Poco M8 5G ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে।
Photo Credit: Poco
Poco M8 5G is confirmed to come with a 50-megapixel AI camera
Poco M8 5G ভারতে জানুয়ারি 8 লঞ্চ হতে চলেছে৷ 2025 সাল শেষ হওয়ার আগের দিন আনুষ্ঠানিকভাবে রিলিজের দিনক্ষণ নিশ্চিত করেছে শাওমির সহযোগী সংস্থাটি। এটি একটি বাজেট 5G স্মার্টফোন হিসেবে এ দেশের বাজারে আসছে এবং কম দামে উন্নত মানের ফিচার্স অফার করবে। ইতিমধ্যেই ডিভাইসটির জন্য বিশেষভাবে তৈরি করা ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট থেকে ডিজাইন প্রকাশ হয়েছে। আসন্ন ফোনটি নতুন ক্যামেরা লেআউট এবং স্টাইলিশ ডুয়াল টোন ব্যাক প্যানেলের সঙ্গে দেখা গিয়েছে। সংস্থা জানিয়েছে, এটি মাত্র 7.35 মিমি পুরু হবে। এই হ্যান্ডসেটে Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে।
পোকো এম8 5G জানুয়ারির 8 তারিখ, সোমবার দুপুর বারোটার সময় ভারতে অফিসিয়ালি রিলিজ করার কথা জানিয়েছে কোম্পানি। স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে। প্রোমোশনাল ভিডিও থেকে জানা গিয়েছে যে আসন্ন ফোনটির পিছনের অংশে ম্যাট ফিনিশের সঙ্গে ভিগান লেদারের সংমিশ্রণ দেখা যাবে। ফোনের ওজন 178 গ্রাম। এতে 50 মেগাপিক্সেল AI-পরিচালিত প্রাইমারি ক্যামেরা দিয়েছে পোকো।
রিপোর্ট বলছে, Poco M8 5G আসলে Redmi Note 15 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে, যা জানুয়ারি 6 ভারতে লঞ্চ হচ্ছে। সূত্রের দাবি সত্যি হলে, এতে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে মিলবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। চোখ সুস্থ রাখতে স্ক্রিনে TUV-এর ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন থাকতে পারে।
পোকোর নতুন ফোন স্ন্যাপড্রাগন 6 জেন 3 প্রসেসরে চলবে বলে আশা করা হচ্ছে। এই 4 ন্যানোমিটারের চিপ মূলত মিড-রেঞ্জ মোবাইলের জন্য তৈরি হয়েছে। এতে গ্রাফিক্সের জন্য Adreno 710 জিপিইউ রয়েছে এবং পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। মনে করা হচ্ছে, নতুন হ্যান্ডসেটে 5,520mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। ব্যাটারিতে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট মিলতে পারে।
Poco M8 5G এর প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি মিলতে পারে। রিয়ার ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবে বলে আশা করা যায়। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনের দিকে একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যেতে পারে।
Poco M8 5G কেমন দামে ভারতে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি। তবে ফাঁস হওয়া তথ্য বলছে, Redmi Note 15 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সন কিনতে যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা খরচ হতে পারে। যদিও রেডমির তরফে দাম এখনও প্রকাশ করা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
CES 2026: Samsung Reportedly Plans to Unveil Brain Health Service to Detect Early Signs of Dementia