ট্যুইটারে Zomato কে সমর্থন করে বিপাকে Uber Eats। ইতিমধ্যেই Google Play Store আর Apple App স্টোরে বহু গ্রাহক এই অ্যাপকে 1 স্টার রেটিং দিতে শুরু করেছেন। কয়েকদিন আগেই Zomato অ্যাপেও একই ধরনের রিভিউ দিয়েছিলেন গ্রাহকরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Uber Eats বয়কট জানানোর আহ্বান জানানো হয়। এছাড়াও Uber Eats সোশ্যাল মিডিয়ায় Zomato কে সমর্থন করায় গ্রাহকরা নিজের স্মার্টফোন থেকে Uber অ্যাপ আপ-ইনস্টল করে দিচ্ছেন।
প্লে স্টোর আর অ্যাপ স্টোরে বহু গ্রাহক Uber Eats অ্যাপ কে 1 স্টার রেটিং দিয়েছেন। একই সাথে রিভিউতে জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদে ফোন থেকে Uber অ্যাপ আন-ইনস্টল করে দিচ্ছেন। মঙ্গলবার Zomato -র ট্যুইটের উত্তরে তাদের পাশে থাকার কথা জানিয়েছিল Uber Eats।
.@ZomatoIN, we stand by you. https://t.co/vzjF8RhYzi
— Uber Eats India (@UberEats_IND) July 31, 2019
মধ্যপ্রদেশের অমিত শুক্লা নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। মুসলিম রাইডার খাবার পৌঁছে দেবে বলে সেই খাবার নিতে অস্বীকার করেছিলেন তিনি। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ পুলিশের কাছ থেকে সাংবিধানিক বিধি লঙ্ঘনের নোটিশ পেয়েছেন অমিত। পুলিশকে অমিত জানিয়েছেন তিনি এমন কিছু করবেন না যাতে শন্তি বিঘ্নিত হয়। ভারতীয় দণ্ডবিধি 107/116 এর অধীনে বন্ডে স্বাক্ষর করেছেন অমিত শুক্লা।
“তিনি যদি আগামী ছয় মাসে ট্যুইটারে এমন কোন পোস্ট করেন যাতে সাংবিধানিক বিধি লঙ্ঘন হয় ও সামাজিক শান্তি নষ্ট হয় তবে তাকে জেলে পাঠানো হবে।” জানিয়েছেন জবলপুরের সেলা পুলিশ প্রধান অমিত সিং।
30 জুলাই ট্যুইটারে অমিত শুক্লা জানিয়েছিলেন 'অ-হিন্দু' ব্যাক্তি খাবার ডেলিভার করছে বলে তিনি Zomato তে অর্ডার বাতিল করতে চেয়েছিলেন। কিন্তু Zomato তার সেই অনুরোধ রাখেনি। কোম্পানি জানিয়েছিল তারা ধর্মের ভিত্তিতে রাইডারদের বিভাজন করে না। এর পর থেকেই শুক্লার ট্যুইটারে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন