Google Pixel 8a স্মার্টফোনে 18,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
Photo Credit: Google
Google Pixel 8a is promised to get seven years of software and security updates
মিড-রেঞ্জে প্রিমিয়াম ফোন খুঁজছেন? তাহলে দুর্দান্ত ক্যামেরা সিস্টেম রয়েছে ও অনেক বছর সফটওয়্যার আপডেট পাবে এমন স্মার্টফোনে চমৎকার ছাড়ের হদিশ দিতে পারি। Google Pixel 8a এখন লঞ্চ প্রাইসের চেয়ে 18,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ফ্ল্যাগশিপ স্তরের ক্যামেরা, মসৃণ পারফরম্যান্স, ও ক্লিন Android ফোনটির অন্যতম ইউএসপি। ডিভাইসটি সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। ফলে দীর্ঘমেয়াদি ব্যবহার করার প্ল্যান করলে উইশলিস্টে রাখতে পারেন। এটি বর্তমানে ভারতে উপলব্ধ গুগলের সবথেকে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। Pixel 8 এবং Pixel 8 Pro মডেল দু'টির একাধিক স্মার্ট AI ফিচার্স পাওয়া যায় Google Pixel 8a ফোনে।
Google Pixel 8a গত বছর মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনটির 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 52,999 টাকা। বেস ভ্যারিয়েন্ট এখন ফ্লিপকার্টে 34,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 18,000 টাকা সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও Bajaj Finserv কার্ড ব্যবহারকারীরা নো-কস্ট EMI অপশনে ফোনটি অর্ডার দিতে পারবেন।
এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস অথবা ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে 1,748 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অর্থাৎ, সব অফার মিলিয়ে প্রায় 19,750 টাকা সাশ্রয় করা যাবে। Google Pixel 9 পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে ভাল দাম পাওয়া যেতে পারে। তবে এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। হ্যান্ডসেটটি মোট চারটি রঙের বিকল্পে উপলব্ধ। তবে এখন শুধু অবসিডিয়ান (ব্ল্যাক) ও বে (ব্লু) কালারের স্টক আছে।
Google Pixel 8a মডেলটির অন্যতম আকর্ষণ হল ক্যামেরা সিস্টেম। ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ডুয়াল পিক্সেল PDAF, এবং f/1.9 অ্যাপারচার সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার-যুক্ত একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। হ্যান্ডসেটটি Tensor G3 প্রসেসরে রান করে। এতে AI ইমেজ এডিটিং (ম্যাজিক এডিটর), অডিও ম্যাজিক ইরেজার, বেস্ট টেকের মতো বৈশিষ্ট্য আছে।
ডিভাইসটির সামনে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে আছে যা FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR, ও 2,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে Corning Gorilla Glass 3 কভার আছে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। ফোনটি 4,492mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন