লঞ্চের আগেই প্রকাশিত হলো Alcatel V3 Pro 5G এবং V3 Classic 5G ফোনগুলি সম্মন্ধে বিস্তারিত তথ্য

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 23 মে 2025 14:47 IST
হাইলাইট
  • Alcatel V3 5G-সিরিজটি শুধুমাএ ফ্লিপকার্টেই পাওয়া যাবে
  • লাইনআপটি TCL-এর নিজস্ব NXTPAPER প্রযুক্তির সাথে এসেছে
  • Alcatel V3-সিরিজটির বাক্সে প্রথম থেকেই চার্জার দেওয়া থাকবে

Alcatel V3 Pro 5G কালো এবং সবুজ রঙে আসবে বলে জানা গেছে

Photo Credit: Alcatel

ভারতে আগামী 27-সে মে লঞ্চ হতে চলেছে Alcatel V3 5G সিরিজ। ইতোমধ্যেই Alcatel V3 Ultra 5G-হ্যান্ডসেটটিকে এই লাইনআপের অংশ হিসেবে নির্বাচিত করা হয়েছে। বর্তমানে TLC কমিউনিকেশন দ্বারা পরিচালিত ফ্রান্সের এই মোবাইল ব্র্যান্ডটি Alcatel V3 Pro 5G এবং V3 Classic 5G বিকল্পগুলিকে আনুষ্ঠানিকভাবে টিজ করেছে। লঞ্চের আগেই আসন্ন স্মার্টফোন গুলির ডিজাইন, রঙের বিকল্প এবং বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। দেশের বাজারে আসন্ন তিনটি ফোনই শুধুমাত্র ফ্লিপকার্টেই বিক্রি করা হবে।Alcatel V3 Pro 5G এবং Alcatel V3 Classic 5G বিকল্পগুলিকে টিজ করা হয়েছে,কোম্পানি ফ্লিপকার্টের একটি লাইভ মাইক্রোসাইটে আসন্ন Alcatel V3 Pro 5G-ফোনটিকে কালো এবং সবুজ রঙের বিকল্পের সাথে টিজ করেছে। হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.7-ইঞ্চির ডিসপ্লে থাকবে এবং TCL-এর নিজস্ব NXTPAPER প্রযুক্তি ব্যবহার করা হবে। এটি রেগুলার, ইংক পেপার, ম্যাক্স-ইনক এবং কালার-পেপার মোডের সমর্থন পেয়েছে।

কোম্পানি নিশ্চিত করেছে যে, V3 Pro 5G-এর ডিসপ্লেটিতে লো ব্লু লাইট এবং অ্যান্টি-গ্ল্যারের মতো চোখের সুরক্ষার জন্য ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়াও এটি অ্যাডাপটিভ কালার টেম্পারেচার, উজ্জ্বলতা এবং নাইট লাইট মোড নিয়ে এসেছে।

অন্যদিকে Alcatel V3 Classic 5G ফোনটিকে সাদা রঙের বিকল্পের সাথে টিজ করা হয়েছে। হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ রেট সম্পন্ন একটি NXTPAPER ডিসপ্লে দ্বারা সজ্জিত। এটি vivid colours এবং sharper contrast-এর সমর্থনে এসেছে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6300 SoC দ্বারা চালিত হতে পারে। এটিতে একটি 18W চার্জিং সমর্থিত 5,200mAh ব্যাটারী থাকতে পারে। ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে একটি 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার যুক্ত করা হতে পারে। উভয় ফোনেরই বাক্সের সাথে চার্জার এবং একটি প্রোটেকটিভ কভার দেওয়া হবে।

Alcatel V3 Ultra 5G-এর রঙের বিকল্প এবং ফিচার:

Alcatel V3 Ultra 5G হ্যান্ডসেটটি নিশ্চিতভাবে শ্যাম্পেন গোল্ড, হাইপার ব্লু এবং ওশেন গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হবে। প্রো এবং ক্লাসিক বিকল্পের মতোই Ultra বিকল্পটি একটি NXTPAPER ডিসপ্লে পাবে। এটিতে মাক্স ইনক মোডের সাথে একটি 6.8 ইঞ্চির Full-HD+ স্ক্রিন থাকবে। ফোনটি মাত্র একবার চার্জের বিনিময়ে সাত দিন পর্যন্ত চলার দাবি করে।

ক্যামেরার ক্ষেত্রে Alcatel V3 Ultra 5G ফোনটিতে একটি 108 মেগাপিক্সেলের প্রধান রিয়ার সেন্সর দেখতে পাওয়া যাবে। এছাড়াও একটি 8 মেগাপিক্সেলের এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর থাকবে। ফোনটিতে 8জিবি RAM এবং 128জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত করা হবে। হ্যান্ডসেটটি 33W দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,010mAh ব্যাটারী দ্বারা চালিত। ফোনটিতে DTS X সাউন্ডের সাথে ডুয়াল স্পিকার আছে। ফোনটি একটি ই-সিম এবং একটি সাধারণ সিমের সমর্থন পেয়েছে। চার্জার এবং প্রোটেক্টিভ কভারের পাশাপাশি ফোনটি স্টাইলাশ পেয়েছে।

Alcatel V3 5G সিরিজটি আগামী 27 সে মে ভারতে দুপুর 12 টায় লঞ্চ করা হবে এবং দেশের বাজারে এই শুধুমাত্র ফ্লিপকার্টে বিক্রি করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ছবি-ভিডিওর রমরমা বন্ধ করতে কড়া হল কেন্দ্র, নিয়ম না মানলে শাস্তির হুঁশিয়ারি
  2. 9,000mAh ব্যাটারির OnePlus Turbo 6 সিরিজ অবাক করা দামে আসছে, এত সস্তা ভাবতে পেরেছিলেন?
  3. অফার মিস করলে লস, নতুন বছরের আগে OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  4. 200MP ক্যামেরার Oppo Reno 15 Pro Mini-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস
  5. স্মার্টফোনের ইতিহাসে নতুন অধ্যায় লিখবে Realme, শীঘ্রই আসতে পারে 10,001mAh ব্যাটারির মোবাইল
  6. Samsung আনছে 6,000mAh ব্যাটারির বাজেট 5G ফোন, ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ্যে
  7. বিশাল 9,000mAh ব্যাটারির সঙ্গে আসছে OnePlus Turbo 6 সিরিজ, লঞ্চের তারিখ ঘোষণা হল
  8. Xiaomi 17 Ultra ভারতের বাজার কাঁপাতে আসছে, BIS-এর ছাড়পত্র পেল পকেট DSLR স্মার্টফোন!
  9. Honor Win সিরিজ স্মার্টফোনের জগতে বিপ্লব ঘটিয়ে 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. Xiaomi 17: ওপ্পো, ভিভো, রিয়েলমির পর শাওমির প্রিমিয়াম স্মার্টফোন দেশে আসছে, ফিচার্স দেখে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.