Flipkart GOAT Sale 2025 জুলাই 12 তারিখে Amazon Prime Day 2025 সেলের সাথে সাথেই শুরু হয়েছিল। এটি জুলাই 17 পর্যন্ত চলবে। সেল শেষ না হওয়া পর্যন্ত iPhone 16 কম দামে বিক্রি হতে পারে।
iPhone 17 মডেলে iPhone 16 Pro-এর মতো 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়া, 60hz প্যানেলটি 120hz-এ আপগ্রেড হওয়ার সম্ভাবনা। এই বছর প্রতিটি আইফোন 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেতে পারে।