বর্তমানে স্মার্ট টিভির বাজারে LED, OLED, ও QLED প্যানেলের চাহিদা সবথেকে বেশি। এই প্রতিটি প্রযুক্তিই আলাদা, প্রতিটিরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে।
Photo Credit: Haier
Smart TV LED vs OLED vs QLED: নিজের প্রয়োজনের উপর বেছে নিন সেরা টিভি
বড় আকারের ভারী ও মোটা ক্যাথোড রে টিউব (CRT) প্রযুক্তিনির্ভর টেলিভিশন থেকে আধুনিক যুগের লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (LCD) বা প্লাজমা প্রযুক্তির হালকা এবং পাতলা স্মার্ট টিভি — বিগত দুই দশকে দ্রুততার সাথে ডিসপ্লে প্রযুক্তির বিবর্তন ঘটেছে। স্মার্টফোন ও OTT প্ল্যাটফর্মের জনপ্রিয়তার মাঝেও টেলিভিশন বর্তমান জীবনের এক অপরিহার্য অংশ হয়ে আছে। বর্তমান সময়ে অনলাইনে বা দোকানে নতুন স্মার্ট টিভি কিনতে গেলে নানা ধরনের ডিসপ্লে প্রযুক্তি দেখতে পাবেন, যার মধ্যে LED, OLED, ও QLED টিভির চাহিদা সবথেকে বেশি। প্রতিটি প্রযুক্তিই আলাদা, প্রতিটিরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। উচ্চ ও মাঝারি মানের স্মার্ট টিভির মধ্যে দামের ব্যবধান যত কমছে, সঠিক মডেল নির্বাচন করা ততই কঠিন হয়ে উঠছে। তাই ক্রেতাদের সুবিধার জন্য Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে LED, OLED, ও QLED স্মার্ট টিভির প্রযুক্তি, সুবিধা ও অসুবিধা, এবং কোনটা ভাল, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
সহজ কথায়, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা LCD টিভির উন্নত সংস্করণ হল লাইট এমিটিং ডায়োড বা LED টিভি। পুরো নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন, এই ধরনের টেলিভিশনে যে ছবি দেখতে পান সেটা আসলে লাইট এমিটিং ডায়োড ব্যবহার করে তৈরি ব্যাকলাইট থেকে উৎপন্ন হয়। এলইডি টিভির পিছনে অবস্থিত ব্যাকলাইটের মধ্যে দিয়ে আলো নির্গত হয়ে এলসিডি প্যানেলের মাধ্যমে স্ক্রিনে ছবি ফুটে ওঠে।
OLED স্মার্ট টিভি ডিসপ্লে প্যানেলের প্রযুক্তিতে যুগান্তর এনেছে। এটি LED টিভির তুলনায় আরও ঝকঝকে ছবি প্রদান করে। এলসিডি বা এলইডি টিভির মতো ব্যাকলাইটিংয়ের পরিবর্তে, ওলেড প্যানেলে একটি পাতলা জৈব উপাদান দুটি ইলেক্ট্রডের মধ্যে স্থাপন করা হয়। এটি বিদ্যুৎ প্রবাহের সময় আলো নির্গত করে। এর ফলে, প্রতিটি পিক্সেল স্বাধীনভাবে নিজস্ব আলো তৈরি করতে পারে। এই বৈশিষ্ট্যের গুণে ওলেড টিভি খুবই গভীর কালো রং ও প্রাণবন্ত ছবি উৎপন্ন করতে সক্ষম। OLED টেলিভিশন অসাধারণ ছবির জন্য বিখ্যাত ও বর্তমানে সেরা ডিসপ্লে প্রযুক্তিগুলির মধ্যে অন্যতম।
LED প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে QLED টিভি তৈরি করা হয়েছে। এই কিউএলইডি টিভি আসলে এলইডি টিভির এক উন্নত রূপ, যা কোয়ান্টাম ডট প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত মানের ছবি তৈরি করে। QLED টিভিতে কোয়ান্টাম ডট নামক অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে। এগুলি ব্যাকলাইট বা বিদ্যুতের সংস্পর্শে এসে নির্ভুল তরঙ্গদৈর্ঘ্যে বিভিন্ন রঙের আলো বিকিরণ করে। এর ফলে, প্রাণবন্ত ও বৈচিত্র্যময় ছবি তৈরি হয়।
এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন, তিন রকমের টিভিরই সুবিধা ও অসুবিধা রয়েছে। তাই কোন স্মার্ট টিভি কিনবেন, তা একান্তই নির্ভর করছে আপনার প্রয়োজন এবং বাজেটের উপর। যদি আপনি সাশ্রয়ী মূল্যে ভালো ছবি চান বা প্রতিদিন সিরিয়াল ও অন্যান্য প্রোগ্রাম দেখেন, তাহলে এলইডি স্মার্ট টিভি সেরা। সেরা মানের ছবি চাইলে বা সিনেমাপ্রমী দর্শকদের জন্য ওলেড টিভি সেরা। আর ভাল রঙ এবং উজ্জ্বলতা চাইলে চোখ বুজে কিউএলইডি টিভি কিনতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset