Pornhub premium users’ viewing habits and search data reportedly hacked
Photo Credit: Unsplash.com/dreamyframing
ব্যবহারকারীর নিরিখে বিশ্বের বৃহত্তম পর্নোগ্রাফিক ওয়েবসাইট Pornhub এবার সাইবার হামলার শিকার৷ প্ল্যাটফর্মটির প্রিমিয়াম গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করে নেট দুনিয়ায় বে-আব্রু করে দেওয়ার হুমকি দিয়েছে একটি কুখ্যাত হ্যাকার গোষ্ঠী৷ Shinyhunters নামে পরিচিত হ্যাকারদের সেই গ্রুপ পর্নহাব প্রিমিয়াম গ্রাহকদের 20 কোটির বেশি রেকর্ড (ভিউ, সার্চ, ক্লিক) হাতিয়ে নিয়েছে৷ ঘটনাটি প্রকাশ্যে এনেছে বিপিং কম্পিউটার৷ ওই ডেটার মধ্যে গ্রাহকদের ইমেল আইডি, সার্চের ইতিহাস, এমনকি কী ধরনের কনটেন্ট কোন জায়গা থেকে দেখা হয়েছে, তার বিস্তারিত তথ্য অর্ন্তভুক্ত আছে৷ প্রতিবেদন অনুসারে, সাইবার অপরাধীরা চুরি করা ডেটার ছোট্ট অংশ বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে পাঠিয়েছে, যা যাচাই করার পর আসল বলে অনুমান করা হচ্ছে৷
রয়টার্সের প্রতিবেদন বলছে, পর্নহাব প্রিমিয়াম গ্রাহকদের তথ্য চুরির পান্ডা হল কুখ্যাত শাইনিহান্টার্স গোষ্ঠী৷ তারা চুরি করা তথ্য সম্পূর্ণ মুছে দেওয়া ও ফাঁস না করার শর্তে পর্নহাবের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে (বিটকয়েন) মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে৷ সাইবার হামলা ঠিক কবে হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। তবে অনলাইন চ্যাটে হ্যাকারদের তরফে পাঠানো ডেটা আংশিকভাবে যাচাই করতে সক্ষম হয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমটি।
তারা কানাডা ও আমেরিকার তিনজন ব্যক্তির সঙ্গে ডেটার নমুনা মিলিয়ে দেখেছে৷ ওই গ্রাহকরা নিশ্চিত করেছেন, তথ্যগুলি সঠিক কিন্তু সেগুলো বেশ কয়েক বছর পুরোনো। শাইনিহান্টার্স দাবি করছে, তারা যে 94 জিবি ডেটা হাতিয়ে নিয়েছে, তার মধ্যে প্রিমিয়াম গ্রাহকদের 20 কোটিরও বেশি (প্রায় 201 মিলিয়ন) রেকর্ড আছে৷
ফাঁস হওয়া তথ্যের মধ্যে ভিডিও দেখার সময় ও তারিখ, দেখা ভিডিওর ইউএরএল (লিঙ্ক), ভৌগলিক অবস্থান সংক্রান্ত তথ্য, ইমেল ঠিকানা, ও সার্চ করা কীওয়ার্ড অর্ন্তভুক্ত আছে৷ যদিও ডেটার মধ্যে ক্রেডিট কার্ডে সম্পর্কিত কিছু নেই, কিন্তু ব্যবহারকারীদের নাম ফাঁস হয়ে গেলে সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷
পর্নহাব তাদের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এই হ্যাকিং সরাসরি তাদের সিস্টেমে হয়নি৷ সংস্থার দাবি, ডেটা অ্যানালিটিক্স পরিষেবা প্রদানকারী Mixpanel-এর উপর সাইবার হামলার ফলে বেশ কিছু প্রিমিয়াম ব্যবহারকারীর তথ্য হ্যাক হয়েছে৷ তারা 2021 সালেই সংস্থাটির সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিল৷ এটি নির্দেশ করছে যে ফাঁস হওয়া তথ্য সাম্প্রতিক নয়৷
পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তরফে আরও জানানো হয়েছে, ব্যবহারকারীদের পাসওয়ার্ড এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে৷ অন্য দিকে, মিক্সপ্যানেল বলছে যে তারাও ডেটা চুরির ব্যাপারে জানতে পেরেছে৷ কিন্তু গত মাসে তাদের উপর হওয়া সাইবার হামলার সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা, এমন কোনও প্রমাণ খুঁজে পায়নি৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.