Vivo X300 এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হল iPhone 17।
Photo Credit: Vivo/Apple
Vivo X300 vs iPhone 17 comparison
Vivo গতকাল ভারতে X300 সিরিজ নিয়ে এসেছে। এটি বর্তমানে বাজারের সেরা স্মার্টফোনগুলির মধ্যে একটি। Vivo X300 মডেলটিকে বছরের অন্যতম সেরা স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন বলছেন বিশেষজ্ঞরা। Zeiss-এর সহযোগিতায় তৈরি ইমেজিং সিস্টেম ফোনটির ক্যামেরা কোয়ালিটি আলাদা স্তরে নিয়ে গিয়েছে। এই ডিভাইসে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আছে। হাই-পারফরম্যান্সের জন্য, MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার হয়েছে। ফোনটির প্রতিদ্বন্দ্বীর কথা বললেই iPhone 17 এর নাম আসবে। এর ফলে প্রশ্ন উঠছে, দুই ফোনের মধ্যে সেরা কে? চলুন তুলনার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক।
Vivo X300 এর সামনে 6.31 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1.5K রেজোলিউশন (1,216 x 2,640 পিক্সেল), 4,500 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। এতে সিকিউরিটির জন্য ইন-স্ক্রিন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
অন্য দিকে, iPhone 17 একটি 6.3 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 2,622 x 1,206 পিক্সেল রেজোলিউশন, HDR10, ডলবি ভিশন, এবং ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী কোটিং অফার করে।
ভিভো এক্স300 অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 6,040mAh ব্যাটারি আছে যা 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
আইফোন 17 মডেলে হেক্সা-কোর A19 চিপসেট আছে। ডিভাইসটি 8 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। এতে 3,692mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা 40W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 25W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে।
Vivo X300 ইতিমধ্যেই দুর্ধর্ষ ক্যামেরা পারফরম্যান্সের জন্য শোরগোল ফেলে দিয়েছে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.7 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও f/2.6 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটির সঙ্গে Zeiss 2.35x টেলিকনভার্টার কিট পাওয়া যাবে। এটি একটি অতিরিক্ত লেন্স যা দূরবর্তী বস্তুর ছবি তুলতে সাহায্য করে।
iPhone 17 ডুয়াল রিয়ার ক্যামেরা নিয়ে এসেছে। এতে 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর আছে, যা f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অফার করে। এর সঙ্গে f/2.2 অ্যাপারচার এবং 48 মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। স্মার্টফোনটির সামনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Vivo X300 এর দাম ভারতে 75,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 81,999 টাকা ও 85,999 টাকা। অন্য দিকে, iPhone 17 এর 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 82,900 টাকা ও 1,02,900 টাকা।
Vivo X300 মূলত ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে ব্রাইটনেস, এবং ভ্যালু-ফর-মানি বিভাগে এগিয়ে। অন্য দিকে, Apple iPhone 17 পাওয়ারফুল ইকোসিস্টেম এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের দিক থেকে টেক্কা দিচ্ছে। আপনি যদি সেরা Android ক্যামেরা স্মার্টফোন চান, তাহলে Vivo X300 এর বিকল্প নেই। কিন্তু আপনার কাছে সিকিউরিটি, অপ্টিমাইজেশন, ও iOS অগ্রাধিকার পেলে, iPhone 17 সেরা অপশন হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন