8 মে পর্যন্ত একই ভাবে ইন্টারনেটে খোলা অবস্থায় এই তালিকা পরে ছিল বলে জানিয়েছেন তিনি। এর পরেই হ্যাকাররা এই তালিকার দখন নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন 1 মে খুঁজে পাওয়া গেলেও 23 এপ্রিল থেকে ইন্টারনেটে এই তালিকা খোলা পরে ছিল।
24 বছর বয়সী এই হ্যাক্রের ফেসবুক পেজে 26,000 ফলোয়ার রয়েছে। সেখানে তিনি ইতিমধ্যেই এই লাইভ ইভেন্টের শিডিউল তৈরী করেছেন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 6 টায় কোম্পানির সিইও মার্ক জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন তিনি।
এই হ্যাকার আক্রমণে ক্ষতি পরিমান তদন্ত করে দেখছে Facebook। কোম্পানির এক ফিচারে এক ক্লিকে লগ ইন করা যায়। ‘ডিজিটাল টোকেন’ জানের এই ফিচার ব্যবহার করেই Facebook –এ আক্রমণ করেছে হ্যাকাররা।
The new hack is believed to have its roots in the decision that UIDAI took back in 2010.aএই প্যাচের মাধ্যমে আধার বায়োমেট্রিক অথেন্টিকেশান বাইপাস করা সম্ভব। এনরোলমেন্ট সেন্টারের এই কাজ করার সময় GPS বন্ধ করে কাজ করতে সক্ষম এই প্যাচ। এর ফলে কোন এনরোলমেন্ট সেন্টার থেকে এই কাজ হচ্ছে তা জানতে পারবে না UIDAI।