YouTube প্রিমিয়ামের পরিবর্তিত মূল্যের মাধ্যমে নতুন সদস্যপদ পাওয়া যাবে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 29 অগাস্ট 2024 11:27 IST
হাইলাইট
  • YouTube প্রিমিয়ামের সদস্যপদ এখন ভারতে আরও ব্যয়বহুল
  • পারিবারিক পরিকল্পনাটি মাসিক 189 টাকা থেকে 299 টাকায় দাম বৃদ্ধি করা হয
  • রেকারিং এবং প্রিপেইড YouTube প্রিমিয়াম পরিকল্পনাটি উভয়কেই প্রভাবিত কর

Photo Credit: Pexels/ Szabo Viktor

ভারতে YouTube প্রিমিয়াম পরিষেবাটির মূল্য বৃদ্ধি পেয়েছে। Google - মালিকাধীন প্লাটফর্মটি কিছু নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিজ্ঞাপন-মুক্ত সদস্যপদের পরিষেবা দিয়ে থাকে। Youtube এর এই পরিবর্তনটির জন্য সমস্ত পরিকল্পনা যেমন - ব্যক্তি ,পরিবার এবং ছাত্র, এইগুলি বর্তমানে যথেষ্ট ব্যয়বহুল হতে চলেছে। যদিও কিছু পরিকল্পনার বর্ধিত মূল্য সামান্য ,কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য কিছু পরিকল্পনার মূল্য তাদের আসল দামের তারতম্যে অনেকটাই বেশি।
তবে এখনো অপরিষ্কার যে এই স্ট্রিমিং পরিষেবাটি বিদ্যমান গ্রাহকদের নতুন মাসিক সদস্যপদ গ্রহণের আগে,অতিরিক্ত সময় ধরে দেওয়া হবে কিনা সেই বিষয়ে।

উল্লেখ্যযোগ্য ভাবে বলাই বাহুল্য যে, youtube প্রিমিয়ামের ব্যাবহারকারীরা বিশেষ সুবিধা অর্জন করে থাকে যেমন- বিজ্ঞাপন বর্জিত ভিডিও দেখা , যে কোনো ব্যাকগ্রাউন্ড গান চালিয়ে সেটি শোনার বা ভিডিও দেখার সুবিধা, পিকচার ইন পিকচার (PIP) মোডের ব্যাবহার করতে পারে এবং উন্নত হাই-ডেফিনিশন ভিডিওগুলিকে চালিয়ে দেখা।

ভারতে youtube প্রিমিয়ামের মূল্য বৃদ্ধির ঘোষণা করা হয়েছে:

ইতিমধ্যেই নতুন youtube প্রিমিয়ামের বর্ধিত মূল্যটি কোম্পানীর ওয়েবসাইটের মধ্যে সক্রিয় করা হয়েছে।এটি রেকারিং এবং প্রিপেইড উভয় সদস্যতা পরিকল্পনার উপরই প্রভাব ফেলেছে।

ব্যক্তিগত রেকারিং পরিকল্পনা, যেটির মাধ্যমে ব্যবহারকারী একার ক্ষেত্রে youtube চালাতে এবং দেখতে পেতেন সেটির বর্তমানে মাসিক মূল্য 129 টাকার পরিবর্তে 149 টাকা করা হয়েছে।

অন্যদিকে ব্যাবহারকারীদের মাসিক 189 টাকার পারিবারিক পরিকল্পনাটি মাসিক 299 টাকায় পরিবর্তিত করা হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে 5 জন সদস্য Youtube প্রিমিয়ামের সুবিধা পাবেন।

এমনকি মূল্য বৃদ্ধির পরও Youtube প্রিমিয়ামের উপস্থাপিত বিজ্ঞাপন মুক্ত ছাত্রছাত্রীর জন্য পরিকল্পনাটি এখনো পর্যন্ত সবচেয়ে সস্তায় উপলব্ধ আছে। এটি সামান্য মূল্য বৃদ্ধির মাধ্যমে মাসিক 79 টাকার পরিবর্তে মাসিক 89 টাকা করা হয়েছে।

প্রিপেইড পরিকল্পনার ক্ষেত্রেও একইভাবে সংশোধনের মাধ্যমে মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখানে বলা ভালো যে, Youtube প্রিমিয়ামের গ্রহণের জন্যে প্রিপেইড পরিকল্পনাটি স্বয়ংক্রিয়ভাবে পুনরারম্ভ হয় না।

Youtube প্রিমিয়ামের সমস্ত পরিকল্পনা এবং তাদের বর্ধিত দাম:

ছাত্রছাত্রীদের জন্য মাসিক 79 টাকার Youtube প্রিমিয়ামের মূল্যটি বেড়ে 89 টাকা হয়েছে। অর্থাৎ এটি 10 টাকা বৃদ্ধি পেয়েছে।

Advertisement

প্রিমিয়াম ব্যাবহারকারীদের মাসিক ব্যক্তিগত পরিকল্পনাটির পূর্বের মূল্য ছিল 129 টাকা এখন সেটি হয়েছে 149 টাকা, অর্থাৎ 20 টাকা বৃদ্ধি পেয়েছে।

ব্যক্তিগত প্রিপেইড মাসিক পরিকল্পনাটি বর্তমানে 20 টাকা বৃদ্ধির মাধ্যমে 139 টাকার পরিবর্তে 159 টাকায় পাওয়া যাবে।

আবার ব্যক্তিগত প্রিপেইড ত্রৈমাসিক পরিকল্পনার পূর্বের মূল্য ছিল 399 টাকা ,বর্তমানে এটি 60 টাকা বৃদ্ধির মাধ্যমে 459 টাকার বিনিময়ে অর্জিত হবে।

Advertisement

আবার বার্ষিক ব্যাক্তিগত প্রিপেইড Youtube প্রিমিয়ামের পরিকল্পনাটি 1290 টাকার পরিবর্তে 1490 টাকা করা হয়েছে। এখানে 200 টাকা বর্ধিত করা হয়েছে।

Youtube প্রিমিয়ামের মাসিক পরিবারিক পরিকল্পনাটি 110 টাকা বৃদ্ধির মাধ্যমে 189 টাকা থেকে 299 টাকা করা হয়েছে।

নতুন ব্যবহারকারী ছাত্র ,পরিবার বা ব্যক্তিগত যে কেউ, স্ট্রিমিং পরিষেবায় নথিভুক্ত হওয়ার আগে, youtube প্রিমিয়ামের এক মাসের ট্রায়ালের মাধ্যমে এটির সুবিধা উপভোগ করতে পারবেন। যার জন্য তাদের পরে Youtube প্রিমিয়ামের নতুন মূল্যোটি প্রদান করতে হবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. NexPhone: এক ফোনে চলবে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড, বাজারে এল পকেট কম্পিউটার!
  2. Redmi Note 15 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে
  3. iQOO 15 Ultra ফার্স্ট লুকেই ঝড় তুলল, স্মার্টফোনের ডিজাইনে নতুন যুগের সূচনা
  4. Flipkart সেলে 15,000 টাকা দাম কমল অসাধারণ ক্যামেরার Google স্মার্টফোনের
  5. 8,000mAh ব্যাটারির Realme Neo 8 ফোনের দাম ফাঁস হল, 16 জিবি র‍্যামের সাথে লঞ্চ আগামীকাল
  6. Amazon সেলে 37,000 টাকা দাম কমল Nothing Phone 3 এর, প্রিমিয়াম ফোন এত সস্তায় আর পাবেন না
  7. Oppo Reno 15 FS 5G লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 512GB স্টোরেজ আছে
  8. Vodafone Idea লঞ্চ করল 140 টাকার সস্তা রিচার্জ প্ল্যান, 28 দিন আনলিমিটেড কলিং সহ মিলবে ডেটা ও ফ্রি SMS
  9. নোকিয়া, ব্ল্যাকবেরির মতোই OnePlus কি বন্ধ হয়ে যাচ্ছে? খবর ছড়াতেই মুখ খুলল সংস্থা
  10. 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola ফোনের দাম ফাঁস হল, অফারে 5,000 টাকা ডিসকাউন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.