Vivo X300 এবং Vivo X300 Pro উভয়ই Zeiss-এর ইমেজিং সিস্টেম ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Vivo
Vivo X300 Pro features a 200-megapixel telephoto Camera
Vivo X300 সিরিজ মঙ্গলবার অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপে X300 এবং X300 Pro মডেলের একজোড়া ফ্ল্যাগশিপ ফোন এনেছে সংস্থা। Vivo X300 সিরিজের মুখ্য আকর্ষণ হল ক্যামেরা। দুই ফোনেই Zeiss-এর সহযোগিতায় তৈরি ইমেজিং সিস্টেম, 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Vivo X300 এবং Vivo X300 Pro-এর সঙ্গে Zeiss 2.35x টেলিকনভার্টার কিট অফার করছে কোম্পানি। এটি একটি অতিরিক্ত লেন্স যা গুণগত মান বজায় রেখে দূরবর্তী বস্তুর ছবি তুলতে সাহায্য করে। সহজ কথায়, দূরের বস্তুকে আরও কাছ থেকে ক্যামেরাবন্দি করতে সাহায্য করবে।
Vivo X300 Pro এর সামনে 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে যা 1-120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। Vivo X300 মডেলেও একই বৈশিষ্ট্যের ডিসপ্লে ব্যবহার হয়েছে, তবে এটি আকারে সামান্য ছোট (6.31 ইঞ্চি)। সিকিউরিটির জন্য উভয় স্মার্টফোনে ইন-স্ক্রিন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
দুই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। ভিভো এক্স300 প্রো 50 মেগাপিক্সেল Sony-LYT-828 মেইন ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল HPB APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার, এবং 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রাওয়াইড ক্যামেরার সঙ্গে এসেছে। এতে ছবির প্রি-প্রসেসিং ও পোস্ট-প্রসেসিং এর জন্য যথাক্রমে Vs1 এবং V3+ ইমেজিং চিপ বর্তমান।
অন্য দিকে, স্ট্যান্ডার্ড ভিভো এক্স300 মডেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি OIS ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। হ্যান্ডসেটটিতে শুধু V3+ পোস্ট-প্রসেসিং চিপ উপলব্ধ। দুই ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে৷ ফোনগুলি IP68 + IP69-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা পেয়েছে।
ভিভোর দুই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর আছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। উভয় মডেল Android 16-নির্ভর Origin OS 6.1 কাস্টম সফটওয়্যারে রান করে। X300 Pro-তে 6,510mAh ব্যাটারি আছে, যেখানে বেস মডেলের ব্যাটারি ক্যাপাসিটি হল 6,040mAh। ফোনগুলি 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Vivo X300 এর দাম ভারতে 75,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ থাকবে। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 81,999 টাকা ও 85,999 টাকা। এটি এলিট ব্ল্যাক, সামিট রেড, ও মিস্ট ব্লু কালার অপশনে উপলব্ধ। Vivo X300 Pro এর দাম 1,09,999 টাকা যা 16 জিবি র্যাম + 512 জিবি অনবোর্ড স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ডিভাইসটি ডিউন গোল্ড ও এলিট ব্ল্যাক রঙের বিকল্পে কেনা যাবে। Zeiss 2.35x টেলিকনভার্টার লেন্স কিনতে চাইলে খরচ হবে 18,999 টাকা।
ভিভো এক্সক্লুসিভ লঞ্চ অফার ঘোষণা করেছে। ফোনগুলি অনলাইনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ফ্ল্যাট 10 শতাংশ এক্সচেঞ্জ বোনাস, 1 বছর অতিরিক্ত ওয়ারেন্টি, ও 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনে পাওয়া যাবে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart, এবং Amazon থেকে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo X300 Pro Launched in India With 200-Megapixel Telephoto Camera, 6,510mAh Battery: Price, Specifications
Google Schedules Android XR Event for December 8; Updates About Glasses, Headsets Expected