Oppo Reno 15 সিরিজ Flipkart, Amazon, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।
Photo Credit: Oppo
Oppo Reno 15 series features a triple rear camera setup
Oppo Reno 15 সিরিজ জানুয়ারির গোড়াতেই ভারতে লঞ্চ হতে পারে। কোম্পানি এখনও লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি, তবে অফিসিয়াল টিজারের মাধ্যমে আসন্ন ফোনগুলির ডিজাইন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ করে চলেছে। এই লাইনআপে তিনটি মডেল দেশে আসতে চলছে — Reno 15, Reno 15 Pro, এবং Reno 15 Pro Mini। এদের মধ্যে এখন Oppo Reno 15 Pro Mini মডেলটির দাম ফাঁস হয়েছে। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এই ফোনে 6.32 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে যে ভারতে Oppo Reno 15 Pro Mini-এর 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ মডেলের বক্স প্রাইস হচ্ছে 64,999 টাকা। তবে মনে রাখা দরকার, স্মার্টফোনের বক্স প্রাইস সাধারণত আসল দামের চেয়ে কিছুটা বেশি রাখা হয়। ফলে সেই কারণে ডিভাইসটির প্রকৃত বিক্রয়মূল্য কম হতে পারে।
অভিষেকের দাবি, ওই স্টোরেজ কনফিগারেশন মিলতে পারে 59,999 টাকায়। এছাড়াও, কোম্পানি লঞ্চের সময় ব্যাঙ্ক ডিসকাউন্ট বা বিশেষ অফার ঘোষণা করতে পারে৷ যার ফলে কেনার খরচ আরও কমে যেতে পারে। Oppo Reno 15 সিরিজের ফোনগুলো Flipkart, Amazon, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।
ওপ্পো রেনো 15 প্রো মিনি একটি কম্প্যাক্ট স্মার্টফোন। এতে 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার চারপাশে মাত্র 1.6 মিমি পুরু বেজেল মিলবে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 93.35 শতাংশ হবে। ওপ্পো দাবি করেছে, হ্যান্ডসেটটি IP66 + IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা অফার কবে। ফোনটির ইউএসবি টাইপ-সি পোর্টে প্লাটিনাম কোটিং ব্যবহার হয়েছে। এর ফলে দীর্ঘদিন ব্যবহার পরেও ক্ষয় হবে না।
Oppo Reno 15 Pro Mini-এর ওজন 187 গ্রাম এবং পুরুত্ব 7.99 মিলিমিটার হবে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত।
অন্য দিকে, সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। আসন্ন Oppo ফোনটি MediaTek Dimensity 8450 প্রসেসরে রান করবে বলে জানা গিয়েছে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 6,200mAh ব্যাটারি। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed