Amazon Prime Day Sale 2025-এর অন্যতম আকর্ষণ Samsung Galaxy S24 Ultra
Amazon Prime Day Sale 2025 এর ঢাকে কাঠি পড়ে গেল। আজ, জুন, 12 থেকে অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য তিন দিনের সেল শুরু হয়েছে। এটি জুলাই 14 গিয়ে সমাপ্ত হবে। অ্যামাজনের এই বার্ষিক সেল ইভেন্টে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, হেডফোন থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে। ক্রেতারা তাদের পছন্দের স্মার্টফোনটি উইশলিস্টে রেখে দিনের পর দিন দাম কমার যে অপেক্ষা করছিলেন, তার অবসান ঘটেছে। Samsung কোম্পানির একাধিক ফোন, যেমন Galaxy S24 এবং Galaxy A55-এর দাম একলাফে কমে আমজনতার হাতের নাগালে চলে এসেছে।
Gadgets 360 আপনার জন্য অ্যামাজন প্রাইম ডে সেলে স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স ও অন্যান্য প্রোডাক্টের উপর সবচেয়ে আকর্ষণীয় ডিলগুলি খুঁজে বার করেছে। এখানে ক্লিক করে সমস্ত ডিলের লাইভ আপডেট পেয়ে যাবেন। নিঃসন্দেহে প্রাইম ডে সেলের অন্যতম আকর্ষণ Samsung Galaxy S24 Ultra। এটি গত বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ 1,34,999 টাকায় লিস্টেড আছে। তবে সেলে সমস্ত অফার ধরে ফোনটি মাত্র 74,999 টাকায় বিক্রি হচ্ছে।
Amazon স্মার্টফোনের উপর 40 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ICICI ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডের পাশাপাশি SBI ক্রেডিট কার্ডে আরও অতিরিক্ত ডিসকাউন্ট মিলছে। ক্রেতারা মোবাইল ফোনের দামে 6,250 টাকা পর্যন্ত সর্বোচ্চ 10 শতাংশ ছাড় পেতে পারেন। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে দাম আরও কমে আসবে। চলুন দেখে নিই, Amazon Prime Day সেলে Samsung এর স্মার্টফোনে কেমন অফার দেওয়া হয়েছে।
মডেল | আসল দাম | ডিসকাউন্টের পর দাম | কেনার লিঙ্ক |
---|---|---|---|
Samsung Galaxy S24 Ultra | 1,34,999 টাকা | 74,999 টাকা | এখন কিনুন |
Samsung Galaxy A55 5G | 42,999 টাকা | 24,999 টাকা | এখন কিনুন |
Samsung Galaxy M36 5G | 22,999 টাকা | 16,499 টাকা | এখন কিনুন |
Samsung Galaxy M16 5G | 15,999 টাকা | 10,749 টাকা | এখন কিনুন |
Samsung Galaxy Z Fold 6 | 1,64,999 টাকা | 1,49,999 টাকা | এখন কিনুন |
Samsung Galaxy M56 5G | 30,999 টাকা | 24,999 টাকা | এখন কিনুন |
Samsung Galaxy M06 5G | 12,499 টাকা | 7,999 টাকা | এখন কিনুন |
Samsung Galaxy M05 | 9,999 টাকা | 6,249 টাকা | এখন কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.