Photo Credit: Samsung
স্যামসাং কোম্পানী নিয়ে এলো সুখবর, ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M55s।
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানের Galaxy M সিরিজের স্মার্টফোনটি দুটি রঙের বিকল্পে উন্মোচিত হতে চলেছে। এটিতে 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটি 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরার পাশাপাশি একই রেজোলিউশন যুক্ত সেলফি ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে আছে। চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া Samsung Galaxy M55 (Review) স্মার্টফোনটিতে একটি Snapdragon 7 Gen 1 চিপসেট প্রসেসর যুক্ত করা হয়েছিল এবং এটি 256 জিবি স্টোরেজ পর্যন্ত অন্তর্ভুক্ত করা ছিল।
বুধবার স্যামসাং কোম্পানী ঘোষণা করেছে যে, ভারতে তাদের নতুন হ্যান্ডসেটটি সেপ্টেম্বরের 23 তারিখ লঞ্চ করা হবে। ভারতে কোম্পানীর এই মধ্যম রেঞ্জের স্মার্টফোনটি কোরাল সবুজ এবং থান্ডার কালো রঙের বিকল্পে বিক্রয় করা হবে। স্যামসাংএর আসন্ন Samsung Galaxy M55s হ্যান্ডসেটটির RAM এবং স্টোরেজ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অ্যামাজনের একটি মাইক্রোসাইট Samsung Galaxy M55s প্রকাশিত হওয়ার আগের সেটির কিছু স্পেসিফিকেশন উন্মোচন করেছে। Samsung Galaxy M55 স্মার্টফোনটি নিশ্চিতভাবে একটি 6.7 ইঞ্চির সুপার AMOLED+ ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে চলেছে। এটির রিফ্রেশ রেট 120Hz এবং এটি সর্বোচ্চ 1000 নিট উজ্জ্বলতা প্রদান করবে। স্যামসাং জানিয়েছে যে নতুন ফোনটির পুরুত্ব, ভারতে এপ্রিল মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy M55-এর মত 7.8 মিমি। নতুন স্মার্টফোনটির লঞ্চের আগেই কোম্পানী এটির ক্যামেরার বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছে। হ্যান্ডসেটটিতে ত্রিমাত্রিক ক্যামেরা ইউনিট আছে যার মধ্যে একটি OiS সমর্থিত 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এটি স্যামসাংয়ের কম আলোর বৈশিষ্ট্য যুক্ত ‘Nightography' এবং ‘No Shake Cam Mode' উভয় বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করে ।
কোম্পানীর মতে Samsung Galaxy M55s ফোনটির সামনের অংশে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটি ব্যাবহারকারীদের সামনের এবং পিছনের ক্যামেরার মাধ্যমে একই সাথে ভিডিও করা এবং ছবি তোলার সুবিধা প্রদান করবে।
এই নতুন স্মার্টফোনটি সম্পর্কিত অন্যান্য তথ্য, এটির আত্মপ্রকাশের দিনগুলিতে জানা যাবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন