4 মে থেকে এই সেল শুরু হলেও প্রাইম গ্রাহকদের জন্য 3 মে দুপুর 12 টায় শুরু হবে সামার সেল। অন্য সব গ্রাহক এর ঠিক 12 ঘন্টা পরে এই সেলে অংশ নিতে পারবেন। সব অফারের উপরে SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
7 মে পর্যন্ত চলবে Amazon Summer Sale
4 মে থেকে শুরু হচ্ছে Amazon Summer Sale। এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ক্যামেরা, স্পিকার ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক প্রোডাক্ট। এছাড়াও SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়। OnePlus, Apple, Samsung, Realme, OPPO, Xiaomi –র মতো জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনে ছাড় মিলবে। এছাড়াও Amazon Echo, Fire TV Stick, Kindle ইবুক রিডারের মতো প্রোডাক্টগুলিতে ছাড় পাওয়া যাবে। 7 মে পর্যন্ত চলবে Amazon Summer Sale।
4 মে থেকে এই সেল শুরু হলেও প্রাইম গ্রাহকদের জন্য 3 মে দুপুর 12 টায় শুরু হবে সামার সেল। অন্য সব গ্রাহক এর ঠিক 12 ঘন্টা পরে এই সেলে অংশ নিতে পারবেন। সব অফারের উপরে SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই ও এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়।
এই সেলে সস্তা হবে OnePlus 6T, Redmi Y3, Realme U1, Samsung Galaxy M20 সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন। তবে কোন ফোনে কত ছাড় মিলবে তা জানানো হয়নি। সস্তা হবে Amazfit Verge আর Amazfit Pace এর মতো স্মার্ট ওয়াচগুলি।
সামার সেলে ক্যামেরায় 35 শতাংশ পর্যন্ত, হেডফোনে 60 শতাংশ পর্যন্ত, আর ল্যাপটপে 32,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। হোম ও কিচেন অ্যাপলায়েন্সে 35 থেকে 70 শতাংশ ছাড় মিলবে। স্মার্ট টিভিতে থাকছে 60 শতাংশ পর্যন্ত ছাড়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show