200MP ক্যামেরার Oppo Reno 15 Pro Mini-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস

Oppo Reno 15 সিরিজ Flipkart, Amazon, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।

200MP ক্যামেরার Oppo Reno 15 Pro Mini-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস

Photo Credit: Oppo

Oppo Reno 15 series features a triple rear camera setup

হাইলাইট
  • Oppo Reno 15 Pro Mini-এর বক্স প্রাইস ফাঁস হয়েছে
  • স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসতে পারে
  • Oppo এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি
বিজ্ঞাপন

Oppo Reno 15 সিরিজ জানুয়ারির গোড়াতেই ভারতে লঞ্চ হতে পারে। কোম্পানি এখনও লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি, তবে অফিসিয়াল টিজারের মাধ্যমে আসন্ন ফোনগুলির ডিজাইন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ করে চলেছে। এই লাইনআপে তিনটি মডেল দেশে আসতে চলছে — Reno 15, Reno 15 Pro, এবং Reno 15 Pro Mini। এদের মধ্যে এখন Oppo Reno 15 Pro Mini মডেলটির দাম ফাঁস হয়েছে। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এই ফোনে 6.32 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Oppo Reno 15 Pro Mini-এর দাম ফাঁস হল

টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে যে ভারতে Oppo Reno 15 Pro Mini-এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ মডেলের বক্স প্রাইস হচ্ছে 64,999 টাকা। তবে মনে রাখা দরকার, স্মার্টফোনের বক্স প্রাইস সাধারণত আসল দামের চেয়ে কিছুটা বেশি রাখা হয়। ফলে সেই কারণে ডিভাইসটির প্রকৃত বিক্রয়মূল্য কম হতে পারে।

অভিষেকের দাবি, ওই স্টোরেজ কনফিগারেশন মিলতে পারে 59,999 টাকায়। এছাড়াও, কোম্পানি লঞ্চের সময় ব্যাঙ্ক ডিসকাউন্ট বা বিশেষ অফার ঘোষণা করতে পারে৷ যার ফলে কেনার খরচ আরও কমে যেতে পারে। Oppo Reno 15 সিরিজের ফোনগুলো Flipkart, Amazon, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।

Oppo Reno 15 Pro Mini স্পেসিফিকেশন

ওপ্পো রেনো 15 প্রো মিনি একটি কম্প্যাক্ট স্মার্টফোন। এতে 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার চারপাশে মাত্র 1.6 মিমি পুরু বেজেল মিলবে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 93.35 শতাংশ হবে। ওপ্পো দাবি করেছে, হ্যান্ডসেটটি IP66 + IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা অফার কবে। ফোনটির ইউএসবি টাইপ-সি পোর্টে প্লাটিনাম কোটিং ব্যবহার হয়েছে। এর ফলে দীর্ঘদিন ব্যবহার পরেও ক্ষয় হবে না।

Oppo Reno 15 Pro Mini-এর ওজন 187 গ্রাম এবং পুরুত্ব 7.99 মিলিমিটার হবে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত।

অন্য দিকে, সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। আসন্ন Oppo ফোনটি MediaTek Dimensity 8450 প্রসেসরে রান করবে বলে জানা গিয়েছে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 6,200mAh ব্যাটারি। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অফার মিস করলে লস, নতুন বছরের আগে OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  2. 200MP ক্যামেরার Oppo Reno 15 Pro Mini-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস
  3. স্মার্টফোনের ইতিহাসে নতুন অধ্যায় লিখবে Realme, শীঘ্রই আসতে পারে 10,001mAh ব্যাটারির মোবাইল
  4. Samsung আনছে 6,000mAh ব্যাটারির বাজেট 5G ফোন, ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ্যে
  5. বিশাল 9,000mAh ব্যাটারির সঙ্গে আসছে OnePlus Turbo 6 সিরিজ, লঞ্চের তারিখ ঘোষণা হল
  6. Xiaomi 17 Ultra ভারতের বাজার কাঁপাতে আসছে, BIS-এর ছাড়পত্র পেল পকেট DSLR স্মার্টফোন!
  7. Honor Win সিরিজ স্মার্টফোনের জগতে বিপ্লব ঘটিয়ে 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  8. Xiaomi 17: ওপ্পো, ভিভো, রিয়েলমির পর শাওমির প্রিমিয়াম স্মার্টফোন দেশে আসছে, ফিচার্স দেখে নিন
  9. Realme Neo 8 আসতে পারে জানুয়ারিতে, 8000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ প্রসেসরে করবে বাজিমাত
  10. BSNL ফিরিয়ে আনল 1 টাকার রিচার্জ প্ল্যান, 30 দিন আনলিমিটেড কলিং ও ডেইলি 2GB ডেটা ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »