খুব শীঘ্রই গ্রাহকদের কাছে উপলব্ধ হবে স্যামসাং কোম্পানীর Copilot + PC, Samsung Galaxy Book 4 Edge

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 6 সেপ্টেম্বর 2024 11:51 IST
হাইলাইট
  • Samsung Galaxy Book 4 Edge-এ Samsung Knox এর নিরাপত্তা আছে
  • নতুন Copilot + PC প্রথম থেকেই Windows 11দ্বারা চালিত
  • Samsung এর নতুন ল্যাপটপটিতে 61.2Wh ব্যাটারি আছে

Samsung's 15-inch Galaxy Book 4 Edge comes in a single Sapphire Blue colour

Photo Credit: Samsung

স্যামসাং কোম্পানী উন্মোচন করেছে নতুন Samsung Galaxy Book 4 edge। AI বৈশিষ্ট্য সহ অক্টা-কোর snapdragon X plus CPU দ্বারা চালিত নতুন ল্যাপটপ। এটি 15 ইঞ্চি ডিসপ্লে দ্বারা সজ্জিত।
ল্যাপটপটি গ্যালাক্সি AI বৈশিষ্ট্য এবং Wi-Fi 7 দ্বারা সমর্থিত। নতুন Copilot + PC টি বিভিন্ন AI বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করে ,যেমন কো-ক্রিয়েটর, উইন্ডোজ স্টুডিও ইফেক্টস এবং লাইভ ক্যাপশনস।
ল্যাপটপটিতে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।
Samsung Galaxy Book 4 Edge ল্যাপটপটি 14ইঞ্চি এবং 16-ইঞ্চি ডিসপ্লের বিকল্পে উপলব্ধ।

Samsung Galaxy Book 4 Edge 15-ইঞ্চির দাম এবং উপলব্ধতা:

Samsung Galaxy Book 4 Edge-এর মূল্য সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এটি 10 অক্টোবর থেকে ফ্রান্স, জার্মানি, ইতালি, কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশকিছু নির্বাচিত বাজারে উপলব্ধ হবে। এটি একমাত্র স্যাফায়ার নীল রঙে পাওয়া যাবে।

15 ইঞ্চির Samsung Galaxy Book 4 Edge এর স্পেসিফিকেশন:

ল্যাপটপটি 60Hz রিফ্রেসরেট সহ একটি 15.6 ইঞ্চি ফুল-HD (1080x1920) ডিসপ্লে দ্বারা সজ্জিত। এটির আকৃতির অনুপাত 16.9 এবং এটি সর্বোচ্চ 300nits উজ্জ্বলতা বহন করে।
এটি নতুন আসা Snapdragon X Plus 8-core CPU তারসঙ্গে Adreno GPU এবং 45টি TOPS যুক্ত Qualcomm Hexagon NPU দ্বারা চালিত। এটি 16জিবি RAM এবং 256জিবি ও 512জিবি অন্তর্বর্তী স্টোরেজ সহ নির্মিত।

ল্যাপটপটি 14ইঞ্চি এবং 16ইঞ্চি ডিসপ্লে যুক্ত দুটি মডেলের বিকল্পে উপলব্ধ। দুটি মডেলই 12-core Snapdragon X Elite chipset দ্বারা চালিত।

Samsung কোম্পানীর নতুন Copilot + PC টি প্রথম থেকেই Windows 11 দ্বারা নির্মিত এবং বিভিন্ন AI ক্ষমতা দ্বারা যুক্ত,
যেমন- Cocreator - এটি বার্তা প্রেরণের মাধ্যমে দ্রুত ছবি তৈরি করে।
Windows Studio Effects - ভিডিও কলের সময় নিজেনিজেই আলোর উন্নতি ঘটায় এবং ভিডিও চলাকালীন শব্দ বাতিল করে।
Live Captions: এটি সরাসরি অনুবাদ প্রদান করে।
এছাড়াও ল্যাপটপটিতে বেশকিছু বাচাইকরা Galaxy AI বৈশিষ্ট্যগুলির প্রবেশাধিকার আছে।

ল্যাপটপটিতে স্যামসাং Knox- এর নিরাপত্তা আছে। এটিতে সংযোগের ক্ষেত্রে ব্লুটুথ 5.3, Wi-Fi 7, দুটি USB Type-C (4.0) পোর্ট, একটি HDMI 2.1 পোর্ট, একটি USB Type-A (3.2) পোর্ট, একটি মাইক্রোSDর স্থান, একটি হেডফোন এবং মাইক্রোফোনের সমন্বয় এবং একটি সিকিউরিটি স্লট আছে। এছাড়াও এটিতে দুটি মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার অন্তর্ভূক্ত করা হয়েছে।

নতুন ল্যাপটপটি 65W-এর দ্রুত চার্জিং সমর্থিত 61.2Wh ব্যাটারী দ্বারা চালিত। ব্যাটারিটি একবার চার্জের বিনিময়ে 26 ঘন্টা পর্যন্ত ভিডিও চালানোর সুবিধা প্রদান করে। এটির পরিমাপ 356.6 x 229.7 x 15.0মিমি এবং ওজন 1.50 কেজি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy Book 4 Edge
 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্টোরেজ নিয়ে ভাবনা শেষ, ফোনেই ধরবে 60,000 ছবি, এন্ট্রি নিচ্ছে Honor X7c 5G
  2. স্বাধীনতা দিবস উপলক্ষে Flipkart আনল Independence Day Sale, ছাড় একাধিক জনপ্রিয় স্মার্টফোনে
  3. Vivo V60 ভারতে 16GB র‍্যাম, দুর্ধর্ষ 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  4. Redmi Note 15 Pro সিরিজ আসছে এই মাসেই, ডিজাইন এবং ফিচার্সে ঝড় তুলবে
  5. বাজার কাঁপাতে আসছে Realme GT 8 সিরিজ, থাকবে 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. ভারত-আমেরিকা সম্পর্কের টানাপোড়নের মাঝেই দিল্লিতে গাড়ির বিশাল শোরুম খুলল ইলন মাস্কের Tesla
  7. হাইপার ভিশন AI চিপের সঙ্গে Realme P4 সিরিজ 20 আগস্ট লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন
  8. কামব্যাক করল HTC, কম দামে আনল 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার নতুন ফোন
  9. ঝড় তুলে হাজির Lava Blaze AMOLED 2, সস্তায় সবচেয়ে সুন্দর স্লিম স্মার্টফোন এটাই
  10. গরম থেকে মুক্তি! ভারতের প্রথম কুলিং ফ্যান যুক্ত ফোন Oppo K13 Turbo সিরিজ লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.