কয়েক বছর পরে Mac Pro আপডেট করল Apple। কোম্পানির নতুন প্রফেশানাল ডেক্সটপ ওরার্ক্সটেশনে যোগ হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইন। নতুন Mac Pro কম্পিউটারে পাওয়া যাবে অবিশ্বাস্য স্পিড। Mac Pro এর সাথে ব্যবনহারের জন্যই নতুন 6K HDR ডিসপ্লে লঞ্চ করেছে কুপার্টিনোর কোম্পানিটি। 2019 সালের শেষ দিকে এই ডিভাইসগুলি বিক্রি শুরু হবে। নতুন এই দুই ডিভাইস লঞ্চ করে কোম্পানির বহু দিনের গ্রাহক প্রফেশয়ানাল কনটেন্ট ক্রিয়েটারদের মন জেতার চেষ্টা করেছে Apple। নতুন Mac Pro এর দাম শুরু হচ্ছে 5,999 মার্কিন ডলার (প্রায় 4.14.438 টাকা) থেকে। অন্যদিকে স্ট্যান্ড সহ নতুন ডিসপ্লের দাম শিউরু হচ্ছে 4,999 মার্কিন ডলার (প্রায় 3,45,353 টাকা) থেকে।
অন্যান্য Mac Pro এর মতোই নতুন Mac Pro তে থাকছে স্টিল বডি। সামনে থাকছে একটি মেশ প্যানেল। উপরে থাকছে একটি হ্যান্ডেল। PCIe স্লট ব্যবহার করে নতুন Mac Pro আপডেট করা যাবে। PCIe ও Thunderbolt 3 পোর্ট ব্যবহার করে নতুন MPX মডিউলের মাধ্যমে ঠান্ডা থাকবে এই কম্পিউটার।
নতুন Mac Pro এর ভিতরে রয়েছে 8 কোর 3.5 Hz Intel Xeon প্রসেসার। সাথে থাকছে 12 কোর, 16 কোর, 24 কোর ও 28 কোর অপশান। সাথে থাকছে 1.5TB RAM। থাকছে 1400 W পাওয়ার সাপ্লাই আর 2TB PCIe SSD।
8 কোর Intel Xeon প্রসেসার, 32GB RAM, 256GB স্টোরেজ আর AMD Radeon Pro 580X গ্রাফিক্স কার্ড সহ নতুন Mac Pro বেস মডেলের দাম 5,999 মার্কিন ডলার।
কানেক্টিভিটির জন্য থাকছে Thunderbolt 3, USB Type-A, ডুয়াল 10Gigabit ইথারনেট পোর্ট, Wi-Fi 802.11ac আর Bluetooth 5।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন