LED, OLED, নাকি QLED, কোন স্মার্ট টিভি সবথেকে ভাল ও কিনলে লাভ, জেনে রাখুন

বর্তমানে স্মার্ট টিভির বাজারে LED, OLED, ও QLED প্যানেলের চাহিদা সবথেকে বেশি। এই প্রতিটি প্রযুক্তিই আলাদা, প্রতিটিরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে।

LED, OLED, নাকি QLED, কোন স্মার্ট টিভি সবথেকে ভাল ও কিনলে লাভ, জেনে রাখুন

Photo Credit: Haier

Smart TV LED vs OLED vs QLED: নিজের প্রয়োজনের উপর বেছে নিন সেরা টিভি

হাইলাইট
  • LED স্মার্ট টিভির দাম OLED ও QLED টিভির তুলনায় অনেক কম
  • OLED স্মার্ট টিভি নিখুঁত কালো রঙ ও কনট্রাস্টের জন্য পরিচিত
  • QLED স্মার্ট টিভিতে HDR ভিডিয়ো দেখার অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায়
বিজ্ঞাপন

বড় আকারের ভারী ও মোটা ক্যাথোড রে টিউব (CRT) প্রযুক্তিনির্ভর টেলিভিশন থেকে আধুনিক যুগের লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (LCD) বা প্লাজমা প্রযুক্তির হালকা এবং পাতলা স্মার্ট টিভি — বিগত দুই দশকে দ্রুততার সাথে ডিসপ্লে প্রযুক্তির বিবর্তন ঘটেছে। স্মার্টফোন ও OTT প্ল্যাটফর্মের জনপ্রিয়তার মাঝেও টেলিভিশন বর্তমান জীবনের এক অপরিহার্য অংশ হয়ে আছে। বর্তমান সময়ে অনলাইনে বা দোকানে নতুন স্মার্ট টিভি কিনতে গেলে নানা ধরনের ডিসপ্লে প্রযুক্তি দেখতে পাবেন, যার মধ্যে LED, OLED, ও QLED টিভির চাহিদা সবথেকে বেশি। প্রতিটি প্রযুক্তিই আলাদা, প্রতিটিরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। উচ্চ ও মাঝারি মানের স্মার্ট টিভির মধ্যে দামের ব্যবধান যত কমছে, সঠিক মডেল নির্বাচন করা ততই কঠিন হয়ে উঠছে। তাই ক্রেতাদের সুবিধার জন্য Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে LED, OLED, ও QLED স্মার্ট টিভির প্রযুক্তি, সুবিধা ও অসুবিধা, এবং কোনটা ভাল, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

LED TV কী 

সহজ কথায়, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা LCD টিভির উন্নত সংস্করণ হল লাইট এমিটিং ডায়োড বা LED টিভি। পুরো নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন, এই ধরনের টেলিভিশনে যে ছবি দেখতে পান সেটা আসলে লাইট এমিটিং ডায়োড ব্যবহার করে তৈরি ব্যাকলাইট থেকে উৎপন্ন হয়। এলইডি টিভির পিছনে অবস্থিত ব্যাকলাইটের মধ্যে দিয়ে আলো নির্গত হয়ে এলসিডি প্যানেলের মাধ্যমে স্ক্রিনে ছবি ফুটে ওঠে। 

    LED TV কেনার সুবিধা

  • LED স্মার্ট টিভির দাম OLED ও QLED টিভির তুলনায় অনেক কম। কম বাজেটেই এই প্রযুক্তির টিভি পাওয়া যায়।
  • পর্যাপ্ত আলো প্রবেশ করে এমন ঘরের জন্য এলইডি টিভি চমৎকার খাপ খায়।
  • LED টিভি অন্যান্য ডিসপ্লে প্রযুক্তির টেলিভিশনের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করে, যা খরচ কমাতে সাহায্য করে।
  • LED প্রযুক্তির টিভিগুলি সাধারণত হালকা ও পাতলা হয়৷ ফলে ছোট ঘরেও স্থান সংকুলান করতে সমস্যা হয় না।
  • বাজারে বিভিন্ন মাপের এলইডি টিভি পাওয়া যায়। 15 ইঞ্চি থেকে শুরু করে 42 ইঞ্চি আকারের টিভি পেয়ে যাবেন।

    LED TV কেনার অসুবিধা

  • LED স্মার্ট টিভি ব্যাকলাইটের কারণে পিওর ব্ল্যাক ছবি তৈরি করতে পারে না। এর ফলে, কিছু ক্ষেত্রে ছবির গভীরতা কম হতে পারে।
  • OLED স্মার্ট টিভির তুলনায় কনট্রাস্ট কম।
  • এলইডি টিভি একেবারে সামনে থেকে না দেখলে ছবির উজ্জ্বলতা এবং রঙ উভয়ই কমে লাগে।
  • কম দামি এলইডি টিভিতে অন্ধকার দৃশ্যে ডিসপ্লের চারপাশে আলোর আভা দেখা যেতে পারে। এটি প্রযুক্তির ভাষায় ব্যাকলাইট ব্লিডিং নামে পরিচিত।
  • LED টিভির ছবির সামগ্রিক মান ভাল, কিন্তু OLED বা QLED মডেলের তুলনায় ততটা উন্নত নয়।

OLED TV কী

OLED স্মার্ট টিভি ডিসপ্লে প্যানেলের প্রযুক্তিতে যুগান্তর এনেছে। এটি LED টিভির তুলনায় আরও ঝকঝকে ছবি প্রদান করে। এলসিডি বা এলইডি টিভির মতো ব্যাকলাইটিংয়ের পরিবর্তে, ওলেড প্যানেলে একটি পাতলা জৈব উপাদান দুটি ইলেক্ট্রডের মধ্যে স্থাপন করা হয়। এটি বিদ্যুৎ প্রবাহের সময় আলো নির্গত করে। এর ফলে, প্রতিটি পিক্সেল স্বাধীনভাবে নিজস্ব আলো তৈরি করতে পারে। এই বৈশিষ্ট্যের গুণে ওলেড টিভি খুবই গভীর কালো রং ও প্রাণবন্ত ছবি উৎপন্ন করতে সক্ষম। OLED টেলিভিশন অসাধারণ ছবির জন্য বিখ্যাত ও বর্তমানে সেরা ডিসপ্লে প্রযুক্তিগুলির মধ্যে অন্যতম।

    OLED TV কেনার সুবিধা

  • OLED স্মার্ট টিভি ব্যতিক্রমী ছবি প্রদান করে। এটি নিখুঁত কালো রঙ ও কনট্রাস্টের জন্য পরিচিত।
  • প্রতিটি পিক্সেল স্বাধীনভাবে যেমন আলো জ্বালায়, তেমনই আলো বন্ধ করতে পারে।
  • OLED টিভিতে প্রাণবন্ত ছবি ও নির্ভুল রঙ ফুটে ওঠে।
  • প্রতিটি কোণ থেকে ছবি সমান পর্যায়ের লাগে।
  • OLED প্যানেল খুব পাতলা এবং নমনীয় হয়৷ এই কারণে রোলেবল বা ফোল্ডেবল স্ক্রিনের মতো উদ্ভাবনী ডিজাইনে ব্যবহার বেশি।

    OLED TV কেনার অসুবিধা

  • OLED প্যানেল তৈরি করতে খরচ বেশি। এই কারণে LED ও QLED টিভির থেকে দামি।
  • OLED স্মার্ট টিভির ছবির গুণমান ভাল হলেও, উজ্জ্বলতা QLED টিভির থেকে কম।
  • ওলেড ডিসপ্লে প্যানেলের স্ক্রিন বার্ন-ইন বা ইমেজ ধরে রাখার ক্ষমতা কম। বয়স বাড়ার সাথে সাথে কর্মক্ষমতা হ্রাস পেলে বার্ন-ইনের সমস্যা বাড়তে পারে।
  • কিছু কিছু ক্ষেত্রে, ওলেড প্যানেলের আয়ু এলইডি বা কিউএলইডি ডিসপ্লে প্যানেলের তুলনায় কম হতে পারে।

QLED TV কী

LED প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে QLED টিভি তৈরি করা হয়েছে। এই কিউএলইডি টিভি আসলে এলইডি টিভির এক উন্নত রূপ, যা কোয়ান্টাম ডট প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত মানের ছবি তৈরি করে। QLED টিভিতে কোয়ান্টাম ডট নামক অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে। এগুলি ব্যাকলাইট বা বিদ্যুতের সংস্পর্শে এসে নির্ভুল তরঙ্গদৈর্ঘ্যে বিভিন্ন রঙের আলো বিকিরণ করে। এর ফলে, প্রাণবন্ত ও বৈচিত্র্যময় ছবি তৈরি হয়।

    QLED TV কেনার সুবিধা

  • QLED প্রযুক্তির স্মার্ট টিভির ব্রাইটনেসের জবাব নেই। এটি উজ্জ্বল আলোযুক্ত ঘরে বা দিনের বেলায় দেখার জন্য উপযুক্ত।
  • QLED টিভিতে HDR ভিডিয়ো দেখার অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায়। রঙগুলো সুন্দর ফুটে ওঠে।
  • OLED টিভির তুলনায় বেশি দিন চলে এবং বার্ন-ইনের সম্ভাবনা কম।
  • কিউএলইডি টিভি বিভিন্ন দামে ও আকারে উপলব্ধ।

    QLED TV কেনার অসুবিধা

  • ব্যাকলাইটিং থাকার কারণে ওলেড টিভির মতো কালোর গভীরতা নেই।
  • কিউএলইডি টিভির উজ্জ্বলতা বেশি হলেও, ওলেড টিভির মতো কনট্রাস্ট কম।
  • পাশ থেকে দেখলে ছবির কোয়ালিটি কমে যেতে পারে।
  • স্ট্যান্ডার্ড LED টিভির থেকে দাম বেশি।

LED, OLED, ও QLED টিভির মধ্যে কোনটা কিনবেন?

এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন, তিন রকমের টিভিরই সুবিধা ও অসুবিধা রয়েছে। তাই কোন স্মার্ট টিভি কিনবেন, তা একান্তই নির্ভর করছে আপনার প্রয়োজন এবং বাজেটের উপর। যদি আপনি সাশ্রয়ী মূল্যে ভালো ছবি চান বা প্রতিদিন সিরিয়াল ও অন্যান্য প্রোগ্রাম দেখেন, তাহলে এলইডি স্মার্ট টিভি সেরা। সেরা মানের ছবি চাইলে বা সিনেমাপ্রমী দর্শকদের জন্য ওলেড টিভি সেরা। আর ভাল রঙ এবং উজ্জ্বলতা চাইলে চোখ বুজে কিউএলইডি টিভি কিনতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  2. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  3. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  4. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  5. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
  6. স্মার্টফোনের জগতে নয়া চমক Oppo Find X9s, থাকবে 7,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা
  7. OnePlus Ace 6 ইতিহাস গড়তে প্রস্তুত, লঞ্চ হচ্ছে 7,800mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেটের সঙ্গে
  8. প্রিমিয়াম Samsung স্মার্টফোন বিক্রি হচ্ছে 60,000 টাকা সস্তায়, নতুন দাম জেনে নিন
  9. Redmi K90 লঞ্চ হচ্ছে আগামীকাল, থাকবে 7,100mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  10. Vodafone Idea নতুন রিচার্জ প্ল্যান আনল, 6 মাস আনলিমিটেড কল ও ডেটা সহ সিম চালু থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »