Xiaomi দীপাবলী সেলে 43 ইঞ্চি Mi LED Smart TV 4A মাত্র 21,999 টাকায় পাওয়া যাচ্ছে। মাত্র 349 টাকা থেকে পাওয়া যাচ্ছে Mi Earphones Basic। 1,599 টাকায় পাওয়া যাচ্ছে Bluetooth Speaker Basic 2। পাওয়ার ব্যাঙ্কেও পাওয়া যাচ্ছে আকর্ষনীয় ছাড়।
Xiaomi Redmi Note 5 Pro ফোনে 2000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে
সামনেই দীপাবলী। আর দীপাবলীর আগে চারদিকে অফারের বন্যা। ইতিমধ্যেই দীপাবলীর আগে তৃতীয় দফার সেল নিয়ে হাজির Amazon ও Flipkart। 1 নভেম্বর কোম্পানির নিজস্ব ওয়াবসাইটে দীপাবলী সেল নিয়ে হাজির হয়েছিল Xiaomi। এই সেলে Redmi Note 5 Pro, Mi A2, Poco F1, Redmi Y2 সহ কোম্পানির একাধিক প্রোডাক্টে আকর্ষনীয় ছাড় দিচ্ছে Xiaomi। স্মার্টফোন ছাড়াও কোম্পানির Mi LED Smart TV 4A, Mi Band - HRX Edition, 20000mAh Mi Power Bank 2i সহ একাধিক অ্যাকসারিজে ছাড় দিচ্ছে চিনের কোম্পানিটি।
2,000 টাকা ছাড়ে মাত্র 12,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Note 5 Pro এর 4GB RAM ভেরিয়েন্ট। 6GB RAM ভেরিয়েন্টে Redmi Note 5 Pro কিনতে খরচ হবে 14,999 টাকা। 16,999 টাকার পরিবর্তে মাত্র 14,999 টাকায় পাওয়া যাচ্ছে Mi A2। 1,000 টাকা ডিসকাউন্টে মাত্র 10,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y2।
6GBRAM+64GB স্টোরেজে Poco F1 মাত্র 20,999 টাকায় পাওয়া যাচ্ছে। 6GB RAM+128GB স্টোরেজে Poco F1 কিনতে খরচ হবে মাত্র 21,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে Poco F1 ডিসকাউন্টে মাত্র 26,999 টাকায় পাওয়া যাচ্ছে।
Xiaomi দীপাবলী সেলে 43 ইঞ্চি Mi LED Smart TV 4A মাত্র 21,999 টাকায় পাওয়া যাচ্ছে। মাত্র 349 টাকা থেকে পাওয়া যাচ্ছে Mi Earphones Basic। 1,599 টাকায় পাওয়া যাচ্ছে Bluetooth Speaker Basic 2। পাওয়ার ব্যাঙ্কেও পাওয়া যাচ্ছে আকর্ষনীয় ছাড়। 1,499 টাকায় পাওয়া যাচ্ছে 20000mAh Mi Power Bank 2i। Mi Router 3C এর দাম কমে হয়েছে 899 টাকা। Mi Band - HRX Edition বিক্রি হচ্ছে মাত্র 1,199 টাকায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show