সার্ভারে নেই পাসওয়ার্ড! অনলাইনে খোলা পরে রয়েছে কয়েক কোটি SBI গ্রাহকের ব্যক্তিগত তথ্য

সার্ভারে নেই পাসওয়ার্ড! অনলাইনে খোলা পরে রয়েছে কয়েক কোটি SBI গ্রাহকের ব্যক্তিগত তথ্য

কয়েক কোটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকের অ্যাকাউন্ট এর ব্যক্তিগত পাসওয়ার্ড ছাড়াই খোলা পরে রয়েছে

হাইলাইট
  • পাসওয়ার্ড ছাড়াই খোলা পড়ে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভার
  • মুম্বাইয়ের ডাটা সেন্টারে থাকা কয়েক কোটি গ্রাহকের তথ্য খোলা পরে রয়েছে
  • সারা দেশে 42 কোটি বেশি গ্রাহকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট রয়েছে
বিজ্ঞাপন

পাসওয়ার্ড ছাড়াই খোলা পরে রয়েছে  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভার। বুধবার এক মিডিয়া রিপোর্টে এই  খবর জানা গিয়েছে।  অসুরক্ষিতভাবে গ্রাহকের তথ্য এইভাবে অনলাইনে অসুরক্ষিত ভাবে রেখে দেওয়ার কারনেই প্রশ্ন উঠতে শুরু করেছে।  এই ঘটনা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুরক্ষা ব্যবস্থা কে এক বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিল।  সারা দেশে 42 কোটি বেশি গ্রাহকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট রয়েছে।

 

TechCrunch এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের ডাটা সেন্টারে কয়েক কোটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকের অ্যাকাউন্ট এর ব্যক্তিগত পাসওয়ার্ড ছাড়াই খোলা পরে রয়েছে।  এর মধ্যেই রয়েছে কোম্পানির মিসড কল ব্যাঙ্কিং SBI Quick এর তথ্য। SBI Quick পরিষেবা ব্যবহার করে খুব সহজেই অ্যাকাউন্টের তথ্য জানা যায়।  এই পরিষেবা ব্যবহার করে ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট জানা যায়, নতুন চেক বই এর আবেদন করা যায়।

 

রিপোর্টে জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভারে কোন পাসওয়ার্ড দেওয়া ছিল না।  এর ফলে যে  কোন ব্যক্তির পক্ষে এই তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।  খুব সহজেই যে কোন ব্যক্তি  গ্রাহকের মোবাইল নম্বর,  আংশিক অ্যাকাউন্ট নম্বর,  অ্যাকাউন্ট ব্যালেন্স,  সাম্প্রতিক ট্রানজাকশন  সহজেই দেখে নেওয়া যাবে।

এই বিষয়ে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে প্রশ্ন করলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »