Samsung Galaxy A55 5G-এর বেস মডেল 39,999 টাকায় লঞ্চ হয়েছিল।
Photo Credit: Samsung
Samsung Galaxy A55 5G is confirmed to get five years of security updates.
সামনের বছর মোবাইল ফোনের দাম যে বাড়ছে, তা ইতিমধ্যেই সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে জানতে পেরেছেন অনেকেই। ফলে টাকা জমিয়ে ভাল ফোন কেনার পরিকল্পনায় আপাতত ছেদ ঘটছে। কিন্তু আপনার যদি একটু পুরনো স্মার্টফোন ব্যবহারে অসুবিধা না থাকে, তাহলে Samsung Galaxy A55 5G একটি দারুণ ডিল নিয়ে এসেছে। এই মিড-রেঞ্জ ফোন বিক্রি হচ্ছে 17,000 টাকা ছাড়ে। গত বছর ভারতে লঞ্চ হওয়া এই ফোন আসল দামের থেকে এতটাই কম দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনে IP67 ধুলো ও জলরোধী রেটিং, 120 হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, মেটাল ফ্রেম, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো বৈশিষ্ট্য রয়েছে।
Samsung Galaxy A55 5G গত বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। সেই। সেই সময় টপ 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল 45,999 টাকা ধার্য করা হয়েছিল। কিন্তু ফোনটি এখন অ্যামাজনে 28,999 টাকা দামে লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ সরাসরি 17,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 869 টাকা ক্যাশব্যাক মিলবে। এছাড়াও, Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে সরাসরি 550 টাকা ছাড় পাওয়া যাবে।
Samsung Galaxy A55 5G-এর বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য আরও সাধ্যের মধ্যে থাকছে। ফোনটির দাম 39,999 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 23,999 টাকায়। অর্থাৎ কোম্পানি ক্রেতাদের 16,000 টাকা ছাড় দিচ্ছে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড থাকলে 719 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি অওসম নেভি ও অওসম আইসব্লু রঙে উপলব্ধ।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Samsung Galaxy A55 5G-এর সামনে 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে। এটি 1,080x2,340 পিক্সেল রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR 10+, ও সর্বাধিক 1,000 নিট ব্রাইটনেস অফার করে। হ্যান্ডসেটটিতে Exynos 1480 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে গ্রাফিক্সের জন্য Exclipse 530 GPU বর্তমান। এই স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ডিভাইসটির পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ফ্রন্টে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি চারটি মেজর Android OS আপগ্রেড ও পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra Design Spotted in Leaked Hands-On Images