iPhone 17 কিছুটা বড় স্ক্রিনের সাথে লঞ্চ হতে পারে
Photo Credit: Apple
iPhone 17 সিরিজ লঞ্চ হতে আর মাস তিনেক বাকি। ফলে এখন থেকেই অ্যাপলপ্রেমীদের উত্তেজনা বাড়তে শুরু করেছে। নতুন আইফোন মডেলগুলির সম্পর্কে বিভিন্ন তথ্য বিগত কয়েকমাস ধরেই ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। নেক্সট জেনারেশন আইফোন বেশ কিছু উল্লেখযোগ্য হার্ডওয়্যার আপগ্রেড পেতে পারে, যার মধ্যে মধ্যে প্রথমেই 120hz OLED ডিসপ্লের নাম ঘোরাফেরা করছে। চলতি বছর Apple-এর অন্যতম চমক iPhone 17 Air। এটি স্লিম ও লাইটওয়েট হবে বলে শোনা যাচ্ছে। iPhone 17 সিরিজ নতুন iOS 26 সংস্করণের সাথে আসবে, যার মূল আকর্ষণ লিকুইড গ্লাস ডিজাইন। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে বেস iPhone 17 সহ নতুন আইফোন লাইনআপের সম্ভাব্য পরিবর্তনগুলির খুঁটিনাটি তুলে ধরা হল।
অ্যাপল সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন ফোন লঞ্চ করে থাকে। যে কারণে আমরা আশা করতে পারি, এই বছরের একই সময়ে iPhone 17 বাজারে আসবে। iPhone 16 সিরিজ গত বছরের সেপ্টেম্বর 9 লঞ্চ করা হয়েছিল, যেখানে iPhone 15 প্রকাশ হয়েছিল 2023 সালের সেপ্টেম্বর 12 তারিখে। বেস iPhone 17 ছাড়াও, কোম্পানি আরও তিনটি মডেল লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে - iPhone 17 Pro, iPhone 17 Pro Max, ও iPhone 17 Air।
iPhone 17 কেমন দামে আসবে তা বর্তমানে স্পষ্ট নয়, যদিও অ্যাপল প্রতি বছর একই দামে আইফোন লঞ্চ করেছে। iPhone 16 এবং তার পূর্বসূরী iPhone 15, উভয়েরই 128 জিবি স্টোরেজ সহ বেস মডেল লঞ্চ হয়েছিল 799 ডলারে (প্রায় 68,300 টাকা)। তবে, সম্প্রতি অন্য দেশে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি অন্তত 25 শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, যন্ত্রাংশ উৎপাদনের খরচ বাড়ার ফলে এই বছর আইফোনের দাম বৃদ্ধি পেতে পারে।
সাম্প্রতিক প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে আইফোন 17 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া আইফোন 16 এর মতোই পারফরম্যান্স অফার করবে। ফোনটিতে আরও বড় ও ফাস্ট 120Hz ডিসপ্লে থাকতে পারে এবং দ্রুত চার্জিংয়ের জন্য সাপোর্ট আনতে পারে। অনলাইনে ফাঁস হওয়া একাধিক ডিজাইন রেন্ডার অনুযায়ী, স্ট্যান্ডার্ড আইফোন 17 মডেলের ডিজাইনে কোনও আমূল পরিবর্তন আসার সম্ভাবনা কম। যদিও iPhone 17 ও 17 Pro Max একটি নতুন ডিজাইন করা রিয়ার ক্যামেরা লেআউটের সাথে আসতে পারে।
অ্যাপল এই বছর iPhone 17 কিছুটা বড় স্ক্রিনের সাথে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। iPhone 16 Pro-এর মতো 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়া, কোম্পানিটি 60hz প্যানেলকে 120hz-এ আপগ্রেড করবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমানে একটি সাধারণ বাজেট Android ফোনের স্ট্যান্ডার্ড ফিচার। তবে, এটি কোম্পানির প্রো মডেলগুলির ProMotion ডিসপ্লের মতো নাও হতে পারে।
কিছু প্রতিবেদন অনুসারে, iPhone 17-তে iPhone 16-তে পাওয়া A18 Bionic চিপ ব্যবহার করা হতে পারে। আবার অন্য কিছু সূত্রের দাবি, এতে A19 চিপ থাকতে পারে যা TSMC-এর বর্তমান 3nm নোড ব্যবহার করে তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে। iPhone 17 তার পূর্বসূরীর মতো 8GB RAM অফার করতে পারে, যেখানে Pro মডেলগুলিতে 12GB RAM থাকবে। iPhone 17 সিরিজের চারটি মডেলই iOS 26 সংস্করণে চলবে, যা Apple WWDC 2025-এ উন্মোচিত হয়েছিল।
iPhone 17 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবে, যার মধ্যে একটি ওয়াইড এবং একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। বর্তমান iPhone 16 মডেলে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। অ্যাপল এই বছর আইফোনের বেস মডেলে কোনও আপগ্রেড আনবে বলে আশা করা হচ্ছে না। তবে রিপোর্ট বলছে, iPhone 17 সিরিজের সমস্ত মডেল 24 মেগাপিক্সেল ক্যামেরা পাবে, যা বিদ্যমান 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার তুলনায় একটি আপগ্রেড।
Apple তাদের স্মার্টফোনের ব্যাটারি কখনও মার্কেটিং করে না। ফলে এটা স্পষ্ট নয় যে স্ট্যান্ডার্ড iPhone 17 মডেলে iPhone 16-এর মতো একই ব্যাটারি থাকবে কিনা। রিপোর্ট বলছে, iPhone 17 সিরিজ কম্প্যাটিবল চার্জারে 35W চার্জিং স্পিড সাপোর্ট করবে। ফোনগুলি Qi 2.2 ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে বলেও জল্পনা চলছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.