সমস্ত জিনিসের উপর আকর্ষনীয় ডিলের সাথে শুরু হলো 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 18 জানুয়ারী 2025 12:38 IST
হাইলাইট
  • SBI কাস্টমাররা 14,000-টাকার কেনাকাটার উপর 10% তাৎক্ষণিক ছাড় পাবেন
  • কিছু জিনিসপত্র লাভজনক No Cost EMI-এর সাথে উপলব্ধ আছে
  • প্রাইম ব্যবহারকারীদের জন্য 13ই জানুয়ারি মধ্যরাত থেকে সেলটি শুরু করা হয

OnePlus Pad 2 (ছবিতে) জুলাই 2024 সালে ভারতে লঞ্চ করা হয়েছিল

Photo Credit: OnePlus

ভারতে বিগত 13-জানুয়ারি দুপুর 12টা থেকে সমস্ত ব্যবহারকারীদের জন্য অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025 শুরু হয়ে গিয়েছে এবং প্রাইম ব্যবহারকারীদের আগের দিন মধ্যরাতে শুরু হয়েছে।ব্যবহারকারীরা এই সেলে বিভিন্ন প্রোডাক্টের বিভাগ থেকে নানারকম জিনিসপত্র যেমন-বাড়ির আসবাবপত্র, ইলেকট্রনিক-ডিভাইস, ব্যক্তিগত-গ্যাজেটস সহ আরো অনেক কিছু ছাড়ের সাথে কিনতে পারবেন। এরপূর্বে আমরা স্মার্টফোন, গেমিং ল্যাপটপ, হেডফোন এবং আরো অনেক কিছুর উপর টপ ডিলগুলি জানিয়েছি। বর্তমানে আমরা ট্যাবলেটের উপর বেস্ট-ডিলের একটি সম্পূর্ণ একটি তালিকা প্রকাশ করছি, যেটা আপনি দেখতে পারবেন।

SBI কাস্টমাররা 14000-টাকার বাছাই করা কেনাকাটার উপর 10% তাৎক্ষণিক ছাড় পাবেন এবং SBI ক্রেডিট এবং ডেবিট কার্ডের গ্রাহকরা আরো অন্যান্য অতিরিক্ত সুবিধা উপভোগ করতে পারবেন। সেল চলাকালীন সমস্ত গ্রাহকরা 5000-টাকার বাম্পার পুরস্কার পেতে পারেন। কিছু জিনিসের উপর No-Cost EMI-এর সুবিধা পাওয়া যাচ্ছে। ছাড়ের অফার এবং পেমেন্টের বিকল্পের বিবরণগুলি প্রোডাক্টের পেজে তালিকা ভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই সেলের কার্যকরি বিক্রয়মূল্যগুলোর মধ্যে এই অতিরিক্ত সুবিধাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

12জিবি+256জিবি বিকল্পের OnePlus Pad 2-ভারতে 2024 সালের জুলাই মাসে 42999-টাকায় লঞ্চ হয়েছিল, এটি সেল চলাকালীন 37,999-টাকার আকর্ষণীয় কম দামে পাওয়া যাবে।
2023-সালের জুন মাসে দেশের বাজারে Xiaomi Pad 6-টি 8জিবি+256জিবি বিকল্পের সাথে 28,999-টাকায় উন্মোচিত হয়, যেটি এই সেলে ছাড় সহ অন্যান্য অফারের সাথে 19,499- টাকায় কেনা যাবে। ভারতের বাজারে আটটি JBL স্পিকারের সাথে Lenovo Tab Plus 22,999-টাকায় লঞ্চ হয়েছিল, এটি এখন কার্যকরী কম দাম 16,499-টাকায় উপলব্ধ আছে।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025-এ বেস্ট ট্যাবলেট ডিল:

  • OnePlus Pad 2-এর লঞ্চিং মূল্য 42999 টাকা কার্যকরি সেলের দাম 37,999-টাকা।
  • Xiaomi Pad 6, 28,999-টাকায় লঞ্চ হয়েছিল, বর্তমানে সেলে এটি 19,499-টাকায় পাওয়া যাচ্ছে। 
  • Honor Pad 9-এর লঞ্চের দাম 24,999 টাকা,কার্যকরী সেল মূল্য 18,499 টাকা। 
  • OnePlus Pad Go- 21,999 টাকায় লঞ্চ হয়েছিল, সেলে 16,999 টাকায় পাওয়া যাচ্ছে।
  • Lenovo Tab Plus-এর লঞ্চিং মূল্য 22,999 টাকা এবং সেলের দাম 16,499 টাকা।
  • Samsung Galaxy Tab A9+ এর লঞ্চের দাম 20,999 টাকা, সেলের দাম 12499 টাকা।
  • Lenovo Tab M11 (পেনের সাথে) লঞ্চ হয়েছিল 22,000 টাকায়, সেলে পাওয়া যাচ্ছে 12,749 টাকায়।
  • Redmi Pad SE-এর লঞ্চিং মূল্য 14,999 টাকা, সেলের মূল্য 12,599টাকা।
     
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A07 4G খুব সস্তায় লঞ্চ হল, 6 বছর ধরে Android আপডেট পাবেন
  2. 108MP ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 16GB র‍্যামের সঙ্গে লঞ্চ হচ্ছে Honor X7d
  3. Vivo Y500: ভিভোর বড় চমক, 1 সেপ্টেম্বর 8,200mAh ব্যাটারির সুপার পাওয়ার ফোন আসছে বাজারে
  4. Samsung নতুন 5G স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা
  5. 15,000 টাকার কমে 7,000mAh ব্যাটারির Realme P4 5G এর সেল শুরু, এত ফিচার্স অন্য ফোনে নেই
  6. ঐতিহ্য ভাঙছে Apple, এতদিনের iPhone সম্পূর্ণ বদলে যাচ্ছে, সূচনা হবে নতুন যুগের
  7. Xiaomi নিয়ে এল হীরের তৈরি স্মার্টফোন, সৌন্দর্য ও প্রযুক্তির মেলবন্ধন চমকে দেবে!
  8. Jio সিম থাকলেই কেল্লাফতে, 3 মাস এই পরিষেবা ফ্রি! অফার চলবে আর 1 সপ্তাহ
  9. Oppo F31 সিরিজ পুজোর আগেই ভারতে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 80W চার্জিং
  10. Google Veo 3: এক টাকাও লাগবে না! AI দিয়ে ভিডিও বানানোর প্রযুক্তি ফ্রি করে দিল গুগল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.