iPhone 17 Air: বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন আসছে আগামীকাল, দাম কত হবে

iPhone 17 Air এর ডিজাইন অনেকের কাছেই অবিশ্বাস্য বা বলে মনে হতে পারে।

iPhone 17 Air: বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন আসছে আগামীকাল, দাম কত হবে

Photo Credit: Apple

iPhone 17 Air মডেলটি 6.6 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে

হাইলাইট
  • iPhone 17 Air মাত্র 5.5 মিমি পুরু হতে পারে
  • ফোনটিতে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে
  • iPhone 17 Air নয় A19 অথবা A19 Pro প্রসেসরে চলতে পারে
বিজ্ঞাপন

iPhone 17 সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। Apple-এর 'Awe Dropping' ইভেন্টে আগামীকাল, মঙ্গলবার আত্মপ্রকাশ করবে আইফোনের নতুন প্রজন্ম। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক ক্যাম্পাসের স্টিভ জবস থিয়েটারে স্ট্যান্ডার্ড iPhone 17 এর সঙ্গে আত্মপ্রকাশ করবে iPhone 17 Pro, এবং টপ-এন্ড মডেল iPhone 17 Pro Max। এছাড়াও, এই বছর আইফোন সিরিজের বিশেষ সংযোজন হল iPhone 17 Air। যাকে এখন থেকেই শো-স্টপার আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। জল্পনা চলছে যে, এই আলট্রা স্লিম এবং লাইটওয়েট আইফোনের ডিজাইন অনেকের কাছেই অবিশ্বাস্য বা অবাক করা বলে মনে হবে। এই বছরের নতুন আইফোনগুলি পূর্বসূরীর তুলনায় দেখতে আলাদা হবে। iPhone 17 Air নতুন ডিজাইনগুলির মধ্যে সবচেয়ে নজরকাড়া হতে পারে। এটি 5.5 মিমি পুরু হবে। ফলে ফোনটি শুধুমাত্র সবচেয়ে পাতলা আইফোন নয়, বরং এখন পর্যন্ত তৈরি হওয়া অন্যতম পাতলা স্মার্টফোন হবে। সূত্রের দাবি, পাতলা ডিজাইন হওয়ার জন্য, iPhone 17 Air সিম কার্ডের ট্রে ছাড়াই আসবে। ফোন স্লিম রাখতে গেলে ট্রে-র জন্য আলাদা স্লট বসানো সম্ভব নয়। এর পরিবর্তে eSIM ব্যবহার করা হবে যা ফিজিক্যাল সিমের ডিজিটাল ভার্সন। এটি স্মার্টফোনের হার্ডওয়ারের সঙ্গে যুক্ত থাকে বলে আলাদা করে বাইরে থেকে সিম নেওয়ার প্রয়োজন হয় না। রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Air এর দাম iPhone 17 Pro মডেলটির চেয়ে কম হবে, কিন্তু iPhone 17-এর তুলনায় বেশি।

iPhone 17 Air ডিসপ্লে ও ডিজাইন

বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, আইফোন 17 এয়ার মডেলটি 6.6 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যা আইফোন 16 প্লাসের তুলনায় সামান্য ছোট। এটি একটি ওলেড (OLED) প্যানেল হবে যা 120 হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট সাপোর্ট করবে ও অলওয়েজ-অন থাকবে। ছোট ডিসপ্লে এবং অবিশ্বাস্যভাবে পাতলা ডিজাইনের ফোন হওয়ার ফলেই আইফোনের নতুন মডেলটির নাম এয়ার। ফোনটির ওজন 145 গ্রামের কাছাকাছি থাকতে পারে। ক্যামেরা বাম্প বাদ দিলে, স্মার্টফোনটির সবচেয়ে পাতলা জায়গায় পুরুত্ব মাত্র 5.5 মিমি হবে।

iPhonne 17 Air ক্যামেরা

অনেক ক্রেতাই নতুন আইফোনের দিকে ঝোঁকেন মূলত অসাধারণ ক্যামেরার জন্য। তবে iPhone 17 Air-এর ক্ষেত্রে অতিরিক্ত পাতলা ডিজাইন ক্যামেরা সিস্টেমের পারফরম্যান্সের বিরুদ্ধে কাজ করতে পারে। এতে মাত্র একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। যা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের মতো কাজ করতে পারে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনের দিকে একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা মিলতে পারে।

iPhone 17 Air প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি, ও চার্জিং

iPhone 17 Air নয় A19 অথবা A19 Pro চিপসেট দ্বারা পরিচালিত হবে। ফোন থেকে তাপ অপসারণ করতে নতুন ভেপার চেম্বার হিটসিঙ্ক ব্যবহার হতে পারে। বেস মডেলে 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি বা 256 জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা। স্মার্টফোনটির ই-সিম ভার্সনের ব্যাটারি ক্যাপাসিটি 3,149 এমএএইচ হতে পারে, যেখানে ফিজিক্যাল সিম ভেরিয়েন্টে 3,036 এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

এটা বলার অপেক্ষা রাখে না যে, ছোট ব্যাটারির কারণে iPhone 17 Air বারবার চার্জ বসাতে হতে পারে। এতে Qi 2.2 স্ট্যান্ডার্ড সাপোর্ট থাকবে বলে শোনা যাচ্ছে, যেখানে উপযুক্ত চার্জার ব্যবহার করলে সর্বোচ্চ 25 ওয়াট চার্জিং স্পিড পাওয়া যেতে পারে। সাধারণ ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিংয়েও প্রায় 25 ওয়াট স্পিড পাওয়ার সম্ভাবনা রয়েছে।

iPhone 17 Air দাম

রিপোর্ট বলছে, iPhone 17 Air এর দাম iPhone 17 Pro মডেলটির চেয়ে কম হবে, কিন্তু iPhone 17-এর তুলনায় বেশি। হ্যান্ডসেটটির বেস 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 899 ডলার থেকে 999 ডলারের মধ্যে থাকতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 79,000 টাকা থেকে 88,000 টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 5000mAh ব্যাটারি, 128 জিবি স্টোরেজ, ও জলরোধী রেটিং সহ লঞ্চ হল Honor Play 10
  2. সেপ্টেম্বরেই Samsung-এর বড় আপডেট, একঝাঁক স্মার্টফোনে আসছে Android 16
  3. iPhone 17 Air: বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন আসছে আগামীকাল, দাম কত হবে
  4. iPhone 17 সিরিজের সঙ্গেই আসতে পারে AirPods Pro 3, ধরবে হার্ট ও কানের রোগ!
  5. Oppo F31 5G সিরিজ 15 সেপ্টেম্বর দেশে আসছে, দাম, ফিচার্স কেমন হবে দেখে নিন
  6. ক্যামেরা এবং AI ফিচার্সে ধামাকা, লঞ্চ হল Motorola Edge 60 Neo, দাম জেনে নিন
  7. Motorola একজোড়া দুর্দান্ত বাজেট ফোন আনল, 7,000mAh ব্যাটারি ও 4K ক্যামেরা রয়েছে
  8. দাম বাড়লেও বিক্রি কমবে না, উন্নত ফিচার্সে বাজিমাত করতে চলেছে iPhone 17 সিরিজ
  9. 6,000mAh ব্যাটারি, চারটি ক্যামেরার সঙ্গে আত্মপ্রকাশ করল Oppo Reno 14 FS 5G
  10. Lava Bold N1 5G: দেশের সবচেয়ে সস্তা 5G ফোন লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »