macOS 10.14 Mojave -এ নতুন কি ফিচার যোগ হল?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুন 2018 10:03 IST
হাইলাইট
  • WWDC 2018 এ macOS 10.14 Mojave এর ঘোষনা করল অ্যাপেল
  • এই আপডেটে নতুন ডার্ক থিম মোড যোগ হয়েছে
  • এছাড়াও নতুন ম্যাক অ্যাপ স্টোর যোগ হয়েছে এই প্ল্যাটফর্মে

সোমবার লঞ্চ হল নতুন macOS 10.14 Mojave

লঞ্চ হল নতুন macOS এর ভার্সান। সোমবার WWDC 2018 এ লেটেস্ট macOS 10.14 Mojave এর ঘোষনা করেছে অ্যাপেল। MacBook ও Mac ডিভাইসে ক্মপিউটিং অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে নতুন এই অপারেটিং সিস্টেম। এছাড়াও নতুন macOS 10.14 Mojave তে যোগ হয়েছে ডেডিকেটেড ডার্ক থিম। এর সাথে অ্যাপ স্টোরকে ঢেলে সাজানো হয়েছে। এখানেই থাকবে নতুন এডিটরিয়াল বিভাগ। অ্যাপেল ডেভেলপার প্রোগ্রামের সদস্যরা ইতিমধ্যেই নতুন এই আপডেটের ডেভেলপার প্রিভিউ ডাউনলোড করতে পারবেন। জুন মাসে নতুন macOS 10.14 Mojave
 এর পাবলিক বিটা ভার্সান ডাউনলোড করা যাবে।
 
একাধিক নতুন ফিভার নিয়ে এলো নতুন macOS 10.14 Mojave। এই প্রথম ডার্ক থিম ব্যাবহার হল MacOS এ। রাতে কাজ করার জন্য খুবই উপকারী নতুন এই ফিচার। এছাড়াও দিনের সময় অনুযায়ী নিজে থেকেই বদলাতে থাকবে ডেক্সটপ ওয়ালপেপার। আর ডেভেলপাররা একটি API এর মাধ্যমে নিজেদের অ্যাপ এ ডার্ক থিম যোগ করতে পারবেন।
 
এছাড়াও এবার থেকে নিজে থেকেই আপনার সব ফাইল স্ট্যাক করে দেবে অপারেটিং সিস্টেম। নতুন এই ফিচার যোগ হয়েছে নতুন এই অপারেটিং সিস্তেমে।
 
এছাড়াও ফাইন্ডার অ্যাপটিকেও ঢেলে সাজিয়েছে অ্যাপেল। এর মাধ্যমে এবার থেকে গ্যালারি ভিউ এর মাধ্যমে সহজেই নিগের ফাইল খুঁজে পাবেন গ্রাহকরা। এছাড়াও কুইক লক ফিচারের মাধ্যমে সহজেই গোটা ফাইলটি দেখে নিতে পারবেন ব্যাবহারকারী। এই ফিচার দিয়েই সহজের ছবি রোটেট বা ক্রপ অথবা ভিডিও ট্রিম করতে পারবেন গ্রাহকরা।
 
এছাড়াও নতুন macOS 10.14 Mojave এ যোগ হয়েছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ স্টোর। এখানেই থাকবে নতুন একটি এডিটরিয়াল বিভাগ। iOS 11 এর অ্যাপ স্টোরের মতোই দেখতে নতুন ম্যাক অ্যাপ স্টোরটি।

WWDC 2018 এ অ্যাপেল জানিয়েছে ইতিমধ্যেই অনেক অ্যাপ যোগ হয়েছে এই অ্যাপ স্টোরে। এর মধ্যেই অন্যতম Office 365, Lightroom, BBEdit, Transmit, Live Studio ও Houseparty অ্যাপগুলি।
 
এছাড়াও নিউজ, স্টক, ভয়েস মেমোতে একাধিক নতুন ফইচার যোগ হয়েছে। ইতিমধ্যেই এই ফিচারগুলি iOS এ উপস্থিত আছে। কোম্পানি জানিয়েছে খুব শিঘ্রই সহজেই ডেভেলপাররা তাদের iOS অ্যাপ সহজেই macOS এ চালাতে পারবে।

 
 
এর সাথেই সহজে স্ক্রিনশট নেওয়ার জন্য নতুন অনস্ক্রিন বাটন যোগ হয়েছে। এছাড়াও mac এর ব্যাবহারকারী কাছের iPhone বা iPad এর ক্যামেরা থেকে ছবি তুলে সাথে সাথেই নিজের mac এ সেইও ছবি দেখতে পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , macOS Mojave, Apple, WWDC, WWDC 2018
Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4x 5G সস্তায় 7000mAh ব্যাটারি ও গেমিং ফিচার্স নিয়ে লঞ্চ হল, এক চার্জে 20 ঘন্টা ইউটিউব দেখা যাবে
  2. Motorola ভারতে এত পাতলা স্মার্টফোন আনছে যে বিশ্বাস হবে না! ডিসেম্বরে লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  3. ডিসেম্বরে সেরা অফার, 13,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Oppo স্মার্টফোন
  4. OnePlus Ace 6T ঝড় তুলে 8,300mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, এমন পাওয়ার ও পারফরম্যান্স প্রথমবার!
  5. Moto G57 Power স্মার্টফোনের সেল শুরু, অফারে মাত্র 12,999 টাকায় 50MP Sony ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Redmi 15C মাত্র 12499 টাকার লঞ্চ হল, বিশাল ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, ও 8GB র‍্যাম রয়েছে
  7. Poco C85 5G সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার সঙ্গে ডিসেম্বর 9 লঞ্চ হচ্ছে
  8. 50MP সেলফি ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারির Vivo 5G স্মার্টফোন 6,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
  9. Poco C85 5G সস্তায় 50MP AI ক্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে, থাকতে পারে 6,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Z TriFold, ভাঁজ করলে স্মার্টফোন, খুললেই 10 ইঞ্চি ট্যাবলেট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.