আগামী সপ্তাহ থেকে ভারতে চালু হয়ে যাবে WhatsApp এর পেমেন্ট সার্ভিস। এদেশের মোবাইল মানি ট্রান্সফারের বিশাল বাজারে থাবা বসাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। সারা ভারতে একসাথে পেমেন্ট সার্ভিস লঞ্চ করার পরিকল্পনা করছে WhatsApp।
HDFC, ICICI ও Axis ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে টাকা ট্রান্সফার করবে WhatsApp। এছাড়াও নিজেদের সার্ভারে লেটেস্ট টেকনোলজি ব্যাবহারের পরে এই কাজে স্টেট ব্যাঙ্কও WhatsApp এর সাথে হাত মেলাবে বলে জানা গিয়েছে। প্রথমে একসাথে চারটি ব্যাঙ্কের সাথেই নিজেদের ব্যাবসা শুরু করার পরিকল্পনা করেছিল ফেসবুক। কিন্তু প্রতিযোগি কোম্পানিরা বাজারে অনেকটাই এগিয়ে যাওয়ার কারনে আর দেরী করতে পারছে না WhatsApp। তাই আপাতত তিনটি ব্যাঙ্কের সাথেই এই পেমেন্ট সার্ভিস লঞ্চ করবে WhatsApp। এক বিশ্বস্ত সুত্রে এই খব পৌঁছেছে Gadgets 360 র অফিসে।
ভারতে WhatsApp এর নতুন এই পেমেন্ট সার্ভিস নতুন দিগন্ত খুলে দেবে। WeChat যখন প্রথম তাদের মেসেজিং সার্ভিসের সাথেই পেমেন্ট সার্ভিস যোগ করেছিল তখন বদলে গিয়েছিল গোটা চিলের পেমেন্ট সিস্টেম। এখন সেদেশে আলু থেকে মাসসিডিজ সবই কেনা যায় Wechat পেমেন্টের মাধ্যমে।
গত ফেব্রুয়ারিতে 10 লক্ষ গ্রাহকের সাথে শুরুহয় নতুন এই WhatsApp Pay সার্ভিস। Google Tez বা Alibaba র সাথে হাত মেলানো Paytm এখন বাজারে ভালো ব্যাবসা করলেও এই সার্ভিসগুলিতে সোশাল নেটওয়ার্কিং এর সুবিধা নেই।
ভারতে মেসেজিং সার্ভিসে এই মুহুর্তে WhatsApp এর কোন প্রতিযোগী নেই। এর ফলেই বাজারে পেমেন্ট সার্ভিসে দারুন প্রতিযোগিতা আনবে এই সার্ভিস বলেই মনে করেন PwC ইন্ডিয়ার ফিনানশিয়াল টেকনোলজির লিডার বিবেক বেলগাভি।
ইতিমধ্যেই ভারতে 200 মিলিয়ানের বেশি মানুষ WhatsApp ব্যাবহার করেন। যা মোট মার্কিন জনসংখ্যার 60% এর সমান। ভারতে এই মুহুর্তে Paytm এর থেকে 20 গুন বেশি গ্রাহক রয়েছে WhatsApp এর।
WhatsApp এর তরফে এক প্রতিনিধি জানিয়েছেন তারা এই খবরে কোন মন্তব্য করতে চান না। ICICI ব্যাঙ্ক ও এই ব্যাপারে মন্তব্যে নারাজ থেকেছেন। কিন্তু কোন উত্তর পাওয়া যায়নি HDFC ব্যাঙ্ক, Axis ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্কের তরফ থেকে।
তবে WhatsApp এর পেমেন্ট সার্ভিসে সবথেকে অখুশি Paytm Payments Bank Pvt Ltd এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা। গত ফেব্রুয়ারীতে টুইটারে নিজের রাগ উগরে দিয়েছিলেন তিনি। শর্মা টুইটারে জানিয়েছিলেন WhatsApp যথেষ্ট সুরক্ষাব্যাবস্থা ছাড়াই পেমেন্ট সার্ভিস লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন