক্যাপাসিটির বিশাল ব্যাটারি পেয়েছে। চলুন আসন্ন দুই ফোনের বিষযে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস টার্বো 6 এবং ওয়ানপ্লাস টার্বো 6ভি উভয়ের ডিজাইন একই রকম বলে মনে হচ্ছে। দুই স্মার্টফোনের পিছনের প্যানেলে চৌকো ক্যামেরা মডিউল রয়েছে। ক্যামেরা আইল্যান্ডের ভিতরে ডুয়াল সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ সংযুক্ত করা আছে। ফোনগুলোর ফ্রেমে ম্যাট ফিনিশ থাকতে পারে। ওয়ানপ্লাস টার্বো 6 ব্ল্যাক, সিলভার, ও টারকয়েজ (সবুজাভ-নীল) রঙের বিকল্পে উপলব্ধ হবে। টার্বো 6ভি বিক্রি হবে ব্ল্যাক ও সিলভার শেডে।
OnePlus Turbo 6 ফোনের সামনে 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট-সহ OLED ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এতে সিকিউরিটির জন্য অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হল 9,000mAh ক্ষমতার ব্যাটারি। এটি 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং প্রযুক্তির সঙ্গে আসতে চলেছে।
ওয়ানপ্লাসের আসন্ন ফোনে স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট এবং Adreno 825 GPU থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এই 4 ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর আটটি কোর Kryo CPU নিয়ে গঠিত ও পিক ক্লক স্পিড 3.2 গিগাহার্টজ। এতে উন্নত পারফরম্যান্সের জন্য অ্যাডভ্যান্সড Gen AI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি LPDDR4x র্যাম ও UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।
OnePlus Turbo 6-এর পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে।
উল্লেখ্য, OnePlus Turbo 6V মডেলেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন টিজ হয়েছে। এতে 6.8 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন অফার করবে। আসন্ন হ্যান্ডসেটে Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটির অন্যান্য ফিচার্স স্ট্যান্ডার্ড ভার্সনের মতো হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন