আগামী 20 সেপ্টেম্বর থেকে উৎসাহিত গ্রাহকরা পেয়ে যাবেন Apple কোম্পানীর পক্ষ থেকে উন্মোচিত iphone 16 Pro এবং iphone 16 Pro এবং

Apple এর কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্যসম্পন্ন Apple Intelligence বৈশিষ্ট্য যুক্ত Apple iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max

আগামী 20 সেপ্টেম্বর থেকে উৎসাহিত গ্রাহকরা পেয়ে যাবেন Apple কোম্পানীর পক্ষ থেকে উন্মোচিত iphone 16 Pro এবং iphone 16 Pro এবং

Apple iPhone 16 Pro series will be available in four Titanium finishes

হাইলাইট
  • iPhone 16 Pro সিরিজের ফোনগুলিতে একটি উন্নতমানের আলট্রা-ওয়াইড ক্যামেরা
  • এই ফোনগুলি আকর্ষণীয় মেরু টাইটেনিয়াম রঙে বিক্রি হবে
  • iPhone 16 Pro-এর দাম যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে $999 থেকে
বিজ্ঞাপন

বিগত সোমবার Apple কোম্পানী তাদের লঞ্চ ইভেন্টের মাধ্যমে উন্মোচন করেছে একদম নতুন iphone 16 Pro এবং iPhone 16 Pro Max। এগুলি কোম্পানীর সবচেয়ে যোগ্য স্মার্টফোন ,যেগুলি A18 Pro চিপ দ্বারা এবং iOS 18 দ্বারা চালিত। এছাড়াও এগুলিতে Apple Intelligence এর সমর্থন আছে। পূর্ববর্তী মডেলগুলির ডিসপ্লের তুলনায় নতুন iphone 16 Pro এবং iPhone 16 Pro max এর ডিসপ্লেগুলি তুলনামূলক বড়। এছাড়াও এটিতে উন্নতমানের আলট্রা ওয়াইড কোনযুক্ত ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর দাম এবং উপলব্ধতা:

iPhone 16 Pro এর 128 জিবি বিকল্পের দাম শুরু হচ্ছে ভারতীয় মূল্যে প্রায় 84,000($999) টাকা থেকে। অন্যদিকে iphone 16 Pro Max এর দাম শুরু হচ্ছে প্রায় 1,00,700 ( $1199) টাকা থেকে। গ্রাহকরা 512 জিবি এবং 1টিবি স্টোরেজ বিকল্পগুলিও কিনতে পারবে। এগুলি মরু টাইটেনিয়াম,প্রাকৃতিক টাইটেনিয়াম,সাদা টাইটেনিয়াম এবং কালো টাইটেনিয়াম রঙের বিকল্পে উপলব্ধ হবে।

আগামী 13ই সেপ্টেম্বর থেকে এই ফোনগুলোর প্রী অর্ডার করা যাবে এবং 20 সেপ্টেম্বর থেকে এগুলি Apple এর ওয়েবসাইট থেকে এবং কোম্পানীর অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে।

iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

ফোন দুটি ডুয়াল সিম দ্বারা সজ্জিত ( মার্কিন যুক্তরাষ্ট্রে e sim , বিশ্বজুড়ে Nano+e-sim)। স্মার্টফোনগুলি iOS 18 দ্বারা চালিত এবং apple এর দ্বিতীয় জেনারেশনের 3nm A18 pro চিপ দ্বারা চালিত,যেটি বিগত বছরের মডেলগুলির তুলনায় 20 শতাংশ কম শক্তি ব্যবহার করার মাধ্যমে 15 শতাংশ বেশি কার্যক্ষমতা প্রদান করার দাবি করে। যখন iOS 18.1 প্রকাশিত হবে তখন দুটি ফোনই Apple Intelligence বৈশিষ্ট্যটি সমর্থন করবে।

Apple এর iphone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনদুটিতে যথাক্রমে 6.3 ইঞ্চির এবং 6.9 ইঞ্চির সুপার রেটিনা XRD OLED ডিসপ্লে আছে। এবং এটির রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ 2000নিট উজ্জ্বলতা বহন করে। এটিতে Apple এর উন্নতমানের সিরামিক শিল্ডের সুরক্ষা আছে।

উভয়ফোনই ত্রিমাত্রিক ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত যার মধ্যে একটি f/1.78 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি f/2.2 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেলের উন্নতমানের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা এবং একটি f/2.8 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, এটি টেট্রাপ্রিজম' পেরিস্কোপ লেন্সের মাধ্যমে 5x অপটিক্যাল জুমের ক্ষমতা প্রদান করে থাকে। ভিডিও কল এবং সেলফির ক্ষেত্রে ফোনগুলির সামনের অংশে f/1.9 অ্যাপারচার সহ একটি 12 মেগাপিক্সেলের TrueDepth ক্যামেরা আছে। এই নতুন ফোনগুলি 4k 120fps রেকর্ডিং সমর্থন করে।

বিগত বছরের মতোই এই হ্যান্ডসেটগুলিতে অতিরিক্ত mute সুইচ বোতামের পরিবর্তে অ্যাকশন বোতাম যুক্ত করা হয়েছে। iphone 16 সিরিজের ফোনগুলিতে টাচ্ সেনসেটিভ ক্যামেরা নিয়ন্ত্রন বোতামও দেওয়া হয়েছে যার ফলে দ্রুত ক্যামেরা চালু করা যাবে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনগুলিতে IP68 রেটিং নির্মাণ করা হয়েছে।

সংযোগের ক্ষেত্রে হ্যান্ডসেটগুলোতে 5g,4g LTE Wi-Fi6E, ব্লুটুথ,NFC,GPS, USB 3.0 Type-C পোর্ট যুক্ত করা আছে। কোম্পানী ব্যাটারী সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি তবে এগুলি 27W এর চার্জার দ্বারা চার্জ করা যাবে বা MagSafe বা Qi2 সামঞ্জস্যপূর্ণ ওয়্যারলেস চার্জিং অ্যাডাপ্টার দ্বারা 15W চার্জ ব্যবহার করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo Y500 Pro সস্তায় 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জ ফিচারের সঙ্গে লঞ্চ হল
  2. Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল
  3. 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন
  4. New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!
  5. OnePlus Ace 6T হবে দুনিয়ার সর্বপ্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত ফোন, থাকবে 8,000mAh ব্যাটারি
  6. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে আসছে
  7. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  8. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  9. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  10. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »