প্রসেসর থেকে ক্যামেরায় চমকের ছড়াছড়ি, iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর

iPhone 17-এর সেরামিক শিল্ড 2 স্ক্র্যাচ থেকে ডিসপ্লেকে তিন গুণ বেশি সুরক্ষা দেবে

প্রসেসর থেকে ক্যামেরায় চমকের ছড়াছড়ি, iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর

Photo Credit: Apple

iPhone 17 পাঁচটি রঙে উপলব্ধ

হাইলাইট
  • iPhone 17 অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে
  • ফোনটির একটি বড় আপগ্রেড হল 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে
  • iPhone 17-এর বিক্রি ভারতে সেপ্টেম্বর 19 থেকে শুরু হবে
বিজ্ঞাপন

মঙ্গলবার Apple-এর 'Awe Dropping' অনুষ্ঠানে নতুন iPhone 17 স্মার্টফোনের আত্মপ্রকাশ ঘটল। iPhone 16 মডেলটির সঙ্গে চেহারার মিল থাকলেও, ক্যামেরা এবং পারফরম্যান্সে পূর্বসূরী মডেলকে ছাপিয়ে গিয়েছে এটি। iPhone 17 এর অন্যতম আপগ্রেড 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ProMotion ডিসপ্লে। এর সেরামিক শিল্ড 2 স্ক্র্যাচ থেকে তিন গুণ বেশি সুরক্ষা দেয়। স্মার্টফোনটিতে সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা iPhone 16-এর চেয়ে দ্বিগুণ বড় সেন্সর। CPU-এর কর্মক্ষমতা যেমন 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে, তেমনই অতিরিক্ত 8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি করেছে কোম্পানি। এছাড়াও, iPhone 17 এর অন্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে iOS 26 সফটওয়্যার, অ্যাপল ইন্টেলিজেন্স, IP68 জলরোধী রেটিং, WiFi 7, ইত্যাদি।

ভারতে iPhone 17 এর দাম

iPhone 17 ভারতে 82,900 টাকায় লঞ্চ হয়েছে। এটি 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। অর্থাৎ, বেস মডেলের স্টোরেজ বেড়ে দ্বিগুণ হয়েছে। অন্য দিকে, 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 1,02,900 টাকা। ফোনটি ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ, হোয়াইট, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। প্রি-অর্ডার সেপ্টেম্বর 12 থেকে শুরু হচ্ছে এবং ডেলিভারি সেপ্টেম্বর 19 থেকে চালু হবে।

iPhone 17 ফিচার্স ও স্পেসিফিকেশন

আইফোন 17 এর সামনে 6.3 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ডায়নামিক আইল্যাড, 3,000 নিট পিক ব্রাইটনেস, 2,622x1,206 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর, ও ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী কোটিং অফার করে। ফোনটির প্রোমোশন প্যানেল iPhone 16 Pro থেকে নেওয়া হয়েছে। IP68 রেটিং থাকার কারণে জল ও ধুলো থেকে সম্পুর্ণ সুরক্ষিত এটি।

iPhone 17 ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে। ক্যামেরা সেটআপের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর, যা f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অফার করে। এটি 52 মিমি ফোকাল লেন্থ সহ 2X টেলিফটো ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যাবে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে f/2.2 অ্যাপারচার এবং ম্যাক্রো ক্ষমতা সমৃদ্ধ 48 মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।

স্মার্টফোনটির সামনে 18 মেগাপিক্সেলের নতুন সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। iPhone 17 রান করে A19 চিপসেটে। এটি ছয়টি কোর নিয়ে গঠিত একটি সিপিইউ যার মধ্যে 16 কোরের নিউরাল ইঞ্জিন বর্তমান। অ্যাপল জানিয়েছে, তাদের নতুন প্রসেসর আগের তুলনায় আরও উন্নত ক্ষমতা নিয়ে এসেছে। বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হবে। মেমরির ব্যান্ডউইথও বৃদ্ধি পেয়েছে।

সব মিলিয়ে আইফোন 16-এর তুলনায় নতুন সিপিইউ 40 শতাংশ বেশি দ্রুতগতির পারফরম্যান্স দিতে সক্ষম হবে।কোম্পানির দাবি, এটি আগের মডেলের তুলনায় প্রায় আট ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। শুধু তাই নয়, কয়েক মিনিটের মধ্যেই ফোনটি 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। আবার মাত্র 10 মিনিট চার্জ দিলেই সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করা যাবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Transformative and brighter ProMotion display
  • Powerful performance
  • Meaningful camera upgrades
  • More value-for-money
  • Great battery life
  • Bad
  • iOS 26 has glitches
  • Ineffective anti-reflective coating
Display 6.30-inch
Processor Apple A19
Front Camera 18-megapixel
Rear Camera 48-megapixel + 48-megapixel
RAM 8GB
Storage 256GB, 512GB
OS iOS 26
Resolution 1206x2622 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Poco M8 সিরিজের প্রথম টিজার প্রকাশ্যে, 50MP ও 200MP ক্যামেরা নিয়ে শীঘ্রই লঞ্চ হতে পারে
  2. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 12000mAh ব্যাটারি সহ Redmi Pad 2 Pro 5G জানুয়ারি 6 ভারতে লঞ্চ হচ্ছে
  3. Oppo Find X9 Ultra: ছাব্বিশে মহা চমক, Oppo লঞ্চ করবে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন?
  4. স্মার্টফোন সেলে মেগা অফার, 3,000 টাকা ডিসকাউন্ট 7,400mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের অনবদ্য ফোনে
  5. আইফোনের মতো দেখতে Oppo Reno 15 Series 5G শীঘ্রই ভারতে আসছে, প্রকাশ্যে ফার্স্ট লুক, থাকবে 200MP ক্যামেরা
  6. Xiaomi 17 Ultra: বড়দিনে বিরাট চমক, বিশ্বসেরা ক্যামেরার সঙ্গে দুর্ধর্ষ স্মার্টফোন আনছে শাওমি
  7. Vivo জানুয়ারি মাসে তিন দুর্দান্ত স্মার্টফোন ভারতে আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  8. 108MP ক্যামেরা-সহ Redmi Note 15 5G ভারতে 6 জানুয়ারি লঞ্চ হচ্ছে, দাম, ফিচার্স এক ক্লিকে জেনে নিন
  9. 6,800mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 200MP ক্যামেরা সহ আসছে নয়া Xiaomi স্মার্টফোন
  10. Vivo X200T স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, ফাঁস হওয়া ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »