Zoho Pay ডিজিটাল লেনদেনের বাজারে Google Pay, PhonePe, ও Paytm-দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
Photo Credit: Zoho
Zoho To Launch Zoho Pay UPI APP Soon
ভারতীয় প্রযুক্তি সংস্থা Zoho এবার কনজিউমার পেমেন্ট মার্কেটে পা রাখতে চলেছে। তারা Zoho Pay নামে একটি ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (UPI)-নির্ভর ডিজিটাল পেমেন্ট অ্যাপ তৈরি করছে। এটি ডিজিটাল লেনদেনের জগতে Google Pay, PhonePe, ও Paytm-এর মতো জায়েন্টদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। বর্তমানে নতুন ইউপিআই অ্যাপটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য শীঘ্রই প্রকাশ হতে পারে। Zoho পুরো সিস্টেম এমনভাবে তৈরি করছে, যাতে এটি যেমন একটি আলাদা পেমেন্ট অ্যাপ হিসেবে কাজ করতে পারে, আবার সংস্থার নিজস্ব মেসেজিং প্ল্যাটফর্ম Arattai-এর ভিতরে যুক্ত করা যায়।
হোয়াটসঅ্যাপের কায়দায় আরাত্তাই অ্যাপে একই ছাদের তলায় যোগাযোগ ও অনলাইন পেমেন্টের সুবিধা যোগ করতে চাইছে জোহো। আর এই লক্ষ্যপূরণে হাতিয়ার জোহো পে অ্যাপ। সংস্থার ঝুলিতে আগেই পেমেন্ট অ্যাগ্রেগেটর লাইসেন্স আছে ও জোহো বিজনেসের মাধ্যমে মূলত ব্যবসায়ীদের জন্য ডিজিটাল লেনদেন পরিচালনা করে তারা। তবে জোহো পে লঞ্চ হয়ে গেলে ব্যবসায়ীদের পাশাপাশি আমজনতা টাকা পাঠানো বা অনলাইন পেমেন্ট করতে পারবে।
পেটিএম, গুগল পে, ফোনপে-তে যে সব সুবিধা পাওয়া যায়৷ যেমন UPI নম্বরে টাকা পাঠানো, অনলাইন রিচার্জ, সাবস্ক্রিপশনের জন্য অটো-পে — সবকিছুই উপলব্ধ হবে জোহো পে অ্যাপে। এটি আরাত্তাই মেজেসিং প্ল্যাটফর্মে যুক্ত হলে ব্যবহারকারীরা চ্যাটের ভিতরেই টাকা পাঠাতে পারবে বা পরিচিতদের কাছে টাকা চাইতে পারবে। এর জন্য আলাদা কোনও অ্যাপ খোলার প্রয়োজন পড়বে না।
জোহো পে বর্তমানে ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে৷ অর্থাৎ সাধারণ গ্রাহকদের ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে আরও সময় লাগবে। চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে অ্যাপটি রিলিজ হওয়ার সম্ভাবনা। এটি Android এবং iOS উভয় মোবাইল প্ল্যাটফর্মে উপলব্ধ হবে।
উল্লেখ্য, Zoho বর্তমানে Arattai অ্যাপে টেক্সট মেসেজের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন পরীক্ষা করছে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে ইতিমধ্যেই অডিও ও ভিডিও কলের জন্য এনক্রিপশন ফিচার পাওয়া যায়। ইউজারদের দাবি ছিল, নিরাপত্তার খাতিরে টেক্সট বার্তার ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার। তাই গ্রাহকদের অনুরোধ মেনে টেক্সট মেসেজ এনক্রিপশন চালু করতে চলেছে সংস্থা।
জোহো কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) শ্রীধর ভেম্বু (Sridhar Vembu) বলেছিলেন, টেক্সট মেসেজে এনক্রিপশন চালু করলে গ্রাহকদের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই কোম্পানির সার্ভারের উপর থেকে চাপ অনেকটা কমে যাবে। কারণ এনক্রিপশন চালু থাকলে সার্ভারে ব্যবহারকারীদের মেসেজ সংরক্ষণ করে রাখতে হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ISRO Says Gaganyaan Mission Is 90 Percent Complete, Aiming for 2027 Launch
Saturn’s Moon Titan Breaks One of Chemistry’s Oldest Rules, NASA Study Reveals
Scientists Construct 5-Micron Engine Generating Effective Heat of 13 Million Degrees Celsius Without Burning