Photo Credit: Pexels/ Szabo Viktor
ভারতে YouTube প্রিমিয়াম পরিষেবাটির মূল্য বৃদ্ধি পেয়েছে। Google - মালিকাধীন প্লাটফর্মটি কিছু নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিজ্ঞাপন-মুক্ত সদস্যপদের পরিষেবা দিয়ে থাকে। Youtube এর এই পরিবর্তনটির জন্য সমস্ত পরিকল্পনা যেমন - ব্যক্তি ,পরিবার এবং ছাত্র, এইগুলি বর্তমানে যথেষ্ট ব্যয়বহুল হতে চলেছে। যদিও কিছু পরিকল্পনার বর্ধিত মূল্য সামান্য ,কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য কিছু পরিকল্পনার মূল্য তাদের আসল দামের তারতম্যে অনেকটাই বেশি।
তবে এখনো অপরিষ্কার যে এই স্ট্রিমিং পরিষেবাটি বিদ্যমান গ্রাহকদের নতুন মাসিক সদস্যপদ গ্রহণের আগে,অতিরিক্ত সময় ধরে দেওয়া হবে কিনা সেই বিষয়ে।
উল্লেখ্যযোগ্য ভাবে বলাই বাহুল্য যে, youtube প্রিমিয়ামের ব্যাবহারকারীরা বিশেষ সুবিধা অর্জন করে থাকে যেমন- বিজ্ঞাপন বর্জিত ভিডিও দেখা , যে কোনো ব্যাকগ্রাউন্ড গান চালিয়ে সেটি শোনার বা ভিডিও দেখার সুবিধা, পিকচার ইন পিকচার (PIP) মোডের ব্যাবহার করতে পারে এবং উন্নত হাই-ডেফিনিশন ভিডিওগুলিকে চালিয়ে দেখা।
ইতিমধ্যেই নতুন youtube প্রিমিয়ামের বর্ধিত মূল্যটি কোম্পানীর ওয়েবসাইটের মধ্যে সক্রিয় করা হয়েছে।এটি রেকারিং এবং প্রিপেইড উভয় সদস্যতা পরিকল্পনার উপরই প্রভাব ফেলেছে।
ব্যক্তিগত রেকারিং পরিকল্পনা, যেটির মাধ্যমে ব্যবহারকারী একার ক্ষেত্রে youtube চালাতে এবং দেখতে পেতেন সেটির বর্তমানে মাসিক মূল্য 129 টাকার পরিবর্তে 149 টাকা করা হয়েছে।
অন্যদিকে ব্যাবহারকারীদের মাসিক 189 টাকার পারিবারিক পরিকল্পনাটি মাসিক 299 টাকায় পরিবর্তিত করা হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে 5 জন সদস্য Youtube প্রিমিয়ামের সুবিধা পাবেন।
এমনকি মূল্য বৃদ্ধির পরও Youtube প্রিমিয়ামের উপস্থাপিত বিজ্ঞাপন মুক্ত ছাত্রছাত্রীর জন্য পরিকল্পনাটি এখনো পর্যন্ত সবচেয়ে সস্তায় উপলব্ধ আছে। এটি সামান্য মূল্য বৃদ্ধির মাধ্যমে মাসিক 79 টাকার পরিবর্তে মাসিক 89 টাকা করা হয়েছে।
প্রিপেইড পরিকল্পনার ক্ষেত্রেও একইভাবে সংশোধনের মাধ্যমে মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখানে বলা ভালো যে, Youtube প্রিমিয়ামের গ্রহণের জন্যে প্রিপেইড পরিকল্পনাটি স্বয়ংক্রিয়ভাবে পুনরারম্ভ হয় না।
ছাত্রছাত্রীদের জন্য মাসিক 79 টাকার Youtube প্রিমিয়ামের মূল্যটি বেড়ে 89 টাকা হয়েছে। অর্থাৎ এটি 10 টাকা বৃদ্ধি পেয়েছে।
প্রিমিয়াম ব্যাবহারকারীদের মাসিক ব্যক্তিগত পরিকল্পনাটির পূর্বের মূল্য ছিল 129 টাকা এখন সেটি হয়েছে 149 টাকা, অর্থাৎ 20 টাকা বৃদ্ধি পেয়েছে।
ব্যক্তিগত প্রিপেইড মাসিক পরিকল্পনাটি বর্তমানে 20 টাকা বৃদ্ধির মাধ্যমে 139 টাকার পরিবর্তে 159 টাকায় পাওয়া যাবে।
আবার ব্যক্তিগত প্রিপেইড ত্রৈমাসিক পরিকল্পনার পূর্বের মূল্য ছিল 399 টাকা ,বর্তমানে এটি 60 টাকা বৃদ্ধির মাধ্যমে 459 টাকার বিনিময়ে অর্জিত হবে।
আবার বার্ষিক ব্যাক্তিগত প্রিপেইড Youtube প্রিমিয়ামের পরিকল্পনাটি 1290 টাকার পরিবর্তে 1490 টাকা করা হয়েছে। এখানে 200 টাকা বর্ধিত করা হয়েছে।
Youtube প্রিমিয়ামের মাসিক পরিবারিক পরিকল্পনাটি 110 টাকা বৃদ্ধির মাধ্যমে 189 টাকা থেকে 299 টাকা করা হয়েছে।
নতুন ব্যবহারকারী ছাত্র ,পরিবার বা ব্যক্তিগত যে কেউ, স্ট্রিমিং পরিষেবায় নথিভুক্ত হওয়ার আগে, youtube প্রিমিয়ামের এক মাসের ট্রায়ালের মাধ্যমে এটির সুবিধা উপভোগ করতে পারবেন। যার জন্য তাদের পরে Youtube প্রিমিয়ামের নতুন মূল্যোটি প্রদান করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন