খুব শীঘ্রই গ্রাহকদের কাছে উপলব্ধ হবে স্যামসাং কোম্পানীর Copilot + PC, Samsung Galaxy Book 4 Edge

অক্টোবর মাসে স্যামসাং কোম্পানী 15 ইঞ্চির Galaxy Book 4 Edge ল্যাপটপটি প্রকাশ করার পরিকল্পনা করেছে

খুব শীঘ্রই গ্রাহকদের কাছে উপলব্ধ হবে স্যামসাং কোম্পানীর Copilot + PC,  Samsung Galaxy Book 4 Edge

Photo Credit: Samsung

Samsung's 15-inch Galaxy Book 4 Edge comes in a single Sapphire Blue colour

হাইলাইট
  • Samsung Galaxy Book 4 Edge-এ Samsung Knox এর নিরাপত্তা আছে
  • নতুন Copilot + PC প্রথম থেকেই Windows 11দ্বারা চালিত
  • Samsung এর নতুন ল্যাপটপটিতে 61.2Wh ব্যাটারি আছে
বিজ্ঞাপন

স্যামসাং কোম্পানী উন্মোচন করেছে নতুন Samsung Galaxy Book 4 edge। AI বৈশিষ্ট্য সহ অক্টা-কোর snapdragon X plus CPU দ্বারা চালিত নতুন ল্যাপটপ। এটি 15 ইঞ্চি ডিসপ্লে দ্বারা সজ্জিত।
ল্যাপটপটি গ্যালাক্সি AI বৈশিষ্ট্য এবং Wi-Fi 7 দ্বারা সমর্থিত। নতুন Copilot + PC টি বিভিন্ন AI বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করে ,যেমন কো-ক্রিয়েটর, উইন্ডোজ স্টুডিও ইফেক্টস এবং লাইভ ক্যাপশনস।
ল্যাপটপটিতে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।
Samsung Galaxy Book 4 Edge ল্যাপটপটি 14ইঞ্চি এবং 16-ইঞ্চি ডিসপ্লের বিকল্পে উপলব্ধ।

Samsung Galaxy Book 4 Edge 15-ইঞ্চির দাম এবং উপলব্ধতা:

Samsung Galaxy Book 4 Edge-এর মূল্য সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এটি 10 অক্টোবর থেকে ফ্রান্স, জার্মানি, ইতালি, কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশকিছু নির্বাচিত বাজারে উপলব্ধ হবে। এটি একমাত্র স্যাফায়ার নীল রঙে পাওয়া যাবে।

15 ইঞ্চির Samsung Galaxy Book 4 Edge এর স্পেসিফিকেশন:

ল্যাপটপটি 60Hz রিফ্রেসরেট সহ একটি 15.6 ইঞ্চি ফুল-HD (1080x1920) ডিসপ্লে দ্বারা সজ্জিত। এটির আকৃতির অনুপাত 16.9 এবং এটি সর্বোচ্চ 300nits উজ্জ্বলতা বহন করে।
এটি নতুন আসা Snapdragon X Plus 8-core CPU তারসঙ্গে Adreno GPU এবং 45টি TOPS যুক্ত Qualcomm Hexagon NPU দ্বারা চালিত। এটি 16জিবি RAM এবং 256জিবি ও 512জিবি অন্তর্বর্তী স্টোরেজ সহ নির্মিত।

ল্যাপটপটি 14ইঞ্চি এবং 16ইঞ্চি ডিসপ্লে যুক্ত দুটি মডেলের বিকল্পে উপলব্ধ। দুটি মডেলই 12-core Snapdragon X Elite chipset দ্বারা চালিত।

Samsung কোম্পানীর নতুন Copilot + PC টি প্রথম থেকেই Windows 11 দ্বারা নির্মিত এবং বিভিন্ন AI ক্ষমতা দ্বারা যুক্ত,
যেমন- Cocreator - এটি বার্তা প্রেরণের মাধ্যমে দ্রুত ছবি তৈরি করে।
Windows Studio Effects - ভিডিও কলের সময় নিজেনিজেই আলোর উন্নতি ঘটায় এবং ভিডিও চলাকালীন শব্দ বাতিল করে।
Live Captions: এটি সরাসরি অনুবাদ প্রদান করে।
এছাড়াও ল্যাপটপটিতে বেশকিছু বাচাইকরা Galaxy AI বৈশিষ্ট্যগুলির প্রবেশাধিকার আছে।

ল্যাপটপটিতে স্যামসাং Knox- এর নিরাপত্তা আছে। এটিতে সংযোগের ক্ষেত্রে ব্লুটুথ 5.3, Wi-Fi 7, দুটি USB Type-C (4.0) পোর্ট, একটি HDMI 2.1 পোর্ট, একটি USB Type-A (3.2) পোর্ট, একটি মাইক্রোSDর স্থান, একটি হেডফোন এবং মাইক্রোফোনের সমন্বয় এবং একটি সিকিউরিটি স্লট আছে। এছাড়াও এটিতে দুটি মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার অন্তর্ভূক্ত করা হয়েছে।

নতুন ল্যাপটপটি 65W-এর দ্রুত চার্জিং সমর্থিত 61.2Wh ব্যাটারী দ্বারা চালিত। ব্যাটারিটি একবার চার্জের বিনিময়ে 26 ঘন্টা পর্যন্ত ভিডিও চালানোর সুবিধা প্রদান করে। এটির পরিমাপ 356.6 x 229.7 x 15.0মিমি এবং ওজন 1.50 কেজি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. স্ক্রিনে টাচ করার দিন অতীত, মুখে বলে ছবি এডিট করার AI ফিচার Realme 15 সিরিজে
  2. 8,300mAh ব্যাটারি ও 512GB স্টোরেজের সাথে বাজার কাঁপাতে আসছে Honor X70
  3. Amazon Prime Day 2025 সেলে Samsug Galaxy S24 Ultra ফোনের দাম 55,000 টাকা কমছে
  4. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  5. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  6. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
  7. Itel City 100 মাত্র 7,599 টাকায় বাজারে এল, সাথে 2,999 টাকার স্পিকার সম্পূর্ণ ফ্রি
  8. ফাটাফাটি ফিচার্সের সাথে Vivo দুটি অনবদ্য স্মার্টফোন আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  9. বর্ষায় প্রকৃতির রঙে সেজে উঠল iQOO 13, ফ্ল্যাগশিপ প্রসেসর ও প্রিমিয়াম ক্যামেরার জাদুতে জিতবে মন
  10. Google Veo 3 এখন ভারতে, শব্দ লিখলেই বানিয়ে দেবে ভাইরাল ভিডিয়ো, বলবে কথা, দেবে সুরও!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »