2026 সালের আগমনকে আরও আনন্দময় করে তোলার লক্ষ্য নিয়ে WhatsApp একাধিক নতুন ফিচার চালু করেছে।
Photo Credit: Unsplash/ Mariia Shalabaieva
WhatsApp rolls out new features ahead of New Year 2026
2025 সালের একদম শেষলগ্নে পৌঁছে গিয়েছি আমরা। হাতে একটা দিনের একটু বেশি সময়। তারপর নতুন বছর তথা 2026 সালকে সাদর অভ্যর্থনা জানাবে এই পৃথিবী। বর্ষবরণ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর জন্য বছরের সবচেয়ে ব্যস্ততম দিন বলা চলে। মেসেজ অথবা ভিডিও কলে বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠানো থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান — সমস্ত মুহূর্তের সাক্ষী থাকে সোশ্যাল মিডিয়া এবং ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। WhatsApp নতুন বছরের আগমনকে আরও আনন্দময় করে তোলার লক্ষ্য নিয়ে বেশ কিছু উৎসবমুখর ফিচার লঞ্চের ঘোষণা করেছে।
হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে লিখেছে, নববর্ষের দিনটি আমাদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়। প্রতি বছর এই দিনে মানুষ কীভাবে তাদের বন্ধু ও পরিবার-পরিজনদের সঙ্গে মেসেজ এবং কলের মাধ্যমে যোগাযোগ করে, তার সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়। বছরের অন্যান্য দিনে আমরা যেখানে 100 বিলিয়নের বেশি মেসেজ ও প্রায় 2 বিলিয়ন কল পরিচালনা করি, সেখানে পয়লা জানুয়ারিকে স্বাগত জানানোর 24 ঘন্টার মধ্যে আগের সব রেকর্ড ভেঙে যায়।
2026 সালকে স্বাগত জানানোর উপলক্ষ্যে WhatsApp ছুটির মরসুম জুড়ে ব্যবহারকারীদের জন্য একাধিক ফিচার চালু করেছে। নতুন বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই রয়েছে একটি বিশেষ স্টিকার প্যাক, যা ব্যক্তিগত অথবা গ্রুপ চ্যাটে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ব্যবহার করা যেতে পারে।
হোয়াটসঅ্যাপ ভিডিও কলের অভিজ্ঞতা রঙিন করে তুলতে নতুন এফেক্ট যোগ করেছে। এই ফিচার ভিডিও কল চলাকালীন ব্যাকগ্রাউন্ডে আতশবাজি, কনফেটি, এবং তারার মতো অ্যানিমেশন প্রদর্শন করবে। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে যে তারা আবারও অ্যানিমেটেড কনফেটি রিয়্যাকশন ফিরিয়ে আনছে। এর ফলে কোনও মেসেজে কনফেটি ইমোজি দিয়ে রিয়্যাক্ট করলে চ্যাটের মধ্যেই বিশেষ অ্যানিমেশন দেখা যাবে।
এছাড়াও, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের স্টেটাসে অ্যানিমেটেড স্টিকার যুক্ত করার বিকল্প দিচ্ছে, যা একটি বিশেষ 2026 লেআউটের সঙ্গে ব্যবহার করা যাবে। পাশাপাশি প্ল্যাটফর্মটি এমন কিছু টুলের কথা তুলে ধরেছে, যা গ্রুপ চ্যাটে নতুন বছর উপলক্ষ্যে পিকনিক বা পার্টি উদযাপন করার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে। যেমন, ইউজাররা গ্রুপের মধ্যেই ইভেন্ট তৈরি করতে পারবে। সেগুলো বাকি সদস্যদের কাছে সহজে দৃশ্যমান রাখার জন্য পিন করা যাবে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা RSVP সংগ্রহ করে এক জায়গাতেই সব আপডেট শেয়ার করতে পারবে। এর ফলে আলাদা আলাদা মেসেজে বিভ্রান্তি তৈরি হবে না। আবার পোলস ফিচার ব্যবহারের মাধ্যমে সেলিব্রেশনের জন্য পছন্দের মেনু সম্পর্কে সবার মতামত জেনে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন