লিমিটেড এডিশান Core i7 প্রসেসার সামনে আনলো Intel

Computex 2018 এর স্টেজে কোম্পানির কী নোটে এই ঘোষনা করেছেন Intel এর ভাইস প্রেসিডেন্ট গ্রেগরি ব্র্যান্ট।

লিমিটেড এডিশান Core i7 প্রসেসার সামনে আনলো Intel

Computex 2018 এর স্টেজে কোম্পানির কী নোটে এই প্রসেসারের কথা জানিয়েছেন Intel এর ভাইস প্রেসিডেন্ট গ্রেগরি ব্র্যান্ট।

হাইলাইট
  • লিমিটেড এডিশান Core i7 প্রসেসার লঞ্চ করল Intel
  • Core i7-8086K প্রসেসারে আছে ছয়টি হাইপার থ্রেডিং কোর
  • সিঙ্গেল কোর টার্বো বুস্ট মোডে 5GHz স্পিড দেবে এই প্রসেসার
বিজ্ঞাপন

আগামী 8 জুন 40 বছর পূরণ করবে Intel এর আইকনিক Intel 8086 প্রসেসার। আর সেই দিনকে স্বরণীয় করে রাখতে নতুন লিমিটেড এডিশান i7 প্রসেসার লঞ্চের ঘোষনা করল কোম্পানি। Core i7-8086K প্রসেসারে আছে ছয়টি হাইপার থ্রেডিং কোর। এই প্রসেসারের ক্লক স্পিড 5GHz। যদিও বেস স্পিড পাওয়া যাবে 4GHz। আর সিঙ্গেল কোর  টার্বো বুস্ট মোডে 5GHz স্পিড দেবে নতুন Core i7-8086K। আপনি চাইলে এই প্রসেসার ওভারক্লক করতে পারবেন। কোম্পানির অষ্টম জেনারেশানের অন্য সব প্রসেসারের মতো নতুন এই প্রসেসারেও থাকবে 14nm ফ্যাব্রিকেশান প্রসেস।

Computex 2018 এর স্টেজে কোম্পানির কী নোটে এই ঘোষনা করেছেন Intel এর ভাইস প্রেসিডেন্ট গ্রেগরি ব্র্যান্ট। নতুন এই Core i7-8086K কোম্পানির বর্ত্মান ফ্ল্যাগশিপ প্রসেসার Core i7-8700K এর থেকে অনেকটাই ভালো পারফর্মেন্স করবে বলে জানানো হয়েছে। যদিও মোট কতগুলি নতুন এই লিমিটেড এডিশান প্রসেসার তৈরী হবে তা জানায়নি Intel। এছাড়াও জানানো হয়নি নতুন এই প্রসেসারের দাম ও কবে থেকে পাওয়া যাবে এই লিমিটেড এডিশান প্রসেসার।

কোম্পানির প্রথম X86 প্রসেসার ছিল Intel 8086। পিসি জগতে বিপ্লব এনেছিল এই প্রসেসার। Intel 8086 এ মোট 29,000 ট্রানজিস্টার ছিল। Intel 8086 এর ক্লক স্পিড ছিল 5MHz। এই প্রসেসারের 40 বছর পুরন হবে এই সপ্তাহের। এর সাথেই এই বছরেই কোম্পানিও 50 বছরে পা দেবে কোম্পানি। এর জন্যই গ্রাহকদের বিনামূল্যে  Core i7-8986K প্রসেসার দেবে কোম্পানি। তবে এই লিস্টে ভারতের নাম নেই।

Computex 2018 ইভেন্টে থ্রেডডিপার প্রসেসার লঞ্চ করবে AMD। এছাড়াও স্টেজে ভবিষ্যতে 28 কোরের ডেক্সটপ প্রসেসারের ঝলক দেখিয়েছেন গ্রেগরি ব্র্যান্ট। যদিও এই প্রসেসারের অন্য কোন বিবরন জানানো হয়নি। জানানো হয়নি এই প্রসেসারের নাম।

এছাড়াও দুটি নতুন প্রসেসার সামনে এনেছেন গ্রেগরি ব্র্যান্ট।এই বছরের শেষে কোম্পানির অষ্টম জেনারেশানের সিরিজে লঞ্চ হবে এই দুটি প্রসেসার। এই প্রসেসারে চলা Acer, Asus ও HP ল্যাপটপ স্টেজে দেখানো হয়েছে। 2018 সালে এমন 140 টি ল্যাপটপ বাজারে আসবে বলে জানানো হয়েছে।

দ্বিতীয় প্রসেসারটি আলট্রা পোর্টেবেল ডিভাইসের জন্য নতুন Y সিরিজের প্রসেসার। এছাড়াও ডেক্সটপের জন্য শিঘ্রই নতুন S সিরিজের প্রসেসার লঞ্চ করবে কোম্পানি। যদিও ইতিমধ্যেই বাজারে থাকা প্রসেসারগুলির পাশে কোথায় স্থান পাবে নতুন এই প্রসেসারগুলি তা জানায়নি Intel।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 5000mAh ব্যাটারি, 128 জিবি স্টোরেজ, ও জলরোধী রেটিং সহ লঞ্চ হল Honor Play 10
  2. সেপ্টেম্বরেই Samsung-এর বড় আপডেট, একঝাঁক স্মার্টফোনে আসছে Android 16
  3. iPhone 17 Air: বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন আসছে আগামীকাল, দাম কত হবে
  4. iPhone 17 সিরিজের সঙ্গেই আসতে পারে AirPods Pro 3, ধরবে হার্ট ও কানের রোগ!
  5. Oppo F31 5G সিরিজ 15 সেপ্টেম্বর দেশে আসছে, দাম, ফিচার্স কেমন হবে দেখে নিন
  6. ক্যামেরা এবং AI ফিচার্সে ধামাকা, লঞ্চ হল Motorola Edge 60 Neo, দাম জেনে নিন
  7. Motorola একজোড়া দুর্দান্ত বাজেট ফোন আনল, 7,000mAh ব্যাটারি ও 4K ক্যামেরা রয়েছে
  8. দাম বাড়লেও বিক্রি কমবে না, উন্নত ফিচার্সে বাজিমাত করতে চলেছে iPhone 17 সিরিজ
  9. 6,000mAh ব্যাটারি, চারটি ক্যামেরার সঙ্গে আত্মপ্রকাশ করল Oppo Reno 14 FS 5G
  10. Lava Bold N1 5G: দেশের সবচেয়ে সস্তা 5G ফোন লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »