ফেসবুক, ইনস্টার মতো এখন হোয়াটসঅ্যাপে Ad দেখাবে Meta, চ্যাটের মাঝখানে আসবে?

হোয়াটসঅ্যাপের চ্যানেল সাবস্ক্রিপশন প্রিয় চ্যানেলকে সাপোর্ট করার সুযোগ দেবে। মাসিক ফি দিয়ে চ্যানেল থেকে এক্সক্লুসিভ আপডেট পেতে পারবেন ইউজাররা।

ফেসবুক, ইনস্টার মতো এখন হোয়াটসঅ্যাপে Ad দেখাবে Meta, চ্যাটের মাঝখানে আসবে?

Photo Credit: WhatsApp

WhatsApp এর চ্যাটে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে

হাইলাইট
  • WhatsApp এর আপডেট ট্যাবে বিজ্ঞাপন প্রদর্শিত হবে
  • ব্যক্তিগত চ্যাটের মাঝে বিজ্ঞাপন আসবে না
  • চ্যানেল সাবস্ক্রিপশন মাসিক ফি দিয়ে ক্রিয়েটারদের সাপোর্ট করতে দেবে
বিজ্ঞাপন

WhatsApp এখন থেকে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাবে, এমনটাই জানিয়েছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। মার্ক জুকেরবার্গের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বিগত কয়েক বছর ধরেই তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা করছিল। Meta সংস্থার নিয়ন্ত্রণে থাকা Facebook এবং Instagram বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে বিপুল মুনাফা কামায়। সে দিক থেকে ব্যতীক্রম ছিল হোয়াটসঅ্যাপ। বিজনেস অ্যাকাউন্ট ছাড়া সেভাবে মনিটাইজেশনের সুযোগ ছিল না মেটার কাছে। তাই এই মাস থেকে সেই ঘাটতি পূরণ করার সিদ্ধান্ত নিল তারা। বিজ্ঞাপন চালু করা ছাড়াও হোয়াটসঅ্যাপে একাধিক পরিবর্তন আনার ঘোষণা করা হয়েছে। যার মধ্যে অন্যতম চ্যানেল সাবস্ক্রিপশন, ফলে ব্যবহারকারীরা তাদের প্রিয় হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলিকে সাপোর্ট করতে পারবেন।

WhatsApp এখন থেকে বিজ্ঞাপন দেখাবে 

হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে তাদের আপডেট ট্যাবে আসা পরিবর্তনগুলি বিস্তারিতভাবে জানিয়েছে। এটি তিনটি মূল পরিবর্তন এনেছে - চ্যানেল সাবস্ক্রিপশন, প্রমোটেড চ্যানেল এবং স্ট্যাটাসে বিজ্ঞাপন। এই সব উদ্যোগের একটাই লক্ষ্য, অ্যাডমিন, কোম্পানি এবং বিভিন্ন ব্যবসাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমৃদ্ধি পেতে সহায়তা করা।

হোয়াটসঅ্যাপ বলেছে যে চ্যানেল সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের তাদের প্রিয় চ্যানেলগুলিকে সমর্থন করার সুযোগ দেবে। তারা মাসিক ফি প্রদানের মাধ্যমে চ্যানেল থেকে এক্সক্লুসিভ আপডেট পেতে পারবেন। এটি ডিরেক্টরিতে অনুসন্ধান করার সময় নতুন চ্যানেল আবিস্কার করতেও সহায়তা করবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ অ্যাডমিনদের তাদের চ্যানেল প্রচার করার ক্ষমতা দেওয়া হচ্ছে।

অনেকেই ইতিমধ্যেই ভাবা শুরু করেছেন যে চ্যাটের মাঝখানে বিজ্ঞাপন চলে এলে সেটা তো ভীষণ রকমের বিরক্তিকর। তাদের জন্য স্বস্তির বার্তা এটাই যে বিজ্ঞাপনগুলি কেবল আপডেট ট্যাবে প্রদর্শিত হবে, যেখানে কোনও ব্যক্তিগত চ্যাট থাকবে না। সমস্ত অ্যাড আপডেট ট্যাবের অধীনে স্ট্যাটাসে প্রদর্শিত হবে, যা ব্যবহারকারীদের নতুন ব্যবসা আবিষ্কার করতে এবং তাদের প্রচারিত পণ্য বা পরিষেবা সম্পর্কে কথাবার্তা শুরু করতে সাহায্য করবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের যাত্রা শুরু হয়েছিল 2009 সালে। আর 2014 সালে জাকারবার্গের সংস্থা মেসেজিং প্ল্যাটফর্মটিকে কিনে নেয়। তারপর থেকেই জনপ্রিয়তার শিখরে উঠতে শুরু করে এটি। হোয়াটসঅ্যাপের প্রাক্তন VP বা ভাইস প্রেসিডেন্ট ক্রিস ড্যানিয়েলস 2018 সালে বলেছিলেন যে বিজ্ঞাপন হবে "তাদের জন্য প্রাথমিক মনিটাইজেশন মোড ", যা ব্যবসাগুলিকে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবে৷। প্রতিষ্ঠার 16 বছর পর সেটাই ঘটল।

এই ঘোষণার ফলে হোয়াটসঅ্যাপ তার ইনস্ট্যান্ট মেসেজিং ক্লায়েন্টে বিজ্ঞাপন আনার সম্ভাবনা সম্পর্কে বছরের পর বছর ধরে চলে আসা জল্পনার অবসান ঘটিয়েছে। কোম্পানি জানিয়েছে, স্ট্যাটাস বা চ্যানেলে  বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে দেশ, শহর, ভাষা, অনুসরণ করা চ্যানেল এবং অ্যাডের সাথে ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের মতো সীমিত তথ্য ব্যবহার করা হবে। তবে মেসেজিং প্ল্যাটফর্মটি জোর দিয়ে বলছে, "তারা কখনই বিজ্ঞাপনদাতাদের কাছে আপনার ফোন নম্বর বিক্রি বা শেয়ার করবে না"। ব্যবহারকারীর ব্যক্তিগত মেসজ, কল এবং গ্রুপ বিজ্ঞাপন পার্সোনোলাইজের জন্য ব্যবহার করা হবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল
  2. OnePlus Pad Lite বাজারে এল, মধ্যবিত্তের বাজেটে 11 ইঞ্চি স্ক্রিন ও 9340mAh ব্যাটারি
  3. জলে ভিজলেও দিব্যি চলবে, Moto G96 সেরা ক্যামেরা ও 5500mAh ব্যাটারির সাথে হাজির
  4. গিরগিটির কায়দায় রঙ বদল! নতুন স্মার্টফোনে বিরাট চমক আনল Oppo
  5. Samsung Galaxy Unpacked 2025: আজ ঘরে বসেই দেখুন Galaxy Z Fold 7, Z Flip 7 ফোনের লঞ্চ ইভেন্ট
  6. OnePlus Buds 4 ভারতে লঞ্চ হল, এক চার্জে 45 ঘন্টা গান শোনা যাবে, রয়েছে 55db ANC
  7. OnePlus Nord 5 ও Nord CE 5 ভারতে এল, 7,100mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা রয়েছে
  8. 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল Ai+ Pulse ও Nova 5G স্মার্টফোন, দাম মাত্র 4,999 টাকা
  9. Amazon Prime Day 2025 সেলে কম দামে বিক্রি হবে iPhone 15, কত টাকা ছাড় জানেন
  10. স্ক্রিনে টাচ করার দিন অতীত, মুখে বলে ছবি এডিট করার AI ফিচার Realme 15 সিরিজে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »